মাঠে হোক আর মাঠের বাইরে, ক্রিস গেইল মানেই মনোরঞ্জন। আইপিএলে বর্তমানে না খেললেও ইউনিভার্স বসকে নিয়ে আলোচনার কোনও অন্ত নেই।
2/ 8
সম্প্রতি নিজের মিউজিক কেরিয়ারও শুরু করেছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। নিজের বাড়িতে স্টুডিও তৈরি করে গান রেকর্ড করছেন ক্রিস গেইল।
3/ 8
অর্কর সঙ্গে 'ওহ ফাতিমা' মিউজিক ভিডিয়োতেও দেখা যাবে আইপিএলে সবথেকে দ্রুততম শতরানের মালিককে। যা নিয়ে খুবই রোমাঞ্চিক ওয়েস্ট ইন্ডিজ তারকা।
4/ 8
নিজের নতুন কাজ নিয়ে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সেখানে বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে মন্তব্য করে ফের শিরোনামে ক্রিস গেইল।
5/ 8
সাক্ষাৎকােরর সময় এক জায়গায় দীপিকার সঙ্গে নিজের সুপ্ত বাসনার কথা প্রকাশ করেছেন ইউনিভার্স বস। দীপিকার সঙ্গে তার কী করার স্বপ্ন রয়েছে তাও জানান।
6/ 8
ক্রিস গেইল বলেন, 'আমি দীপিকার সঙ্গে দেখা হয়েছিল একবার। ভীষণ ভালো মেয়ে। আমি একটি গানে দীপিকার সঙ্গে নাচতে চাই। এটা আমার অনেক দিনে ইচ্ছে'।
7/ 8
ক্রিকেটের পাশাপাশি ক্রিস গেইল যে নাচের প্রতিভার প্রমাণ এর আগে একাধিকনার পাওয়া গিয়েছে। তা সে ক্রিকেট মাঠ বা আইপিএল শেষের পার্টিতে।
8/ 8
তবে দীপিকার পাড়ুকোনের অভিনয় ও ডান্স যে ক্রিস গেইলের মন জয় করে নিয়েছে তা নিশ্চিৎ। এবার দেখার দীপিকার সঙ্গে ডান্স ফ্লোর শেয়ার করার ইউনিভার্স বসের স্বপ্ন পুরণ হয় কিনা।
দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'বিশেষ মুহূর্ত' কাটাতে চান ক্রিস গেইল, জানালেন নিজের সুপ্ত বাসনার কথা
তবে দীপিকার পাড়ুকোনের অভিনয় ও ডান্স যে ক্রিস গেইলের মন জয় করে নিয়েছে তা নিশ্চিৎ। এবার দেখার দীপিকার সঙ্গে ডান্স ফ্লোর শেয়ার করার ইউনিভার্স বসের স্বপ্ন পুরণ হয় কিনা।