IND vs SL Asia Cup 2023 Final : বিভিন্ন সময়ে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি , ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে কখন আসবে ভিলেন বৃষ্টি, রইল ওয়েদার আপডেট

Last Updated:
India vs Sri Lanka, Asia Cup 2023 Final : AccuWeather-র ওয়েদার আপডেট অনুসারে কলম্বোতে রবিবার দিন  মেঘলা থাকবে৷  সকাল থেকে বিভিন্ন সময়ে ইতঃস্তত, বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি, ও বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷
1/8
: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ ২০২৩ ফাইনাল খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে৷ ২০১৪-র টি ২০ বিশ্বকাপের ফাইনালের পর তারা প্রথমবারের মত একটি বড় টুর্নামেন্ট খেতাব জয়ের ফাইনাল খেলবে৷  এশিয়াকাপে যতটা খারাপ কলম্বোর আবহাওয়া আশঙ্কা করা হয়েছিল ততটা খারাপ  কলম্বোর আবহাওয়া ছিল না৷  তবে সুপার ৪-র মেগা ম্যাচ ভারত বনাম পাকিস্তান  রিজার্ভ ডে-তে গড়িয়েছিল লাগাতার বৃষ্টির জেরে৷ ফের একবার এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ৷  ভারত বনাম পাকিস্তানের খেলার ফলে ফলাফল তৈরি করেছিল৷
: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ ২০২৩ ফাইনাল খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে৷ ২০১৪-র টি ২০ বিশ্বকাপের ফাইনালের পর তারা প্রথমবারের মত একটি বড় টুর্নামেন্ট খেতাব জয়ের ফাইনাল খেলবে৷  এশিয়াকাপে যতটা খারাপ কলম্বোর আবহাওয়া আশঙ্কা করা হয়েছিল ততটা খারাপ  কলম্বোর আবহাওয়া ছিল না৷  তবে সুপার ৪-র মেগা ম্যাচ ভারত বনাম পাকিস্তান  রিজার্ভ ডে-তে গড়িয়েছিল লাগাতার বৃষ্টির জেরে৷ ফের একবার এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ৷  ভারত বনাম পাকিস্তানের খেলার ফলে ফলাফল তৈরি করেছিল৷
advertisement
2/8
প্রকৃতির সঙ্গে নিরন্তর লড়াই করে প্রেমাদাসা স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা দুর্দান্ত ছিল৷ সুপার ৪-র  পর্ব জুড়ে  বৃষ্টি বিঘ্নিত ম্যাচগুলি খেলা গেছে  কারণ গ্রাউন্ডস্টাফদের দক্ষতায় খেলাগুলি পরিত্যক্ত হয়নি। মেগা ফাইনালেও এই দক্ষতা দেখা যাবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
প্রকৃতির সঙ্গে নিরন্তর লড়াই করে প্রেমাদাসা স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা দুর্দান্ত ছিল৷ সুপার ৪-র  পর্ব জুড়ে  বৃষ্টি বিঘ্নিত ম্যাচগুলি খেলা গেছে  কারণ গ্রাউন্ডস্টাফদের দক্ষতায় খেলাগুলি পরিত্যক্ত হয়নি। মেগা ফাইনালেও এই দক্ষতা দেখা যাবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
advertisement
3/8
আগামী মাসেই ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ যাওয়ার আগে একটি বড় মঞ্চ  তৈরি হয়েছে৷ ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনাল একটি মেগা ম্যাচ৷ দু দলের কাছেই এই ম্যাচ জয়ই পাখির চোখ৷  তবে সব ঠিক থাকলেও আসল হিরো বা ভিলেন হওয়ার চাবিকাঠি ১৭ সেপ্টেম্বর রবিবার, কলম্বোর আবহাওয়া৷
আগামী মাসেই ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ যাওয়ার আগে একটি বড় মঞ্চ  তৈরি হয়েছে৷ ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনাল একটি মেগা ম্যাচ৷ দু দলের কাছেই এই ম্যাচ জয়ই পাখির চোখ৷  তবে সব ঠিক থাকলেও আসল হিরো বা ভিলেন হওয়ার চাবিকাঠি ১৭ সেপ্টেম্বর রবিবার, কলম্বোর আবহাওয়া৷
advertisement
4/8
এশিয়া কাপ ফাইনালের জন্য কি একটি রিজার্ভ ডে আছে?  এশিয়া কাপ ২০২৩ ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে আছে। রবিবার বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হলে ফাইনাল খেলা হতে পারে সোমবার। ঠিক যেরকমভাবে গত রবিবার সুপার ৪-এ ভারত বনাম পাকিস্তান মাত্র ২৪.১ ওভার খেলা হয়েছিল বাকি খেলাটা রিজার্ভ ডে-তে সোমবার খেলা হয়েছিল৷
এশিয়া কাপ ফাইনালের জন্য কি একটি রিজার্ভ ডে আছে? এশিয়া কাপ ২০২৩ ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে আছে। রবিবার বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হলে ফাইনাল খেলা হতে পারে সোমবার। ঠিক যেরকমভাবে গত রবিবার সুপার ৪-এ ভারত বনাম পাকিস্তান মাত্র ২৪.১ ওভার খেলা হয়েছিল বাকি খেলাটা রিজার্ভ ডে-তে সোমবার খেলা হয়েছিল৷
advertisement
5/8
কলম্বোতে কি রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি, কী বলছে ওয়েদার আপডেট   AccuWeather-র ওয়েদার আপডেট অনুসারে কলম্বোতে রবিবার দিন  মেঘলা থাকবে৷  সকাল থেকে বিভিন্ন সময়ে ইতঃস্তত, বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি, ও বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷
কলম্বোতে কি রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি, কী বলছে ওয়েদার আপডেট  AccuWeather-র ওয়েদার আপডেট অনুসারে কলম্বোতে রবিবার দিন  মেঘলা থাকবে৷  সকাল থেকে বিভিন্ন সময়ে ইতঃস্তত, বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি, ও বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷
advertisement
6/8
স্থানীয় সময়  যথাক্রমে সকাল ১০টা, দুপুর ১টা, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা, স্থানীয় সময় রাত ৮টা এবং রাত ১০টাতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার দিনের অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকবে বলেও ওয়েদার আপডেটে জানিয়েছে৷
স্থানীয় সময়  যথাক্রমে সকাল ১০টা, দুপুর ১টা, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা, স্থানীয় সময় রাত ৮টা এবং রাত ১০টাতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার দিনের অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকবে বলেও ওয়েদার আপডেটে জানিয়েছে৷
advertisement
7/8
এশিয়া কাপ ২০২৩ ফাইনাল শুরু হবে  বিকাল ৩ টেতে- বিবিসির আবহাওয়া পোর্টাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বৃষ্টিপাতের ৭০ শতাংশ সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে নিজেদের ওয়েদার আপডেটে৷
এশিয়া কাপ ২০২৩ ফাইনাল শুরু হবে  বিকাল ৩ টেতে- বিবিসির আবহাওয়া পোর্টাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বৃষ্টিপাতের ৭০ শতাংশ সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে নিজেদের ওয়েদার আপডেটে৷
advertisement
8/8
এদিকে ভারতের .এদিন ফের একবার বড় মঞ্চে খেতাব জয়ের খরা কাটানোর হাতছানি ভারতের সামনে৷ টিম ইন্ডিয়া শেষ এশিয়া কাপ শিরোপা জিতেছিল ২০১৮ সালে৷  রোহিত শর্মার নেতৃত্বে বাংলাদেশকে থ্রিলার ম্যাচে হারিয়েছিল তারা৷
এদিকে ভারতের .এদিন ফের একবার বড় মঞ্চে খেতাব জয়ের খরা কাটানোর হাতছানি ভারতের সামনে৷ টিম ইন্ডিয়া শেষ এশিয়া কাপ শিরোপা জিতেছিল ২০১৮ সালে৷  রোহিত শর্মার নেতৃত্বে বাংলাদেশকে থ্রিলার ম্যাচে হারিয়েছিল তারা৷
advertisement
advertisement
advertisement