বাঘের হামলায় ভারতীয় ক্রিকেটারের 'প্রিয়জনের' মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট মহল

Last Updated:
Indian cricketer close relative killed in a tiger attack at Kerala: ভারতীয় ক্রিকেটে বড় দুঃসংবাদ। যা সামনে আসার পর আঁতকে উঠেছেন সকলেই। বাঘের হামলায় মৃত্যু হল ভারতীয় ক্রিকেটারের প্রিয়জনের।
1/5
ভারতীয় ক্রিকেটে বড় দুঃসংবাদ। যা সামনে আসার পর আঁতকে উঠেছেন সকলেই। বাঘের হামলায় মৃত্যু হল ভারতীয় ক্রিকেটারের প্রিয়জনের। মর্মান্তিক মৃত্যুর খবরে শিউরে উঠেছে সকলে।
ভারতীয় ক্রিকেটে বড় দুঃসংবাদ। যা সামনে আসার পর আঁতকে উঠেছেন সকলেই। বাঘের হামলায় মৃত্যু হল ভারতীয় ক্রিকেটারের প্রিয়জনের। মর্মান্তিক মৃত্যুর খবরে শিউরে উঠেছে সকলে।
advertisement
2/5
ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্লেয়ার মিন্নু মানি কাকিমা রাধার। শুক্রবার কেরালার ওয়ানড়ের বাসিন্দা রাধা জঙ্গলে কফি সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেই সময় হঠাতই বাঘ হামলা করে। ঘটনাস্থলেই হয় মৃত্যু।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্লেয়ার মিন্নু মানি কাকিমা রাধার। শুক্রবার কেরালার ওয়ানড়ের বাসিন্দা রাধা জঙ্গলে কফি সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেই সময় হঠাতই বাঘ হামলা করে। ঘটনাস্থলেই হয় মৃত্যু।
advertisement
3/5
মিন্নু মানি নিজের জানিয়েছে তাঁর কাকিমার বাঘের হামলায় মৃত্যুর কথা। রাধার মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ দানা বেঁধেছে। ছড়িয়ো পড়োছে উত্তেজনা। এমন পরিণতি কেউ মানতে পারছেন না।
মিন্নু মানি নিজের জানিয়েছে তাঁর কাকিমার বাঘের হামলায় মৃত্যুর কথা। রাধার মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ দানা বেঁধেছে। ছড়িয়ো পড়োছে উত্তেজনা। এমন পরিণতি কেউ মানতে পারছেন না।
advertisement
4/5
মিন্নু মানি জানিয়েছেন, “খবরটা শুনে চমকে গিয়েছিলাম। পঞ্চরকে যিনি বাঘের আক্রমণে মারা গিয়েছেন, তিনি আমার কাকিমা। আশা করি, বাঘটা দ্রুত ধরা পড়বে। যাতে ওই অঞ্চলের মানুষ নিরাপদে থাকতে পারেন।”
মিন্নু মানি জানিয়েছেন, “খবরটা শুনে চমকে গিয়েছিলাম। পঞ্চরকে যিনি বাঘের আক্রমণে মারা গিয়েছেন, তিনি আমার কাকিমা। আশা করি, বাঘটা দ্রুত ধরা পড়বে। যাতে ওই অঞ্চলের মানুষ নিরাপদে থাকতে পারেন।”
advertisement
5/5
প্রসঙ্গত, ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে ৩টি একদিনের ম্যাচ ও ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রিয় কাকিমার এমন মৃত্যুতে শোকাহত তিনিও। ওয়ানড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও ঘটনায় শোকবার্তা জানিয়েছেন।
প্রসঙ্গত, ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে ৩টি একদিনের ম্যাচ ও ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রিয় কাকিমার এমন মৃত্যুতে শোকাহত তিনিও। ওয়ানড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও ঘটনায় শোকবার্তা জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement