IPL 2023: এবারই শেষ! আর চাইলেও দেখা যাবে না! ফ্যানেদের মন ভাঙতে পারে একাধিক তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023: ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৩। প্রায় ২ মাস ধরে টানটান টি-২০ ক্রিকেটের উন্মাদনায় মাততে তৈরি ভারত তথা বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা। কিন্তু এবারই আইপিএলের ফ্যানেদের মন ভেঙে দিতে পারেন একাধিক তারকা ক্রিকেটার।
এবারের আইপিএল যে পাঁচ ক্রিকেটারের শেষ আইপিএল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা সেই তালিকায় সবার আগে নাম আসবে এমএস ধোনির। বয়স ৪১ পেরিয়েছে। ২৩৪টি আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এমনিতেই অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছেন সিএসকে অধিনায়ক। চেন্নাইয়ের মাঠে আইপিএল খেলেই বিদায় নিতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দলকে ২০০৮ সাল থেকে নেতৃত্ব দিয়েথেন ধোনি। ৪ বারের চ্যাম্পিয়ন। এছাড়া প্রতিযোগিতার অন্যতম সেরা ম্যাচ ফিনিশারও ধোনি।
advertisement
advertisement
advertisement
advertisement
এই তালিকায় শেষে রয়েছেন দীনেশ কার্তিক। টি-২০ বিশ্বকাপের পর যে তারজন্য আর ভারতীয় দলের দরজা খুলবে না তা একপ্রকার নিশ্চিৎ। বয়স ৩৮-এর ঘরে। গতমরসুমে আইপিএলে আরসিবির হয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন। কিন্তু শুধু আইপিএল খেলে ফর্ম ধরে রাখাটা মুশকিল। যে সমস্যায় ভুগছেন ধোনিও। ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবেও কাজ শুরু করেছেন ডিকে। তাই এবারই কার্তিকের শেষ আইপিএল হতে পারে।