মোহনবাগানে অমর একাদশের মূর্তি স্থাপন, অনুষ্ঠানে আইএসএল বনাম ময়দানী ফুটবল নিয়ে ২ মেরুতে সৌরভ-অরূপ

Last Updated:
Mohun Bagan: বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবের লনে ১৯১১ সালে প্রথম আইএফএ শিল্ড জয়ী অমর একাদশের মূর্তি স্থাপন হল। অনুষ্ঠানে আইএসএল বনাম ময়দানী ফুটবল নিয়ে ২ মেরুতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরূপ বিশ্বাস।
1/9
বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবের লনে ১৯১১ সালে প্রথম আইএফএ শিল্ড জয়ী অমর একাদশের মূর্তি স্থাপন হল। ঐতিহাসিক ক্ষনের স্মরনে দৃষ্টান্তকারী পদক্ষেপ সবুজ-মেরুণ কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবের লনে ১৯১১ সালে প্রথম আইএফএ শিল্ড জয়ী অমর একাদশের মূর্তি স্থাপন হল। ঐতিহাসিক ক্ষনের স্মরনে দৃষ্টান্তকারী পদক্ষেপ সবুজ-মেরুণ কর্তৃপক্ষের।
advertisement
2/9
অনুষ্ঠান ঘিরে অমর একাদশের পরিবারের সদস্য,মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে বিকেলটাই হয়ে উঠেছিল চাঁদের হাট।  ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত, গায়িকা লোপামুদ্রা,সাহিত্যিক দেবারতী মুখার্জী। প্রত্যেককেই সংবর্ধিত  করা হয়।
অনুষ্ঠান ঘিরে অমর একাদশের পরিবারের সদস্য,মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে বিকেলটাই হয়ে উঠেছিল চাঁদের হাট। ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত, গায়িকা লোপামুদ্রা,সাহিত্যিক দেবারতী মুখার্জী। প্রত্যেককেই সংবর্ধিত করা হয়।
advertisement
3/9
কার্যত নিস্তরঙ্গ অনুষ্ঠান হঠাৎ করেই হয়ে উঠল আইএসএল বনাম ময়দানী ফুটবলের দ্বৈরথে।  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলার ফুটবলের উন্নতিতে ইস্টবেঙ্গল মোহনবাগান মহমেডানের সামগ্রিক উন্নয়নের পক্ষে সওয়াল করলেন।
কার্যত নিস্তরঙ্গ অনুষ্ঠান হঠাৎ করেই হয়ে উঠল আইএসএল বনাম ময়দানী ফুটবলের দ্বৈরথে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলার ফুটবলের উন্নতিতে ইস্টবেঙ্গল মোহনবাগান মহমেডানের সামগ্রিক উন্নয়নের পক্ষে সওয়াল করলেন।
advertisement
4/9
তার বক্তব্যে উঠে এল  আইএসএলে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের রেফারিংয়ের প্রসঙ্গ।  এই জঘন্য  রেফারিংয়ের প্রতিবাদে আইএসএল ছেড়ে বেরিয়ে এসে কলকাতার ময়দানে ফুটবল ফেরানোর ডাক দিলেন।  আইএসএলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে না বলেও তোপ দাগেন তিনি।
তার বক্তব্যে উঠে এল আইএসএলে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের রেফারিংয়ের প্রসঙ্গ। এই জঘন্য রেফারিংয়ের প্রতিবাদে আইএসএল ছেড়ে বেরিয়ে এসে কলকাতার ময়দানে ফুটবল ফেরানোর ডাক দিলেন। আইএসএলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে না বলেও তোপ দাগেন তিনি।
advertisement
5/9
ক্রীড়ামন্ত্রীর আইএসএলকে কাঠগড়ায় দাঁড় করানোর বিরোধীতা করেন সৌরভ গঙ্গেপাধ্যায়।  তাঁর মতে অর্থ নয় যেকোনও খেলাধুলোর মানন্নোয়ন স্কিলের উন্নতিতে নির্ভর করে থাকে। উদাহরন হিসেবে পেলে মারাদোনা গাভাস্কার শচিন তেন্ডুলকর অর্থপ্রাপ্তির কথা বলেন।  এমনকি নিজের প্রথম জীবনে খেলে উপার্জনের কথাও বলেন তিনি।
