দীর্ঘ ফ্লাইট যাত্রা করে মঙ্গলবারই তাঁরা দেশে ফিরেছেন। কেউই এখনও বাড়িতে যেতে পারেননি। বিশ্বকাপ জয়ী ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রতিটি সদস্য তারই মধ্যে চলে এলেন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
2/ 5
এদিন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে স্ট্যান্ডে ছিলেন অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। সিনিয়র দলের খেলা উপভোগ করলেন তাঁরা মাঠে বসে।
3/ 5
বিসিসিআই-এর তরফে এদিন বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ছিলেন বোর্ড সচিব জয় শাহ, এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ সহ অনেকেই।
4/ 5
দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষদের হারিয়ে ২০২২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। একের পর এক ম্যাচে দাপট নিয়ে খেলেছে ইয়াশ ধুলের নেতৃত্বাধীন দল। এই নিয়ে টানা পাঁচবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতল ভারত।
5/ 5
এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৩৭ রান করে ভারতীয় দল। গোটা ম্যাচ মাঠে বসে দেখেন অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। টুর্নামেন্টে নামার আগে রোহিত শর্মার টিপস পেয়েছিলেন জুনিরয়ররা। তার পর ফাইনালের আগে বিরাট কোহলিও তাঁদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।