যারা ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট কিনেছিলেন, তাদের জন্য কী নিয়ম রয়েছে ICC-র? জানুন

Last Updated:
1/6
গতকাল অর্থাৎ মঙ্গলবার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির ফলে৷ অনেকেই অনেক আশা নিয়ে দেখতে গিয়েছিলেন ম্যাচ৷ কিন্তু তাদের সব আশায় জল ঢাললো বৃষ্টি৷ এবার দর্শকদের কী হবে, অর্থাৎ তারা রিজার্ভ ডে-র ম্যাচ দেখতে পাবেন কিনা, তা নিয়ে ICC-র কিছু নিয়মে চোখ বুলিয়ে নিন৷ Photo Courtesy: Twitter
গতকাল অর্থাৎ মঙ্গলবার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির ফলে৷ অনেকেই অনেক আশা নিয়ে দেখতে গিয়েছিলেন ম্যাচ৷ কিন্তু তাদের সব আশায় জল ঢাললো বৃষ্টি৷ এবার দর্শকদের কী হবে, অর্থাৎ তারা রিজার্ভ ডে-র ম্যাচ দেখতে পাবেন কিনা, তা নিয়ে ICC-র কিছু নিয়মে চোখ বুলিয়ে নিন৷ Photo Courtesy: Twitter
advertisement
2/6
ICC নিয়ম অনুযায়ী প্রথমদিনের টিকিট নিয়েই দ্বিতীয় দিন অর্থাৎ রিজার্ভ ডে-তে খেলা দেখতে ঢুকতে পারবেন সব দর্শক৷ তবে...
ICC নিয়ম অনুযায়ী প্রথমদিনের টিকিট নিয়েই দ্বিতীয় দিন অর্থাৎ রিজার্ভ ডে-তে খেলা দেখতে ঢুকতে পারবেন সব দর্শক৷ তবে...
advertisement
3/6
টিকিটের নিচে থাকা সার্তাবলী ভাল করে পড়ে নেওয়া আবশ্যক৷ রিজার্ভ ডে-তে মাঠে প্রবেশের জন্য টিকিট সামলে রাখতে হবে এবং প্রবেশের সময় তা দেখাতে হবে৷
টিকিটের নিচে থাকা সার্তাবলী ভাল করে পড়ে নেওয়া আবশ্যক৷ রিজার্ভ ডে-তে মাঠে প্রবেশের জন্য টিকিট সামলে রাখতে হবে এবং প্রবেশের সময় তা দেখাতে হবে৷
advertisement
4/6
যদি কোনও কারণে কোন দর্শক রিজার্ভ ডে-র ম্যাচ দেখতে যেতে না পারেন, তাহলেও সেই টিকিট অন্য কাউকে দেওয়া যাবে না৷ এমনই জানানো হয়েছে ICC-র গাইডলাইনে৷
যদি কোনও কারণে কোন দর্শক রিজার্ভ ডে-র ম্যাচ দেখতে যেতে না পারেন, তাহলেও সেই টিকিট অন্য কাউকে দেওয়া যাবে না৷ এমনই জানানো হয়েছে ICC-র গাইডলাইনে৷
advertisement
5/6
এই নিয়ে ৭ বার বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে উঠেছে ভারত৷ বিশ্বকাপ জিতেছে ২বার৷ অন্যদিকে ৮ বার বিশ্বকাপ সেমিফাইনালে উঠেও একাবারের জন্য বিশ্বকাপ জেতার স্বাদ পায়নি নিউজিল্যান্ড৷
এই নিয়ে ৭ বার বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে উঠেছে ভারত৷ বিশ্বকাপ জিতেছে ২বার৷ অন্যদিকে ৮ বার বিশ্বকাপ সেমিফাইনালে উঠেও একাবারের জন্য বিশ্বকাপ জেতার স্বাদ পায়নি নিউজিল্যান্ড৷
advertisement
6/6
আপাতত ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টি আর ম্যাচ বন্ধ না করুক, এমনই প্রার্থনা দর্শক মহলে৷
আপাতত ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টি আর ম্যাচ বন্ধ না করুক, এমনই প্রার্থনা দর্শক মহলে৷
advertisement
advertisement
advertisement