মোহনবাগানে অমর একাদশের মূর্তি স্থাপন, অনুষ্ঠানে আইএসএল বনাম ময়দানী ফুটবল নিয়ে ২ মেরুতে সৌরভ-অরূপ
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Mohun Bagan: বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবের লনে ১৯১১ সালে প্রথম আইএফএ শিল্ড জয়ী অমর একাদশের মূর্তি স্থাপন হল। অনুষ্ঠানে আইএসএল বনাম ময়দানী ফুটবল নিয়ে ২ মেরুতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরূপ বিশ্বাস।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নিজের ছোটবেলায় স্কুলের পরে ময়দানে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবল দেখার কথাও এসেছিল সৌরভের বক্তব্যে। বাংলার প্রাক্তন ফুটবলারদের খেলার দিনের নানান স্মৃতি এবং তা ঘিরে গড়ে ওঠা ভালো লাগা যে আজও নস্টালজিক করে তোলে সেটা জানিয়েছেন সৌরভ। তাই প্রাক্তন ফুটবলার এবং ক্রীড়াবিদদের তাদের সংশ্লিষ্ট খেলায় ব্যবহার করার পক্ষে সওয়াল করেন তিনি।
advertisement
advertisement
ময়দানে তাঁর ফুটবল খেলতে দেখার দিনে তিন প্রধানের বিরুদ্ধে তথাকথিত ছোট ক্লাবগুলো লড়াই যে আখেরে খেলার সামগ্রিক উন্নতিতে সাহায্য করেছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন সৌরভ। সব মিলিয়ে বাংলার ফুটবল এবং অন্যান্য খেলার উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের প্রশ্নে ক্রীড়ামন্ত্রী বনাম বাংলার ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার দুই মেরুতে,দেখল ময়দান।