Lionel Messi Birthday: মেসির জন্মদিনে জানুন ১০টি এমন তথ্য, যা অনেকের অজানা ও অবাক করার মত

Last Updated:
Lionel Messi Birthday: শনিবার ২৪ জুন আধুনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসির জন্মদিন। ৩৬-তম জন্মদিন পালন করছেন ফুটবল কিংবদন্তী। বিশ্বজয়ী হওয়ার পর প্রথম জন্মদিন। এবারের জন্মদিনটা শুধু মেসির কাছেই নয়, বিশ্ব জুড়ে কোটি কোটি তোমার ফ্যানেদের কাছে স্পেশাল। জন্মদিনে জানুন মেসির সম্পর্কে অজানা তথ্য।
1/10
লিওনেল মেসি ডাক নাম কি তা অনেকেরই অজানা। অনেকেই মেসিকে লিও বা এলএমটেন বলে ডেকে থাকেন। তবে মেসির একটা ডাক নাম রয়েছে। তা হল ‘The Flea’। ক্ষীপ্রতা এবং গতির জন্যই মাছির সঙ্গে তাঁর তুলনা টানা হয়। তাই মেসিকে এই নামে ডাকেন অনেকেই।
লিওনেল মেসি ডাক নাম কি তা অনেকেরই অজানা। অনেকেই মেসিকে লিও বা এলএমটেন বলে ডেকে থাকেন। তবে মেসির একটা ডাক নাম রয়েছে। তা হল ‘The Flea’। ক্ষীপ্রতা এবং গতির জন্যই মাছির সঙ্গে তাঁর তুলনা টানা হয়। তাই মেসিকে এই নামে ডাকেন অনেকেই।
advertisement
2/10
 কার্লস রেক্স্যাচ ছিলেন বার্সেলোনার প্রথম টিম ডিরেক্টর। খুদে মেসির প্রতিভায় তিনি এতটাই মোহিত ছিলেন যে, তাঁকে সই করানোর জন্য কাল বিলম্ব করেননি। সেই মুহূর্তে কোনও কাগজ হাতের কাছে না থাকায়, টিস্যু পেপারেই মেসির চুক্তি সই করা হয়েছিল।
কার্লস রেক্স্যাচ ছিলেন বার্সেলোনার প্রথম টিম ডিরেক্টর। খুদে মেসির প্রতিভায় তিনি এতটাই মোহিত ছিলেন যে, তাঁকে সই করানোর জন্য কাল বিলম্ব করেননি। সেই মুহূর্তে কোনও কাগজ হাতের কাছে না থাকায়, টিস্যু পেপারেই মেসির চুক্তি সই করা হয়েছিল।
advertisement
3/10
২০০৪ সালে মেসি বার্সার হয়ে অভিষেক করেন এসপ্যানিওলের বিরুদ্ধে। ১৭ বছর বয়সে মেসি কাতালুনিয়ান ক্লাবের হয়ে অভিষেক করেছিলেন। বার্সার ইতিহাসে তৃতীয় কম বয়সী ফুটবলার হিসাবে অভিষেক হয় মেসির। এমনকী মেসি বার্সার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার নজিরও গড়েন।
২০০৪ সালে মেসি বার্সার হয়ে অভিষেক করেন এসপ্যানিওলের বিরুদ্ধে। ১৭ বছর বয়সে মেসি কাতালুনিয়ান ক্লাবের হয়ে অভিষেক করেছিলেন। বার্সার ইতিহাসে তৃতীয় কম বয়সী ফুটবলার হিসাবে অভিষেক হয় মেসির। এমনকী মেসি বার্সার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার নজিরও গড়েন।
advertisement
4/10
মেসির রয়েছে দুই দেশের পাসপোর্ট। জন্মসূত্রে মেসির রয়েছে আর্জেন্তিনার পাসপোর্ট। বার্সেলোনায় মেসির খেলায় মুগ্ধ হয়ে যে দেশের সরকার মেসিকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০০৫ সালে স্পেনের নাগরিকত্ব পান তিনি।
মেসির রয়েছে দুই দেশের পাসপোর্ট। জন্মসূত্রে মেসির রয়েছে আর্জেন্তিনার পাসপোর্ট। বার্সেলোনায় মেসির খেলায় মুগ্ধ হয়ে যে দেশের সরকার মেসিকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০০৫ সালে স্পেনের নাগরিকত্ব পান তিনি।
advertisement
5/10
মেসিকে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কিন্তু মেসি সেই প্রস্তাব নাকোচ করে দেয়। কারণ মেসির স্বপ্ন ছিল আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে বিশ্বকাপ জেতা। যা ২০২২ সালে কাতার বিশ্বকাপে পূরণ হয়।
