Cricketer Love Story: বয়সে বড় বউ নিয়ে চার বছরের বেশি সংসার টিকল না, এবারের হার্দিকের গার্লফ্রেন্ডের বয়স কত, হিসেব কষেই নেমেছেন ভারতীয় তারকা

Last Updated:
Gossip: হার্দিকের নতুন গার্লফ্রেন্ড যেমন হট ঠিক তেমনিই কচি, আগের বউয়ের বয়স থেকে কি শিক্ষা নিলেন নাকি তারকা অলরাউন্ডার
1/7
: ডিভোর্সের ধাক্কা কাটাতে বেশিদিন সময় নেননি হার্দিক পান্ডিয়া৷ নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে ভাঙার পরপরই মাঠে গ্যালারিতে হার্দিকের সাপোর্টে গলা ফাটাতে দেখা গেছে ফের এক সুন্দরীকে৷ ইনিও ফিল্মি ব্যাকগ্রাউন্ডের৷ এতদিনে সব হার্দিক ফ্যানরাই জেনে গেছেন নাতাশা চ্যাপ্টার পড়া শেষে এখন হার্দিকের লাভ কোর্সের পাঠ্য হচ্ছেন জেসমিন ওয়ালিয়া৷
: ডিভোর্সের ধাক্কা কাটাতে বেশিদিন সময় নেননি হার্দিক পান্ডিয়া৷ নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে ভাঙার পরপরই মাঠে গ্যালারিতে হার্দিকের সাপোর্টে গলা ফাটাতে দেখা গেছে ফের এক সুন্দরীকে৷ ইনিও ফিল্মি ব্যাকগ্রাউন্ডের৷ এতদিনে সব হার্দিক ফ্যানরাই জেনে গেছেন নাতাশা চ্যাপ্টার পড়া শেষে এখন হার্দিকের লাভ কোর্সের পাঠ্য হচ্ছেন জেসমিন ওয়ালিয়া৷
advertisement
2/7
ফের ভারতীয় ক্রিকেটে বলিউড ক্রিকেট লাভ স্টোরি- ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নাম  বলিউড অভিনেত্রী ও ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় জেসমিনকে হার্দিকের নতুন বান্ধবী হিসেবেও বর্ণনা করা হচ্ছে। যদিও হার্দিক বা জেসমিন কেউই এই বিষয়ে এখনও অফিসিয়ালি মুখ খোলেননি৷
ফের ভারতীয় ক্রিকেটে বলিউড ক্রিকেট লাভ স্টোরি- ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নাম  বলিউড অভিনেত্রী ও ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় জেসমিনকে হার্দিকের নতুন বান্ধবী হিসেবেও বর্ণনা করা হচ্ছে। যদিও হার্দিক বা জেসমিন কেউই এই বিষয়ে এখনও অফিসিয়ালি মুখ খোলেননি৷
advertisement
3/7
সম্প্রতি স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে হার্দিক পান্ডিয়ার। ২০২০ সালে বিয়ে করেছিলেন তাঁরা৷ নাতাশার সঙ্গে  ৪ বছরের সম্পর্ক শেষ করেছেন হার্দিক৷   নাতাশা বর্তমানে ছেলেকে নিয়ে ঘুরছেন।
সম্প্রতি স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে হার্দিক পান্ডিয়ার। ২০২০ সালে বিয়ে করেছিলেন তাঁরা৷ নাতাশার সঙ্গে  ৪ বছরের সম্পর্ক শেষ করেছেন হার্দিক৷   নাতাশা বর্তমানে ছেলেকে নিয়ে ঘুরছেন।
