ICC T20 World Cup: ১০৪ গড়ে T20-তে রান করছেন এই Pak ক্রিকেটার, India-কে দিয়েছেন দগদগে ঘা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup|Babar Azam|Mohammad Rizwan: যে ফর্মে আছেন তাতে যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিতে পারেন তিনি
মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের দুর্দান্ত ইনিংসই ভারতের বিরুদ্ধে ম্যাচকে এক্কেবারে একপেশে করে দিয়েছে (Pakistan captain Babar Azam and Opener Mohammad Rizwan did great job, as a result Pakistan beat India in the opening game of ICC T20 World Cup by 10 wickets) ৷ ফলে ১০ উইকেটে ভারতকে হারিয়েছে পাকিস্তান ৷ ২৯ বছরের রেক্রড ভেঙে চূর্ণ হয়েছে ৷ টসে হেরে প্রথমে ব্যাট করে বারত ১৫১ রান করেছিল অর্থাৎ পাকিস্তানের কাছে টার্গেট ছিল ১৫২ রানের ৷ জয়ের জন্য প্রয়োজনীয় রান ১৭.৫ ওভারেই কোনও উইকেট না হারিয়ে তুলেছে পাকিস্তান ৷ অধিনায়ক বাবর আজম (৫২ বলে অপরাজিত ৬৮ রান করেছিলেন) অন্যদিকে মহম্মদ রিজওয়ান (৫৫ বলে অপরাজিত ৭৮ রান করেছেন) ৷ শতরানের পার্টনারশিপে পাকিস্তান পেয়েছে স্বপ্নের জয় ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
ভারতের বিরুদ্ধে প্রথম টি ২০ বিশ্বকাপে রিজওয়ান দারুণ ইনিংস খেলেছেন (Against India Rizwan played a fantastic knock) ৷ ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন (Mohammad Played a match winning knock) ৷ ২০২১-এ ১৮টি টি ২০-তে একটি শতরান ও আটটি হাফ সেঞ্চুরি করেছেন ৷ মহম্মদ রিজওয়ানের গড় ১০৪ (Mohammad Rizwan's batting average), মোট ৮৩০ রান করেছেন ৷ রিজওয়ানের স্ট্রাইক রেট ১৪০ ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
এই বছরেই যখন দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফরে এসেছিল ঠিক সেই সময়েই অধিনায়ক বাবার আজম রিজওয়ানের সঙ্গে ওপেনিং শুরু করেন ৷ লাহোরে প্রথম ম্যাচে রিজওয়ান ১০৪ রান করেছিলেন সেই ম্যাচেই বাবর আজম (Babar Azam) করেছিলেন শূন্য ৷ কিন্তু এই জুটিই বর্তমানে টি ২০ ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর জুটি ৷ বাবর-রিজওয়ান জুটির গড় ৫২ ৷ এই জুটি ওবার প্রতি ৯ রান করে করতে সক্ষম ৷ ছবি সৌজন্যে এপি ৷