India vs Australia : টসে জিতে ব্যাট অস্ট্রেলিয়ার, চমৎকার শুরু ভারতের

Last Updated:
1/4
টেস্ট সিরিজে ঐতিহাসিক জয়ের পর শনিবার থেকে সিডনিতে শুরু হল ভারত বনাম অস্ট্রলিয়া একদিনের সিরিজ ৷ প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ৷ Photo - Cricket Australia/ Twitter
টেস্ট সিরিজে ঐতিহাসিক জয়ের পর শনিবার থেকে সিডনিতে শুরু হল ভারত বনাম অস্ট্রলিয়া একদিনের সিরিজ ৷ প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ৷ Photo - Cricket Australia/ Twitter
advertisement
2/4
পিচের যা চরিত্র তাতে ব্যাটিং সহায়কই ধারণা বলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ বোলারদের এর থেকে ফায়দা তুলতে রীতিমতো কসরত করতে হবে ৷ Photo - BCCI/ Twitter
পিচের যা চরিত্র তাতে ব্যাটিং সহায়কই ধারণা বলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ বোলারদের এর থেকে ফায়দা তুলতে রীতিমতো কসরত করতে হবে ৷ Photo - BCCI/ Twitter
advertisement
3/4
হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল বিতর্ক কোনও প্রভাব ফেলবে না এমনটা জানিয়ে দিয়েছিলেন ৷ আর হার্দিককে বাদ দিয়ে রবীন্দ্র জাডেজাকে রাখা হয়েছে ৷ Photo - BCCI/ Twitter
হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল বিতর্ক কোনও প্রভাব ফেলবে না এমনটা জানিয়ে দিয়েছিলেন ৷ আর হার্দিককে বাদ দিয়ে রবীন্দ্র জাডেজাকে রাখা হয়েছে ৷ Photo - BCCI/ Twitter
advertisement
4/4
টেস্টে দারুণ বল হাতে পারফরম্যান্সের পর একদিনের ক্রিকেটেও শুরুটা ভালোই করেছেন কুলদীপ যাদব ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চকে মাত্র ৬ রানে  তুলে নিয়ে  অস্ট্রেলিয়াকে প্রথম ঝটকা দেন টেস্টে দলে সুযোগ না পাওয়া ভুবনেশ্বর কুমার ৷ ওপেনার ক্যারিকে তুলে নেন কুলদীপ  যাদব ৷ Photo - BCCI/ Twitter
টেস্টে দারুণ বল হাতে পারফরম্যান্সের পর একদিনের ক্রিকেটেও শুরুটা ভালোই করেছেন কুলদীপ যাদব ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চকে মাত্র ৬ রানে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ঝটকা দেন টেস্টে দলে সুযোগ না পাওয়া ভুবনেশ্বর কুমার ৷ ওপেনার ক্যারিকে তুলে নেন কুলদীপ যাদব ৷ Photo - BCCI/ Twitter
advertisement
advertisement
advertisement