ক্রীড়ামন্ত্রীর আইএসএলকে কাঠগড়ায় দাঁড় করানোর বিরোধীতা করেন সৌরভ গঙ্গেপাধ্যায়। তাঁর মতে অর্থ নয় যেকোনও খেলাধুলোর মানন্নোয়ন স্কিলের উন্নতিতে নির্ভর করে থাকে। উদাহরন হিসেবে পেলে মারাদোনা গাভাস্কার শচিন তেন্ডুলকর অর্থপ্রাপ্তির কথা বলেন। এমনকি নিজের প্রথম জীবনে খেলে উপার্জনের কথাও বলেন তিনি।
advertisement
6/9
সৌরভের মতে খেলোয়াড়রা মাঠে আসেন হৃদয়ের ডাকে।  সেখানে অর্থ নয় স্কিলের উন্নতি সাধনই তাঁদের কাছে গুরুত্ব পায়।  ব্রাজিলের ফুটবলে অর্থ নেই বলে জানান।  তবুও ওখানে স্কিলের অভাব নেই,কারন স্কিলের সঙ্গে হৃদয়ের যোগ অর্থের নয়।
সৌরভের মতে খেলোয়াড়রা মাঠে আসেন হৃদয়ের ডাকে। সেখানে অর্থ নয় স্কিলের উন্নতি সাধনই তাঁদের কাছে গুরুত্ব পায়। ব্রাজিলের ফুটবলে অর্থ নেই বলে জানান। তবুও ওখানে স্কিলের অভাব নেই,কারন স্কিলের সঙ্গে হৃদয়ের যোগ অর্থের নয়।
advertisement
7/9
নিজের ছোটবেলায় স্কুলের পরে ময়দানে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবল দেখার কথাও এসেছিল সৌরভের বক্তব্যে। বাংলার প্রাক্তন ফুটবলারদের খেলার দিনের নানান স্মৃতি এবং তা ঘিরে গড়ে ওঠা ভালো লাগা যে আজও নস্টালজিক করে তোলে সেটা জানিয়েছেন সৌরভ।  তাই প্রাক্তন ফুটবলার এবং ক্রীড়াবিদদের তাদের সংশ্লিষ্ট খেলায় ব্যবহার করার পক্ষে সওয়াল করেন তিনি।
নিজের ছোটবেলায় স্কুলের পরে ময়দানে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবল দেখার কথাও এসেছিল সৌরভের বক্তব্যে। বাংলার প্রাক্তন ফুটবলারদের খেলার দিনের নানান স্মৃতি এবং তা ঘিরে গড়ে ওঠা ভালো লাগা যে আজও নস্টালজিক করে তোলে সেটা জানিয়েছেন সৌরভ। তাই প্রাক্তন ফুটবলার এবং ক্রীড়াবিদদের তাদের সংশ্লিষ্ট খেলায় ব্যবহার করার পক্ষে সওয়াল করেন তিনি।
advertisement
8/9
সৌরভের বক্তব্যে বারবার স্কিলের উন্নতির কথা উঠে এসেছে।  তাঁর মতে রঞ্জি ট্রফি যেমন গুরুত্বপূর্ন তেমনই গুরুত্বপূর্ণ টেষ্ট ম্যাচ।  সেভাবে ভারতীয় ক্রিকেট দল শুধু ভালো খেললেই হবে না বিশ্বের অন্যান্য দেশকে ভালো খেলতে হবে বলে মনে করেন।  তাহলেই ক্রিকেটের উন্নতি হবে বলে মনে করেন।
সৌরভের বক্তব্যে বারবার স্কিলের উন্নতির কথা উঠে এসেছে। তাঁর মতে রঞ্জি ট্রফি যেমন গুরুত্বপূর্ন তেমনই গুরুত্বপূর্ণ টেষ্ট ম্যাচ। সেভাবে ভারতীয় ক্রিকেট দল শুধু ভালো খেললেই হবে না বিশ্বের অন্যান্য দেশকে ভালো খেলতে হবে বলে মনে করেন। তাহলেই ক্রিকেটের উন্নতি হবে বলে মনে করেন।
advertisement
9/9
ময়দানে তাঁর ফুটবল খেলতে দেখার দিনে তিন প্রধানের বিরুদ্ধে তথাকথিত ছোট ক্লাবগুলো লড়াই যে আখেরে খেলার সামগ্রিক উন্নতিতে সাহায্য করেছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন সৌরভ।  সব মিলিয়ে বাংলার ফুটবল এবং অন্যান্য খেলার উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের প্রশ্নে ক্রীড়ামন্ত্রী বনাম বাংলার ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার দুই মেরুতে,দেখল ময়দান।
ময়দানে তাঁর ফুটবল খেলতে দেখার দিনে তিন প্রধানের বিরুদ্ধে তথাকথিত ছোট ক্লাবগুলো লড়াই যে আখেরে খেলার সামগ্রিক উন্নতিতে সাহায্য করেছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন সৌরভ। সব মিলিয়ে বাংলার ফুটবল এবং অন্যান্য খেলার উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের প্রশ্নে ক্রীড়ামন্ত্রী বনাম বাংলার ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার দুই মেরুতে,দেখল ময়দান।
advertisement
advertisement
advertisement