IndVsPak|ICC T20 World Cup: ভারতকে হারাও Blank Cheque পাও! বলেই ফেঁসেছেন Ramiz Raja, ভক্তদের বিদ্রুপ কোথায় টাকা?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
IndVsPak|ICC T20 World Cup: পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়রম্যান রামিজ রাজার ব্ল্যাঙ্ক চেক বয়ানে পাক ভক্তরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় ঘিরে ধরেছেন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান রামিজ রাজা টি২০ বিশ্বকাপের শুরু কিছুদিন আগে একটি বয়ান দিয়েছিলেন সেই বয়ান নিয়েই জল্পনা নিয়ে রীতিমত চর্চা চলছে কেননা (Before T20 World Cup 2021 PCB chairman Ramiz Raja has declared that If Pakistan defeat India in T20 World Cup, blank cheque will be ready for them) ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
advertisement
advertisement
advertisement
advertisement
রামিজ রাজা ভারত-পাক ম্যাচের আগে জানিয়েছিলেন এক বিনিয়োগকারী কথা দিয়েছেন যদি টি ২০ বিশ্বকাপে ভারতকে পাকিস্তান হারাতে পারে তবে ব্ল্যাঙ্ক চেক প্রস্তুত থাকবে ৷ এখন পাকিস্তান জিতে গিয়েছে তারপর থেকেই রামিজ রাজার থেকে ট্যুইটারে জবাব চাইতে শুরু করেছেন (Now the Pak fans demands where is the blank cheque) ৷ এখন তিনি কোথায় যিনি ব্ল্যাঙ্ক চেক দেবেন বলে ছিলেন? ছবি সৌজন্যে ট্যুইটার ৷
advertisement
advertisement
২৯ বছর পরে বিশ্বকাপ ক্রিকেটের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতকে ১০ উইকেটে পরাজিত করেছে ৷ পাক অধিনায়ক বাবর আজম অপরাজিত ৬৮ (Pakistan captain Babar Azam played fantastic knock unbeaten which is really captain's knock) মহম্মদ রিজওয়ানের অপরাজিত ৫৫ রানের ইনিংস (Also Mohammad Rizwan played unbeaten knock of 55 runs and ensured the victroy over India) ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
advertisement