KKR vs RCB: বাদ পড়বে কি রাসেল! আরসিবির বিরুদ্ধে কেকেআর দলে থাকতে পারে মহাচমক

Last Updated:
KKR vs RCB: বুধবার আইপিএলের দ্বিতীয় লেগের অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে চিন্নাস্বামীতে কেকেআরের প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিকে জয়ে ফেরার লক্ষ্যে নাইটরা। অন্যদিকে আরসিবির বদলার ম্যাচ।
1/6
টানা চার ম্যাচ হারের পর দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। টানা জয় ছাড়া প্লে অফে ওঠার আর কোনও আশা নেই। এই পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি কেকেআর।
টানা চার ম্যাচ হারের পর দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। টানা জয় ছাড়া প্লে অফে ওঠার আর কোনও আশা নেই। এই পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি কেকেআর।
advertisement
2/6
ঘরের মাঠে চিন্নাস্বামীতে কতটা ভয়ঙ্কর আরসিবি তা ভালো মতনই জানে কেকেআর। তারউপর ফর্মে আরসিবির ব্যাটিং লাইবের তিন মহাতারকা বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। বল হাতে আগুন ঝরাচ্ছেন  মহম্মদ সিরাজ। ভালো বোলিং করছেন হার্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসরঙ্গারা।
ঘরের মাঠে চিন্নাস্বামীতে কতটা ভয়ঙ্কর আরসিবি তা ভালো মতনই জানে কেকেআর। তারউপর ফর্মে আরসিবির ব্যাটিং লাইবের তিন মহাতারকা বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। বল হাতে আগুন ঝরাচ্ছেন মহম্মদ সিরাজ। ভালো বোলিং করছেন হার্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসরঙ্গারা।
advertisement
3/6
সম্পূর্ণ ভিন্ন চিত্র কেকেআর শিবিরে। নীতিশ রানা ও জেসন রয় ছাড়া ব্যাটিং লাইনে ছন্দে নেই কোনও ক্রিকেটার। ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা রান পেলেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। আন্দ্রে রাসেল ফর্মের ধারেকাছে নেই। তাকে লাগাতার খেলানো নিয়েও উঠছে প্রশ্ন। বোলিং অ্যাটাকও কোন দিন কেমন পারফর্ম করবে তা বলা মুশকিল।
সম্পূর্ণ ভিন্ন চিত্র কেকেআর শিবিরে। নীতিশ রানা ও জেসন রয় ছাড়া ব্যাটিং লাইনে ছন্দে নেই কোনও ক্রিকেটার। ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা রান পেলেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। আন্দ্রে রাসেল ফর্মের ধারেকাছে নেই। তাকে লাগাতার খেলানো নিয়েও উঠছে প্রশ্ন। বোলিং অ্যাটাকও কোন দিন কেমন পারফর্ম করবে তা বলা মুশকিল।
advertisement
4/6
এই পরিস্থিতি ডু অর ডাই ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। কারণ এখনও পর্যন্ত কোনও ম্যাচে একই একাদশ খেলাননি কেকেআর কোচ চন্দ্রনাথ পণ্ডিত। রাসেল দলে থাকবে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও হতে পারে একাধিক পরিবর্তন ও সম্ভাবনা রয়েছে দলে।
এই পরিস্থিতি ডু অর ডাই ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। কারণ এখনও পর্যন্ত কোনও ম্যাচে একই একাদশ খেলাননি কেকেআর কোচ চন্দ্রনাথ পণ্ডিত। রাসেল দলে থাকবে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও হতে পারে একাধিক পরিবর্তন ও সম্ভাবনা রয়েছে দলে।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: জেসন রয়, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিং, এন জগদীশান, আন্দ্রে রাসেল/রহমানউল্লাহ গুরবাজ, ডেভিড উইসে, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব। ইমপ্যাক্ট প্লেয়ার: মনদীপ সিং, অনুকুল রয়, সুযশ শর্মা, বৈভব আরোরা, কুলবন্ত খেজরোলিয়া।
এক ঝলকে দেখে নিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: জেসন রয়, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিং, এন জগদীশান, আন্দ্রে রাসেল/রহমানউল্লাহ গুরবাজ, ডেভিড উইসে, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব। ইমপ্যাক্ট প্লেয়ার: মনদীপ সিং, অনুকুল রয়, সুযশ শর্মা, বৈভব আরোরা, কুলবন্ত খেজরোলিয়া।
advertisement
6/6
আরসিবির সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মাহিপাল লোমরর, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, ডেভিড উইলি, ওয়ানিন্দু হাসরঙ্গা, মহম্মদ সিরাজ, হার্ষল প্যাটেল। ইমপ্যাক্ট প্লেয়ার: বিজয়কুমার বিশাক, ফিন অ্যালেন, আকাশ দীপ, করণ শর্মা, অবিনাশ সিং।
আরসিবির সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মাহিপাল লোমরর, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, ডেভিড উইলি, ওয়ানিন্দু হাসরঙ্গা, মহম্মদ সিরাজ, হার্ষল প্যাটেল। ইমপ্যাক্ট প্লেয়ার: বিজয়কুমার বিশাক, ফিন অ্যালেন, আকাশ দীপ, করণ শর্মা, অবিনাশ সিং।
advertisement
advertisement
advertisement