IND vs PAK: পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে ধাক্কা! যন্ত্রণায় ছটফট করতে দেখা গেল তারকা ব্যাটারকে! খেলতে পারবেন কি?

Last Updated:
Asia Cup 2025, IND vs PAK: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরউ সুপার সানডে-তে এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। এই হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় ভক্তদের জন্য উদ্বেগজনক খবর সামনে এসেছে।
1/6
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরউ সুপার সানডে-তে এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। পহেলগাঁও হামলা, অপারেশব সিঁদুরের পর এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা-উত্তেজনা আকাশ ছুঁয়েছে। (Photo-AP)
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরউ সুপার সানডে-তে এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। পহেলগাঁও হামলা, অপারেশব সিঁদুরের পর এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা-উত্তেজনা আকাশ ছুঁয়েছে। (Photo-AP)
advertisement
2/6
কিন্তু ভারত-পাকিস্তান এই হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় ভক্তদের জন্য উদ্বেগজনক খবর সামনে এসেছে। ম্যাচের আগে অনুশীলনের সময় তারকা ব্যাটসম্যান শুভমান গিল নেটে ব্যাট করার সময় হাতে চোয় পেয়েছেন।
কিন্তু ভারত-পাকিস্তান এই হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় ভক্তদের জন্য উদ্বেগজনক খবর সামনে এসেছে। ম্যাচের আগে অনুশীলনের সময় তারকা ব্যাটসম্যান শুভমান গিল নেটে ব্যাট করার সময় হাতে চোয় পেয়েছেন।
advertisement
3/6
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৫-এর ম্যাচের আগে গিলের এই চোট ভারতীয় শিবিরে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চোট পাওয়ার পর ভারতীয় সহ-অধিনায়ককে বেশ ব্যথায় কাতর দেখা যায়। ফিজিও দৌড়ে এসে তার চিকিৎসা শুরু করেন।
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৫-এর ম্যাচের আগে গিলের এই চোট ভারতীয় শিবিরে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চোট পাওয়ার পর ভারতীয় সহ-অধিনায়ককে বেশ ব্যথায় কাতর দেখা যায়। ফিজিও দৌড়ে এসে তার চিকিৎসা শুরু করেন।
advertisement
4/6
টাইমস অফ ইন্ডিয়া (TOI)-র রিপোর্ট অনুযায়ী, গিলকে মাঠ থেকে ফিজিওর সঙ্গে বেরিয়ে যেতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নেটে প্র্যাকটিস করার সময় বল লাগার পর গিল যথেষ্ট কষ্টে ছিলেন। সঙ্গে সঙ্গে ফিজিও আইস বক্স নিয়ে দৌড়ে আসেন।
টাইমস অফ ইন্ডিয়া (TOI)-র রিপোর্ট অনুযায়ী, গিলকে মাঠ থেকে ফিজিওর সঙ্গে বেরিয়ে যেতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নেটে প্র্যাকটিস করার সময় বল লাগার পর গিল যথেষ্ট কষ্টে ছিলেন। সঙ্গে সঙ্গে ফিজিও আইস বক্স নিয়ে দৌড়ে আসেন।
advertisement
5/6
ঘটনার পর অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান কোচ গৌতম গম্ভীরকে গিলের সঙ্গে কথা বলতে দেখা যায়। গিলের ওপেনিং সঙ্গী অভিষেক শর্মাও তার পাশে ছিলেন। হাত আঘাতপ্রাপ্ত হওয়ায় গিলের জলের বোতল খুলে দিতে সাহায্য করেন অভিষেক।
ঘটনার পর অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান কোচ গৌতম গম্ভীরকে গিলের সঙ্গে কথা বলতে দেখা যায়। গিলের ওপেনিং সঙ্গী অভিষেক শর্মাও তার পাশে ছিলেন। হাত আঘাতপ্রাপ্ত হওয়ায় গিলের জলের বোতল খুলে দিতে সাহায্য করেন অভিষেক।
advertisement
6/6
শুভমান গিলের চোট নিয়ে যে রিপোর্ট সামনে এসেছে, তাতে বলা হয়েছে তার আঘাত গুরুতর নয়। অনুশীলনের সময় বল হালকা লেগেছিল, যার ফলে শুধু সামান্য চোট লেগেছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে গিল চোট পাওয়ার কয়েক মিনিট পরেই আবার ট্রেনিং শুরু করেন।
শুভমান গিলের চোট নিয়ে যে রিপোর্ট সামনে এসেছে, তাতে বলা হয়েছে তার আঘাত গুরুতর নয়। অনুশীলনের সময় বল হালকা লেগেছিল, যার ফলে শুধু সামান্য চোট লেগেছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে গিল চোট পাওয়ার কয়েক মিনিট পরেই আবার ট্রেনিং শুরু করেন।
advertisement
advertisement
advertisement