শরীরে ট্যাটু করাবেন না কোনওদিন! জীবনে এত বড় সিদ্ধান্ত কেন রোনাল্ডোর, রয়েছে বড় কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cristiano Ronaldo- স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রোনাল্ডোর বয়স যখন মাত্র ১৪, তখন তাঁর হার্ট সার্জারি হয়েছিল। তখন থেকে তাঁর মনে গেঁথে যায়, হাসপাতালগুলোতে রক্তের কতটা দরকার! এর পর থেকেই রক্তদানে অনুপ্রাণিত হন এবং শরীর কখনও ট্যাটুর ছুঁচ পড়তে দেননি।
তারকা ফুটবলার কিন্তু শরীরে ট্যাটু নেই— ফুটবল বিশ্বে এখন এমন দৃশ্য বিরল। তবে পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কথা রেখেছে। ডেভিড বেকহ্যাম থেকে লিওনেল মেসি কিংবা হালের নেইমার—সবার শরীর ভর্তি ট্যাটু থাকলেও স্রোতের বিপরীতে জার্সি নম্বর সেভেন। শরীরে ট্যাটুর অস্তিত্ব নেই তাঁর। কিন্তু রোনাল্ডো গায়ে কেন ট্যাটু করান না জানেন?
advertisement
advertisement
বর্তমান প্রজন্মের স্টাইল আইকন রোনাল্ডো প্রায় সবক্ষেত্রেই নিজের স্বকীয়তা দেখিয়েছেন। চুলের স্টাইল থেকে শুরু করে জামাকাপড়, সব কিছুতেই নিজস্বতা ধরে রেখেছেন তিনি। তবে এই প্রজন্মের স্টাইল আইকন হয়েও তাঁর শরীরে কোনও ট্যাটু নেই। সমসাময়িক প্রায় সব বড় তারকা–লিওনেল মেসি, নেইমার কিংবা ইব্রাহিমোভিচ, সবাই যেখানে মজেছেন ট্যাটুর প্রেমে, সেখানে রেনাল্ডোর শরীরে একটি ট্যাটুও দেখা যায় না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement