ক্রিকেট ভক্তরা তাঁকে বলেন কিলার মিলার। এমনি বলেন না। ব্যাট হাতে তিনি সত্যি খুনে মানসিকতা নিয়ে নামেন। ইডেনে আইপিএলের কোয়ালিফায়ার ওয়ান-এ প্রথমে ব্যাটিং করে রাজস্থান করেছিল ১৮৮ রান। তবে ডেভডি মিলারের দাপটে সেই রান অক্ষত থাকল না। ডেভিড মিলার এদিন করলেন ৩৮ বলে ৬৮ রান। প্রায় একার হাতেই রাজস্থান রয়্যালসের আইপিএল ২০২২-এর ফাইনাল খেলার স্বপ্ন খুন করলেন। মিলারের দুরন্ত ইনিংসে প্রথমবার আইপিএল দলের ক্যাপ্টেন হয়েই ফাইনাল খেলবেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া এদিন ২৭ বলে করলেন ৪০ রান। মাত্র তিন উইকেট হারিয়ে এদিন জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল গুজরাট। তবে ঘরের মাঠে ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি ফ্লপ।