রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) কি রাজনীতির শিকার! এই প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। না হলে তাঁর মতো কার্যকরী বোলার কেন শুধু টেস্ট ম্যাচ এলেই ডাক পান! তাঁকে কেন টি-২০ বা একদিনের ক্রিকেটে ডাকা হয় না! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (India vs New Zealand) শেষবার টেস্ট জার্সি গায়ে দেখা গিয়েছিল অশ্বিনকে। এবার ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের অশ্বিন ডাক পেলেন। এরই মধ্যে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৫২টি উইকেট নিয়ে ফেলেছেন অশ্বিন। কিউয়িদের বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে তিনিই সব থেকে সফল।
রবিচন্দ্রন অশ্বিন টেস্টে ৭৯টি ম্যাচ খেলে ২৪.৫৬ গড়ে ৪১৩টি উইকেট তুলেছেন। তাঁর সামনে এখন রয়েছেন হরভজন সিং। ভাজ্জি টেস্টে ৪১৭ টি উইকেটের মালিক। টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার অনিল কুম্বলে। ৬১৯টি উইকেট পেয়েছেন তিনি। তার পর কপিল দেব। ৪৩৪টি উইকেট। অশ্বিনের পিছনে রয়েছে ইশান্ত শর্মা। ৪১৩টি উইকেট পেয়েছেন তিনি।