মেসিকে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কিন্তু মেসি সেই প্রস্তাব নাকোচ করে দেয়। কারণ মেসির স্বপ্ন ছিল আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে বিশ্বকাপ জেতা। যা ২০২২ সালে কাতার বিশ্বকাপে পূরণ হয়।
advertisement
6/10
২০০৮ সালে মেসি বার্সেলোনার ১০ নম্বর জার্সি পেয়েছিলেন। যা তার আগে পরে খেলতেন বার্সার আরেক কিংবদন্তী রোনাল্ডিনহো। ব্রাজিল তারকার কাছ থেকেই ১০ নম্বর জার্সি নিয়েছিলেন লিওনেল মেসি।
২০০৮ সালে মেসি বার্সেলোনার ১০ নম্বর জার্সি পেয়েছিলেন। যা তার আগে পরে খেলতেন বার্সার আরেক কিংবদন্তী রোনাল্ডিনহো। ব্রাজিল তারকার কাছ থেকেই ১০ নম্বর জার্সি নিয়েছিলেন লিওনেল মেসি।
advertisement
7/10
২০০৯ সালে প্রথমবার মেসি ব্যালন ডি-অর জিতেছিলেন। টানা চারবার ব্যালন জেতা প্রথম প্লেয়ার তিনি। মোট ৭টি ব্যালন জিতেছেন মেসি। ৩ বার ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন মেসি। এখনও সবকিছুতেই এগিয়ে মেসি।
২০০৯ সালে প্রথমবার মেসি ব্যালন ডি-অর জিতেছিলেন। টানা চারবার ব্যালন জেতা প্রথম প্লেয়ার তিনি। মোট ৭টি ব্যালন জিতেছেন মেসি। ৩ বার ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন মেসি। এখনও সবকিছুতেই এগিয়ে মেসি।
advertisement
8/10
প্রায় প্রতিটি গোল করার পরই মেসিকে দেখা যায় আকাশের দিকে দু হাতের দুটি আঙুল উঁচু করে সেলিব্রেশন করেন। মেসি এমন কেন করেন জানেন? কারণ তিনি তার গোলগুলোকে উৎসর্গ করেন তার প্রয়াত দিদাকে।
প্রায় প্রতিটি গোল করার পরই মেসিকে দেখা যায় আকাশের দিকে দু হাতের দুটি আঙুল উঁচু করে সেলিব্রেশন করেন। মেসি এমন কেন করেন জানেন? কারণ তিনি তার গোলগুলোকে উৎসর্গ করেন তার প্রয়াত দিদাকে।
advertisement
9/10
ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ১০২৮ ম্যাচে এখনও ৮০৭ গোল করেছেন মেসি। বার্সেলোনার হয়ে মেসি ক্লাবের ইতিহাসে সর্বাধিক ৩৫টি ট্রফি জিতেছেন। তার মধ্যে ১০টি লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ ৩টি। পিএসজির হয়ে ফরাসী লিগ ওয়ান সহ ৩টি ট্রফি জিতেছেন মেসি।
ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ১০২৮ ম্যাচে এখনও ৮০৭ গোল করেছেন মেসি। বার্সেলোনার হয়ে মেসি ক্লাবের ইতিহাসে সর্বাধিক ৩৫টি ট্রফি জিতেছেন। তার মধ্যে ১০টি লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ ৩টি। পিএসজির হয়ে ফরাসী লিগ ওয়ান সহ ৩টি ট্রফি জিতেছেন মেসি।
advertisement
10/10
খেলার পাশাপাশি লিওনেল মেসি সামাজিক কাজকর্মেও নিজেকে নিয়োজিত করেছেন। লিও মেসি ফাউন্ডেশন শুরু করেন শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে। বিশ্ব জুড়ে মেসির সংস্থা এই কাজ করে থাকে।
খেলার পাশাপাশি লিওনেল মেসি সামাজিক কাজকর্মেও নিজেকে নিয়োজিত করেছেন। লিও মেসি ফাউন্ডেশন শুরু করেন শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে। বিশ্ব জুড়ে মেসির সংস্থা এই কাজ করে থাকে।
advertisement
advertisement
advertisement