বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে বদলের সম্ভবনা নেই জানাল ICC

Last Updated:
বিশ্বকাপে কী তাহলে খেলা হবে না ভারত বনাম পাকিস্তান ম্যাচ , প্রশ্ন সব মহলে , তবে আইসিসি-র ভাবনায় নেই ক্রীড়াসূচি পরিবর্তন
1/8
২০১৯ বিশ্বকাপে কোনও ক্রীড়াসূচিতে কোনও বদলের কোনও ভাবনা নেই আইসিসি-র ৷ মঙ্গলবার সেই ইঙ্গিত মিলল ৷ আসলে পুলওয়ামা জঙ্গি হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল বিসিসআইকে ৷ তাদের বলা হয়েছিল বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে না খেলতে ৷ Photo -AP
২০১৯ বিশ্বকাপে কোনও ক্রীড়াসূচিতে কোনও বদলের কোনও ভাবনা নেই আইসিসি-র ৷ মঙ্গলবার সেই ইঙ্গিত মিলল ৷ আসলে পুলওয়ামা জঙ্গি হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল বিসিসআইকে ৷ তাদের বলা হয়েছিল বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে না খেলতে ৷ Photo -AP
advertisement
2/8
ICC -র পক্ষ থেকে ডেভ রিচার্ডসন জানিয়েছেন এই ধরণের ক্রীড়াসূচি পরিবর্তন সম্ভব নয় ৷ ফলে ভারত-পাকিস্তান ম্যাচ না খেলার সম্ভবনাকেই কার্যত খারিজ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ৷
ICC -র পক্ষ থেকে ডেভ রিচার্ডসন জানিয়েছেন এই ধরণের ক্রীড়াসূচি পরিবর্তন সম্ভব নয় ৷ ফলে ভারত-পাকিস্তান ম্যাচ না খেলার সম্ভবনাকেই কার্যত খারিজ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ৷
advertisement
3/8
পুলওয়ামা সন্ত্রাসের ঘটনায় গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের মন্ত্র নিয়েছে ৷ বারবার ভারতে সন্ত্রাস ঘটনোর জন্য মদত দানে পাকিস্তানের নাম ওঠার পরেও তাদের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার একটা চেষ্টা করে ভারত ৷ কিন্তু এই ঘটনায় নরেন্দ্র মোদি কড়া বার্তা দিয়েছেন ৷ এবার আরও এক কড়া ধাপের দিকে এগোতে পারে ভারত ৷ যা এর আগে কখনও হয়নি ৷ Photo- Reuters
পুলওয়ামা সন্ত্রাসের ঘটনায় গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের মন্ত্র নিয়েছে ৷ বারবার ভারতে সন্ত্রাস ঘটনোর জন্য মদত দানে পাকিস্তানের নাম ওঠার পরেও তাদের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার একটা চেষ্টা করে ভারত ৷ কিন্তু এই ঘটনায় নরেন্দ্র মোদি কড়া বার্তা দিয়েছেন ৷ এবার আরও এক কড়া ধাপের দিকে এগোতে পারে ভারত ৷ যা এর আগে কখনও হয়নি ৷ Photo- Reuters
advertisement
4/8
কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে চিঠি দিয়ে বিসিসিআইকে জানানো হয়েছে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ না খেলার ৷ পাঠানকোট হানার পর থেকেই ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে ৷ তবে বিভিন্ন আইসিসি-র ইভেন্টে তারা খেলেন ৷ এবার বিশ্বকাপে সেটা নিয়েও ভাবতে বলা হয়েছে বোর্ডকে ৷ Photo- PTI
কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে চিঠি দিয়ে বিসিসিআইকে জানানো হয়েছে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ না খেলার ৷ পাঠানকোট হানার পর থেকেই ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে ৷ তবে বিভিন্ন আইসিসি-র ইভেন্টে তারা খেলেন ৷ এবার বিশ্বকাপে সেটা নিয়েও ভাবতে বলা হয়েছে বোর্ডকে ৷ Photo- PTI
advertisement
5/8
যদিও ভারতীয় বোর্ড এই বিষয়ে কোনও মন্তব্য করেনি ৷ তবে পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছে BCCI ৷ Photo- PTI
যদিও ভারতীয় বোর্ড এই বিষয়ে কোনও মন্তব্য করেনি ৷ তবে পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছে BCCI ৷ Photo- PTI
advertisement
6/8
পুলওয়ামা জঙ্গি হামলায় নিহতদের পরিবারের উদ্দেশ্যে ৫ কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছেন বোর্ডের কার্যনির্বাহী প্রেসিডেন্ট সিকে খান্না ৷
পুলওয়ামা জঙ্গি হামলায় নিহতদের পরিবারের উদ্দেশ্যে ৫ কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছেন বোর্ডের কার্যনির্বাহী প্রেসিডেন্ট সিকে খান্না ৷
advertisement
7/8
বীরেন্দ্র সেওয়াগ ইতিমধ্যেই জানিয়েছেন মৃত জওয়ানদের পরিবারের সন্তানদের পড়াশুনোর দায়িত্ব তাঁর ৷ এছাড়াও বিদর্ভ দল তাঁদের ইরানি ট্রফি জয়ের পুরস্কারমূল্য দেওয়ার কথা জানিয়েছে ৷
বীরেন্দ্র সেওয়াগ ইতিমধ্যেই জানিয়েছেন মৃত জওয়ানদের পরিবারের সন্তানদের পড়াশুনোর দায়িত্ব তাঁর ৷ এছাড়াও বিদর্ভ দল তাঁদের ইরানি ট্রফি জয়ের পুরস্কারমূল্য দেওয়ার কথা জানিয়েছে ৷
advertisement
8/8
BCCI -র কার্যনির্বাহী সভাপতি সি কে খান্না আইপিএলের দলগুলের কাছ থেকেও উদারভাবে মুক্ত হস্তে সাহায্য চেয়েছেন ৷
BCCI -র কার্যনির্বাহী সভাপতি সি কে খান্না আইপিএলের দলগুলের কাছ থেকেও উদারভাবে মুক্ত হস্তে সাহায্য চেয়েছেন ৷
advertisement
advertisement
advertisement