Tennis Player Covid Positive: '২৫০ বার' পজিটিভ! এই টেনিস প্লেয়ার আর করোনার অটুট রেকর্ড সম্পর্কে জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tennis Player Covid Positive: ইনস্টাগ্রামে পোস্ট করেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড় বেনোইত পেইর বিরক্তির সঙ্গে জানিয়েছেন, ''আমার নাম বেনোইত পেইর। ২৫০তম বার আমি কোভিড পজিটিভ হয়েছি।
advertisement
advertisement
ইনস্টাগ্রামে পোস্ট করেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড় বিরক্তির সঙ্গে জানিয়েছেন, ''আমার নাম বেনোইত পেইর। ২৫০তম বার আমি কোভিড পজিটিভ হয়েছি। সত্যি বলতে কী, কোভিডের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছি না আমি। কেমন আছি? কোভিডের কারণে নাক বেয়ে শুধু জল পড়ছে। দুনিয়ার নানা জায়গার হোটেলে কোয়ারেন্টিন করতে করতে আমি মানসিকভাবে আর ভালো নেই। গত বছর আমার কাছে খুব কঠিন সময় ছিল। এ বছর ঠিক একইভাবে সব শুরু হল!''
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়ান ওপেন। আগামী ১০ দিন বেনোইত পেইরকে আইসোলেশনে থাকতে হবে। প্রথম খেলোয়াড় হিসেবে সরকারিভাবে দ্বিতীয়বারের মতো পজিটিভ হলেন পেইর। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে এ সপ্তাহে মেলবোর্নে পা রাখা খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পজিটিভ হলেন তিনি। এর আগে ডেনিস শাপোভালোভ করোনায় আক্রান্ত হন।