advertisement
4/7
হার্দিক ও নাতাশার বয়সের ফারাক ছিল৷ নাতাশা হার্দিকের থেকে দেড় বছরের বড় ছিলেন বয়সে৷ ১৯৯২ -র ৪ মার্চ জন্মদিন নাতাশার অন্যদিকে হার্দিকের জন্মদিন ১৯৯৩-র ১১ অক্টোবর৷
হার্দিক ও নাতাশার বয়সের ফারাক ছিল৷ নাতাশা হার্দিকের থেকে দেড় বছরের বড় ছিলেন বয়সে৷ ১৯৯২ -র ৪ মার্চ জন্মদিন নাতাশার অন্যদিকে হার্দিকের জন্মদিন ১৯৯৩-র ১১ অক্টোবর৷
advertisement
5/7
হার্দিক ও জেসমিনের বয়সের পার্থক্য কত?আগের বউ বর থাকার পর এবার বয়সে ছোট মেয়েকে বেছেছেন হার্দিক৷  জেসমিন ওয়ালিয়ার জন্ম ২৩ মে ১৯৯৫ সালে। অর্থাৎ হার্দিকের নাতাশা ঠিক যতটা বড় ছিলেন  জেসমিন হার্দিকের থেকে ঠিক ততটাই ছোট৷
হার্দিক ও জেসমিনের বয়সের পার্থক্য কত?আগের বউ বর থাকার পর এবার বয়সে ছোট মেয়েকে বেছেছেন হার্দিক৷  জেসমিন ওয়ালিয়ার জন্ম ২৩ মে ১৯৯৫ সালে। অর্থাৎ হার্দিকের নাতাশা ঠিক যতটা বড় ছিলেন  জেসমিন হার্দিকের থেকে ঠিক ততটাই ছোট৷
advertisement
6/7
জেসমিনের সেলফিতে হার্দিকের ট্যাটুজেসমিন ওয়ালিয়ার একটি পুরনো সেলফিও ভাইরাল হচ্ছে। ইন্সট্যান্ট বলিউড পেজ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জেসমিন ওয়ালিয়ার একটি ছবি। এই ছবিতে জেসমিনের সমান লেভেলে বসে থাকতে দেখা যাচ্ছে কাউকে। ওই ব্যক্তির ট্যাটুও আছে। ওই ব্যক্তির ট্যাটু হার্দিক পান্ডিয়ার হাতের ট্যাটুর সঙ্গে মিলে যায়।
জেসমিনের সেলফিতে হার্দিকের ট্যাটুজেসমিন ওয়ালিয়ার একটি পুরনো সেলফিও ভাইরাল হচ্ছে। ইন্সট্যান্ট বলিউড পেজ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জেসমিন ওয়ালিয়ার একটি ছবি। এই ছবিতে জেসমিনের সমান লেভেলে বসে থাকতে দেখা যাচ্ছে কাউকে। ওই ব্যক্তির ট্যাটুও আছে। ওই ব্যক্তির ট্যাটু হার্দিক পান্ডিয়ার হাতের ট্যাটুর সঙ্গে মিলে যায়।
advertisement
7/7
এদিকে নাতাশাও দারুণ সুন্দরী ছিলেন আর জেসমিনও অত্যন্ত হট৷ নিয়মিত ক্রিকেট মাঠে তাঁকে হাজির থাকতে দেখা যাচ্ছে৷  তবে দুজনের প্রেম এখন কোন পর্যায়ে আছে তা অবশ্য পরিষ্কার করেননি কেউই৷ তাই ক্রিকেটার বলিউড প্রেমের গসিপ আরও ছড়িয়ে পড়ছে হু হু করে৷
এদিকে নাতাশাও দারুণ সুন্দরী ছিলেন আর জেসমিনও অত্যন্ত হট৷ নিয়মিত ক্রিকেট মাঠে তাঁকে হাজির থাকতে দেখা যাচ্ছে৷  তবে দুজনের প্রেম এখন কোন পর্যায়ে আছে তা অবশ্য পরিষ্কার করেননি কেউই৷ তাই ক্রিকেটার বলিউড প্রেমের গসিপ আরও ছড়িয়ে পড়ছে হু হু করে৷
advertisement
advertisement
advertisement