IPL 2024 Auction: রাত পোহালেই মেগা অকশন, শেষবেলায় অঙ্ক কষে কোন কোন মাছ ছিপে গাঁথতে চাইছেন গৌতম গম্ভীররা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2024 Auction: আইপিএলের মেগা অকশনের দল তুলে নেওয়ার ব্লু প্রিন্ট রেডি, শেষ মুহূর্তের ভাবনাচিন্তা কেকেআরের হাতে...
: IPL 2024 Auction কলকাতা নাইট রাইডার্স (KKR): কলকাতা নাইট রাইডার্স (KKR) একেবারে রেডি লাফিয়ে ঝাঁপিয়ে নতুন ক্রিকেটার কেনার জন্য৷ IPL 2024 নিলাম টেবলে গৌতম গম্ভীর এন্ড কোং যখন যাচ্ছেন তখন তারাই এমন দল যাঁদের কাছে সবচেয়ে বেশি সংখ্যক স্লট ফাঁকা আছে৷ শাহরুখ খানের দল ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল৷ এবার সেই দুই মরশুমের অধিনায়ক, গৌতম গম্ভীর- একজন পরামর্শদাতা হিসাবে দলে ফিরে এসেছেন৷
advertisement
প্লেয়ার হিসেবে যাদের ধরে রাখল কেকেআর- রিঙ্কু সিং (Rinku Singh) -৫৫ লক্ষ টাকা, বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ৮ কোটি টাকা, ভেঙ্কটেশ্বর আইয়ার (Venkatesh Iyer) -৮ কোটি, নীতিশ রাণা (Nitish Rana) (সহ অধিনায়ক) ৮ কোটি টাকা, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) (অধিনায়ক)- ১২.২৫ কোটি টাকা,জেসন রয় (Jason Roy) ২.৮ কোটি টাকা, সুনীল নারিন (Sunil Narine) ৬ কোটি টাকা, রাহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) ৫০ লক্ষ টাকা,সুয়েশ শর্মা (Suyash Sharma) -২০ লক্ষ টাকা, অনুকূল রয় (Anukul Roy) -২০ লক্ষ টাকা, আন্দ্রে রাসেল (Andre Russell) -১২ কোটি টাকা, হর্ষিত রানা (Harshit Rana)- ২০ লক্ষ টাকা, বৈভব অরোরা (Vaibhav Arora) ৬০ লক্ষ টাকা৷
advertisement
advertisement
KKR এই আইপিএল নিলামে ৩২.৭ কোটি টাকার পার্স এবং ১২টি স্লট (৪জন বিদেশি) কিনে নিতে হবে৷ তবে এইবছরের মিনি নিলামের পাশাপাশি কেকেআরকে এও মাথায় রাখতে হবে আগামী বছরটি মেগা-নিলাম আয়োজিত হবে৷ কেকেআর নিজেদের বিশাল পার্স নিয়ে শক্তিশালী ও ফ্লেক্সিবেল প্লেয়ার তুলে নিতে টেবল কাঁপাবে৷ তাঁদের টার্গেটে থাকবেন রাচিন রবীন্দ্র, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের মতো বিদেশিরা৷
advertisement
advertisement
advertisement
৩. ট্র্যাভিস হেড: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপ ফাইনাল উভয় ক্ষেত্রেই ম্যান অফ দ্য ম্যাচ, কেকেআরের জন্য উপযুক্ত হবে এবং রাহমানুল্লাহ গুরবাজের ওপর নির্ভর করবে৷ কারণ তিনি ভারতীয় কন্ডিশনে খেলার ক্ষমতা এবং সক্ষম। কৌশলী আর্ম বল বোলিং করেন, এবং কেকেআর ইডেন গার্ডেন্সে ৭টি ম্যাচ খেলবে, হেড তাঁদের পছন্দের তালিকায় থাকবে৷
advertisement