Sunil Chetri Retirement Romuor: হতাশ, ক্লান্ত সুনীল ছেত্রী, অবসর নিতে পারেন এশিয়ান কাপ খেলেই!

Last Updated:
Sunil Chetri Retirement: এশিয়ান কাপে ভারতের খেলার সম্ভাবনা প্রায় নেই। তা হলে সুনীল ছেত্রী কবে নাগাদ অবসর ঘোষণা করতে পারেন?
1/7
২০১১ সালে কাতারে এশিয়ান কাপ খেলে অবসর নিয়েছিলন বাইচুং ভুটিয়া। তার পর থেকে ভারতীয় দলের দায়িত্বভার ছিল তাঁর উপর। তবে এবার সুনীল ছেত্রীও হতাশ, অবসন্ন ও ক্লান্ত। খবর যা তাতে তিনি এশিয়ান কাপ খেলেই অবসর নিতে পারেন।
২০১১ সালে কাতারে এশিয়ান কাপ খেলে অবসর নিয়েছিলন বাইচুং ভুটিয়া। তার পর থেকে ভারতীয় দলের দায়িত্বভার ছিল তাঁর উপর। তবে এবার সুনীল ছেত্রীও হতাশ, অবসন্ন ও ক্লান্ত। খবর যা তাতে তিনি এশিয়ান কাপ খেলেই অবসর নিতে পারেন।
advertisement
2/7
সাফ কাপে হতাশাজনক পারফর্ম করেছে ভারতীয় ফুটবল দল। বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গেও ড্র! তার পর থেকেই ভারতীয় ফুটবলপ্রেমীরা হতাশ। আর দলের অন্যতম সেরা তারকা হওয়ায় দায় পড়েছে সুনীলের ঘাড়ে। সেই দায় নিয়ে তিনি হতাশ ও বিষন্ন।
সাফ কাপে হতাশাজনক পারফর্ম করেছে ভারতীয় ফুটবল দল। বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গেও ড্র! তার পর থেকেই ভারতীয় ফুটবলপ্রেমীরা হতাশ। আর দলের অন্যতম সেরা তারকা হওয়ায় দায় পড়েছে সুনীলের ঘাড়ে। সেই দায় নিয়ে তিনি হতাশ ও বিষন্ন।
advertisement
3/7
তিন বছর ধরে ভারতীয় ফুটবল দলের দায়িত্বে কোচ ইগর স্টিমাচ। তবুও দলের কোনও উন্নতি হয়নি। ফলে স্টিমাচের চাকরি নিয়েও টানাটানি হতে পারে। তবে সুনীল হয়তো স্বেচ্ছায় অবসর নেবেন। এশিয়ান কাপের পর আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না ছেত্রীকে।
তিন বছর ধরে ভারতীয় ফুটবল দলের দায়িত্বে কোচ ইগর স্টিমাচ। তবুও দলের কোনও উন্নতি হয়নি। ফলে স্টিমাচের চাকরি নিয়েও টানাটানি হতে পারে। তবে সুনীল হয়তো স্বেচ্ছায় অবসর নেবেন। এশিয়ান কাপের পর আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না ছেত্রীকে।
advertisement
4/7
৩৫ বছর বয়স হলেও সুনীলের ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা নয়। এমনকী এককভাবে তাঁর পারফরম্যান্স ভাল। তবুও দলের ছন্নছাড়া ফুটবলে তিনি হতাশ। ২০২৩ সালে চিনে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। তবে মূলপর্বে ভারতের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
৩৫ বছর বয়স হলেও সুনীলের ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা নয়। এমনকী এককভাবে তাঁর পারফরম্যান্স ভাল। তবুও দলের ছন্নছাড়া ফুটবলে তিনি হতাশ। ২০২৩ সালে চিনে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। তবে মূলপর্বে ভারতের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
advertisement
5/7
পরিস্থিতি যা তাতে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব খেলেই সুনীল ছেত্রী অবসর ঘোষণা করে দিতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পরিস্থিতি যা তাতে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব খেলেই সুনীল ছেত্রী অবসর ঘোষণা করে দিতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
6/7
২০২২ সালের শেষের দিকে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ড। হয়তো সেখানে শেষ ম্যাচ খেলেই জাতীয় দলের জার্সিকে বিদায় জানাতে পারেন ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী।
২০২২ সালের শেষের দিকে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ড। হয়তো সেখানে শেষ ম্যাচ খেলেই জাতীয় দলের জার্সিকে বিদায় জানাতে পারেন ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী।
advertisement
7/7
এর আগে কাতার ও সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়ান কাপ খেলেছেন সুনীল। অবসরের মঞ্চ হিসাবে এশিয়ান কাপকেই বেছে নেবেন সুনীল। এমনই মনে করছে ভারতীয় ফুটবল মহল। সুনীলের অবসরের পর শেষ হতে পারে ভারতীয় ফুটবলের একটি বর্ণময় অধ্যায়।
এর আগে কাতার ও সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়ান কাপ খেলেছেন সুনীল। অবসরের মঞ্চ হিসাবে এশিয়ান কাপকেই বেছে নেবেন সুনীল। এমনই মনে করছে ভারতীয় ফুটবল মহল। সুনীলের অবসরের পর শেষ হতে পারে ভারতীয় ফুটবলের একটি বর্ণময় অধ্যায়।
advertisement
advertisement
advertisement