আইপিএল (IPL 2020) এ এখনও ৯ টি ম্যাচ হয়ে গেছে৷ প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটছে৷ এখনও অবধি ২ টি শতক ও অর্ধশতক হয়েছে ১৪ টি অর্ধশতরান হয়েছে৷ এরমধ্যে অরেঞ্জ ক্যাপের মোকাবিলাও জোরদার লড়াই চলছে৷ এই মুহূর্তে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল ও অন্য কিংস ওপেনার ময়ঙ্ক আগরওয়াল সবচেয়ে এগিয়ে আছেন৷ রাহুল এখনও অবধি ২২২ রান করেছেন৷ অন্যদিকে তাঁর থেকে ঠিক এক রান পিছিয়ে ২২১ রানে রয়েছে৷ একনজরে দেখে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে কে কোন জায়গায় রয়েছে৷ (Photo- KXIP)