Gautam Gambhir Strategy: গম্ভীরের কোচিংয়ে ল্যাজে-গোবরে ভারত, প্রাক্তন বিশ্বকাপজয়ীর স্ক্যানারে কোচের ফ্লপ স্ট্র্যাটেজি

Last Updated:
Gautam Gambhir Strategy: গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত ক্লিন সুইপ, শ্রীকান্ত কৌশলগত ভুল উন্মোচন, গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার কাছে ক্লিন সুইপ ও লজ্জাজনক হার দেখে; শ্রীকান্ত কৌশলগত ভুল নিয়ে প্রশ্ন তুলেছেন.
1/5
কলকাতা: Kris Srikkanth slam Gautam gambhir: ভারতীয় টিমকে প্রধান কোচ গৌতম গম্ভীর এখন ক্রিকেটবোদ্ধাদের সমালোচনার স্ক্যানারের নিচে৷  গোতির কোচিংয়ে ভারতকে ঘরের মাঠে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের কাছে ল্যাজে গোবরে হয়ে হারের মুখোমুখি হতে হয়েছে ভারতকে৷ এর পাশাপাশি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া সফরেও লজ্জাজনক হারই সঙ্গী হয়েছে। ভারতে ৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং প্রাক্তন নির্বাচক শ্রীকান্ত কোচের কৌশলগত ভুল নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন।
কলকাতা: Kris Srikkanth slam Gautam gambhir: ভারতীয় টিমকে প্রধান কোচ গৌতম গম্ভীর এখন ক্রিকেটবোদ্ধাদের সমালোচনার স্ক্যানারের নিচে৷  গোতির কোচিংয়ে ভারতকে ঘরের মাঠে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের কাছে ল্যাজে গোবরে হয়ে হারের মুখোমুখি হতে হয়েছে ভারতকে৷ এর পাশাপাশি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া সফরেও লজ্জাজনক হারই সঙ্গী হয়েছে। ভারতে ৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং প্রাক্তন নির্বাচক শ্রীকান্ত কোচের কৌশলগত ভুল নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন।
advertisement
2/5
ভারতীয় টেস্ট টিমের পারফরম্যান্স বর্তমান কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে একেবারে হতশ্রী জায়গায় পৌঁছেছে৷ ভারতের প্রাক্তন ওপেনার এবং  নির্বাচন কমিটির প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত ফের একবার গোতিকে চাঁচাছোলা আক্রমণ করেছেন। কলকাতাতে প্রথম টেস্টে হারার পর ভারতকে গুয়াহাটি-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হারতে হয়েছে। নিজের পছন্দের স্পিন সহায়ক পিচ বানিয়েও ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে ভারত ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি৷ এদিকে দ্বিতীয় ম্যাচে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে হারের মুখোমুখি হয়েছে ভারত৷  ৪০৮ রানে তাদের হারতে হয়েছে প্রোটিয়া বাহিনীর বিপক্ষে৷ এদিকে ম্যাচ শেষে গম্ভীর যা বলেছেন তাতে অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীকান্ত৷ তিনি বলেছেন, কোচ জিতলে ক্রেডিট নেন, তাহলে হার হলে সেটারও দায়িত্ব নিতে হবে।
