MS Dhoni Spotted at Airport After Leaving IPL 2022: কালো টি-শার্ট, আর্মি গ্রিন ট্রাউজারে ধোনি, আইপিএল অতীত, এবার কি সিনেমায়?

Last Updated:
MS Dhoni Spotted at Airport After Leaving IPL 2022: আইপিএল থেকে ধোনি ফিরলেন শূন্য হাতে। তবে তাঁর লুকস দেখে অনেকেই ১০-এ দশ দিলেন।
1/6
এবার আইপিএল থেকে তাঁকে ফিরতে হচ্ছে শূন্য হাতে। তবে তিনি আইপিএল থেকে যা সাফল্য পেয়েছেন, তাতে এক-আধবার ব্যর্থতা তাঁর জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারবে না। ধোনি ধোনিই থাকবেন।
এবার আইপিএল থেকে তাঁকে ফিরতে হচ্ছে শূন্য হাতে। তবে তিনি আইপিএল থেকে যা সাফল্য পেয়েছেন, তাতে এক-আধবার ব্যর্থতা তাঁর জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারবে না। ধোনি ধোনিই থাকবেন।
advertisement
2/6
আইপিএল অভিযান শেষ সিএসকে-র। জৈব সুরক্ষা বলয়ের পর্বও শেষ। এবার ধোনির বাড়ি ফেরার পালা। রবিবার এমএসডিকে দেখা গেল বিমানবন্দরে।
আইপিএল অভিযান শেষ সিএসকে-র। জৈব সুরক্ষা বলয়ের পর্বও শেষ। এবার ধোনির বাড়ি ফেরার পালা। রবিবার এমএসডিকে দেখা গেল বিমানবন্দরে।
advertisement
3/6
২০০৮ সাল থেকে সিএসকে-র জার্সিতে খেলেন ধোনি। তিনি সাফ জানিয়েছেন, পরেরবার আইপিএলেও তিনি চেন্নাইয়ের হয়ে খেলবেন। যা শুনে ভক্তদের আনন্দের সীমা নেই।
২০০৮ সাল থেকে সিএসকে-র জার্সিতে খেলেন ধোনি। তিনি সাফ জানিয়েছেন, পরেরবার আইপিএলেও তিনি চেন্নাইয়ের হয়ে খেলবেন। যা শুনে ভক্তদের আনন্দের সীমা নেই।
advertisement
4/6
এদিন আর্মি গ্রিন ট্রাউজার ও কালো টি-শার্টে ধোনিকে দারুন দেখাচ্ছিল। অনেকে তো প্রশ্ন করেন, ধোনিকে কি এবার সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যাবে!
এদিন আর্মি গ্রিন ট্রাউজার ও কালো টি-শার্টে ধোনিকে দারুন দেখাচ্ছিল। অনেকে তো প্রশ্ন করেন, ধোনিকে কি এবার সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যাবে!
advertisement
5/6
ধোনির ক্যাপ্টেন্সিতে সিএসকে চারবার আইপিএল খেতাব জিতেছে। তবে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল তাদের।
ধোনির ক্যাপ্টেন্সিতে সিএসকে চারবার আইপিএল খেতাব জিতেছে। তবে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল তাদের।
advertisement
6/6
এবার আইপিএল শুরু হওয়ার আগে ধোনি সিএসকের ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন। রবীন্দ্র জাদেজা দায়িত্ব নিয়েছিলেন। তবে জাড্ডুর ক্যাপ্টেন্সিতে এবার সিএসকে ফ্লপ।
এবার আইপিএল শুরু হওয়ার আগে ধোনি সিএসকের ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন। রবীন্দ্র জাদেজা দায়িত্ব নিয়েছিলেন। তবে জাড্ডুর ক্যাপ্টেন্সিতে এবার সিএসকে ফ্লপ।
advertisement
advertisement
advertisement