Rohit Sharma Double Century: পয়া ডিসেম্বরেই চতুর্থ ডবল সেঞ্চুরি, রোহিতই ভারত বনাম দক্ষিণ আফ্রিকায় গেমচেঞ্জার, অঙ্ক কষলেন বিশেষজ্ঞরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Double Century: তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর, ভারত দ্বিতীয়টিতে হেরেছে। এখন, যদি রোহিত শর্মা নির্ণায়ক ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন, তাহলে তা অসাধারণ হবে। তাঁর শেষ তিনটি ডাবল সেঞ্চুরি এসেছিল নভেম্বর এবং ডিসেম্বরে।
নয়াদিল্লি: রবিবার বিশাখাপত্তনমে কী রোহিত ব্লাস্ট! ওয়াকিবহাল আশায় বুক বাঁধছেন৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা যেভাবে হিটম্যান তিনি কী নিজের চতুর্থ ডবল সেঞ্চুরির জন্য প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকাকেই বেছে নেবে এমনটাই মনে করেছে ক্রিকেটবোদ্ধারা৷ তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর, ভারত দ্বিতীয়টিতে হেরেছে। এখন, যদি রোহিত শর্মা নির্ণায়ক ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন, তাহলে তা অসাধারণ হবে। তাঁর শেষ তিনটি ডাবল সেঞ্চুরি এসেছিল নভেম্বর এবং ডিসেম্বরে।
advertisement
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ সহ ওয়ানডে সিরিজের দুটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকা ভালো পারফর্ম করেছে। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ৩৪৯ রান করেছে এবং শুরুর দিকে উইকেট তুলে নিয়েছে, কিন্তু দক্ষিণ আফ্রিকা মাত্র ১৭ রানে ম্যাচটি হেরেছে। দ্বিতীয় ওয়ানডেটি ছিল অসাধারণ। ৩৫৮ রানের বিশাল সংগ্রহ গড়েও ভারত তা রক্ষা করতে ব্যর্থ হয়। প্রোটিয়ারা চার বল বাকি থাকতে চার উইকেটে জয়লাভ করে।
advertisement
রোহিত কি ডাবল সেঞ্চুরি করবে?অস্ট্রেলিয়ায় ভারতের হয়ে সেঞ্চুরি করা রোহিত শর্মা এই সিরিজে বড় ইনিংস খেলতে আগ্রহী। প্রথম ম্যাচে তিনি ফিফটি করেছিলেন কিন্তু দ্বিতীয় ম্যাচে সস্তায় আউট হয়েছিলেন। এখন, তৃতীয় ওয়ানডেতে তার লক্ষ্য থাকবে ম্যাচজয়ী ইনিংস খেলার। নভেম্বর এবং ডিসেম্বরে ডাবল সেঞ্চুরি করে সে আবারও তার বিস্ফোরক ধারা অব্যাহত রাখতে পারে।
advertisement
রোহিত একদিনের আন্তর্জাতিকে কয়টি ডাবল সেঞ্চুরি করেছেন?ভারতীয় দলের হয়ে একদিনের আন্তর্জাতিকে রোহিত শর্মার তিনটি ডাবল সেঞ্চুরিই বছরের শেষে এসেছে। তার প্রথম ডাবল সেঞ্চুরি (২০৯) ২রা নভেম্বর, ২০১৩ তারিখে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়েছিল। তার দ্বিতীয় ওডিআই ডাবল সেঞ্চুরি (২৬৪) করেন ১৩ নভেম্বর, ২০১৪ তারিখে কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে। রোহিত শর্মা ১৩ ডিসেম্বর, ২০১৭ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে তার তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন।