ভারতীয় টেস্ট টিমের পারফরম্যান্স বর্তমান কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে একেবারে হতশ্রী জায়গায় পৌঁছেছে৷ ভারতের প্রাক্তন ওপেনার এবং  নির্বাচন কমিটির প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত ফের একবার গোতিকে চাঁচাছোলা আক্রমণ করেছেন। কলকাতাতে প্রথম টেস্টে হারার পর ভারতকে গুয়াহাটি-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হারতে হয়েছে। নিজের পছন্দের স্পিন সহায়ক পিচ বানিয়েও ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে ভারত ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি৷ এদিকে দ্বিতীয় ম্যাচে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে হারের মুখোমুখি হয়েছে ভারত৷  ৪০৮ রানে তাদের হারতে হয়েছে প্রোটিয়া বাহিনীর বিপক্ষে৷ এদিকে ম্যাচ শেষে গম্ভীর যা বলেছেন তাতে অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীকান্ত৷ তিনি বলেছেন, কোচ জিতলে ক্রেডিট নেন, তাহলে হার হলে সেটারও দায়িত্ব নিতে হবে।
advertisement
3/5
প্রধান কোচ গৌতম গম্ভীর গুয়াহাটি টেস্ট হারার পর সংবাদমাধ্যমের  সঙ্গে কথা বলার সময় বলেন, তিনি সেই কোচ যিনি ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আর টি২০ এশিয়া কাপ ২০২৫ জিতিয়েছেন। প্রাক্তন সিলেক্টর শ্রীকান্ত গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের হারগুলি গুনেছেন। প্রাক্তন ওপেনার বলেছেন, যতক্ষণ গম্ভীর নিজের কৌশলগত ভুল স্বীকার করবেন, তখনই ক্রেডিট পাবেন।
প্রধান কোচ গৌতম গম্ভীর গুয়াহাটি টেস্ট হারার পর সংবাদমাধ্যমের  সঙ্গে কথা বলার সময় বলেন, তিনি সেই কোচ যিনি ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আর টি২০ এশিয়া কাপ ২০২৫ জিতিয়েছেন। প্রাক্তন সিলেক্টর শ্রীকান্ত গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের হারগুলি গুনেছেন। প্রাক্তন ওপেনার বলেছেন, যতক্ষণ গম্ভীর নিজের কৌশলগত ভুল স্বীকার করবেন, তখনই ক্রেডিট পাবেন।
advertisement
4/5
শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেল ‘চিকি চিকা’-তে বলেছেন, “তিনি বলছেন ইংল্যান্ডে ড্র করেছেন। কিন্তু তিনি এটা বলছেন না যে আমি সেই ব্যক্তি যিনি শ্রীলঙ্কা থেকে, নিউজিল্যান্ড থেকে, সাউথ আফ্রিকার থেকে ক্লিন সুইপ হজম করেছি। আমি সেই ব্যক্তি যিনি অস্ট্রেলিয়াতে হার স্বীকার করেছি। সত্যি স্বীকার করুন। যখন ভাল করবেন, তখন ক্রেডিট পাবেন। কিন্তু যখন ভাল করবেন না, তখন সত্যি স্বীকার করুন। কৌশলগত সমস্যা আছে।”
শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেল ‘চিকি চিকা’-তে বলেছেন, “তিনি বলছেন ইংল্যান্ডে ড্র করেছেন। কিন্তু তিনি এটা বলছেন না যে আমি সেই ব্যক্তি যিনি শ্রীলঙ্কা থেকে, নিউজিল্যান্ড থেকে, সাউথ আফ্রিকার থেকে ক্লিন সুইপ হজম করেছি। আমি সেই ব্যক্তি যিনি অস্ট্রেলিয়াতে হার স্বীকার করেছি। সত্যি স্বীকার করুন। যখন ভাল করবেন, তখন ক্রেডিট পাবেন। কিন্তু যখন ভাল করবেন না, তখন সত্যি স্বীকার করুন। কৌশলগত সমস্যা আছে।”
advertisement
5/5
ভারতের টেস্ট টিমের সামনে এখন লম্বা বিরতি আছে। ভারতের পরের টেস্ট সিরিজ আগস্ট ২০২৬-এ শ্রীলঙ্কাতে। ভারতের হাতে আরও নয়টা টেস্ট ম্যাচ বাকি আছে, যেখানে নিউজিল্যান্ড সফর আর ঘরের মাঠে বর্ডার-গাভাস্কর ট্রফির ম্যাচ আছে।
ভারতের টেস্ট টিমের সামনে এখন লম্বা বিরতি আছে। ভারতের পরের টেস্ট সিরিজ আগস্ট ২০২৬-এ শ্রীলঙ্কাতে। ভারতের হাতে আরও নয়টা টেস্ট ম্যাচ বাকি আছে, যেখানে নিউজিল্যান্ড সফর আর ঘরের মাঠে বর্ডার-গাভাস্কর ট্রফির ম্যাচ আছে।
advertisement
advertisement
advertisement