Euro 2020: রিমোট কন্ট্রোল গাড়িতে মাঠে এল বল! ইউরোর এই মুহূর্ত মিস করেননি তো?

Last Updated:
ফুটবলভক্তরা দাবি করলেন, সেই দৃশ্য এবারের টুর্নামেন্টের সেরা আকর্ষণ।
1/5
ভরা ফুটবল মরশুম। ফুটবল ভক্তদের তো এখন উত্সবের মরশুম। ইউরো শুরু হয়েছে। রাত পোহালেই শুরু হবে কোপা। আর কী চাই! ইউরোর উদ্বোধনী ম্য়াচ দেখলেন? তা হলে নিশ্চয়ই এই স্পেশাল মুহর্ত আপনার চোখ এড়ায়নি।
ভরা ফুটবল মরশুম। ফুটবল ভক্তদের তো এখন উত্সবের মরশুম। ইউরো শুরু হয়েছে। রাত পোহালেই শুরু হবে কোপা। আর কী চাই! ইউরোর উদ্বোধনী ম্য়াচ দেখলেন? তা হলে নিশ্চয়ই এই স্পেশাল মুহর্ত আপনার চোখ এড়ায়নি।
advertisement
2/5
রিমোট কন্ট্রোল গাড়িতে চেপে মাঠে এল বল। ফুটবলার থেকে শুরু করে রেফারি, সবাই অবাক। ইতালি বনাম তুর্কির ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকল ম্য়াচ শুরুর আগের সেই মুহূর্ত।
রিমোট কন্ট্রোল গাড়িতে চেপে মাঠে এল বল। ফুটবলার থেকে শুরু করে রেফারি, সবাই অবাক। ইতালি বনাম তুর্কির ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকল ম্য়াচ শুরুর আগের সেই মুহূর্ত।
advertisement
3/5
একটি ছোট্ট রিমোট কন্ট্রোল গাড়িতে চেপে মাঠে বল এল। যা দেখে ইতালির তারকা ডিফেন্ডার জর্জিল চেলিনি হেসেই ফেললেন।
একটি ছোট্ট রিমোট কন্ট্রোল গাড়িতে চেপে মাঠে বল এল। যা দেখে ইতালির তারকা ডিফেন্ডার জর্জিল চেলিনি হেসেই ফেললেন।
advertisement
4/5
সোশ্যাল মিডিয়ায় ফুটবলভক্তরা দাবি করলেন, ছোট গাড়িতে করে মাঠে বলা আনার সেই দৃশ্য এবারের টুর্নামেন্টের সেরা আকর্ষণ। রোমের স্তাদিও ওলিম্পিও স্টেডিয়াম এক বিরল মুহূর্তের সাক্ষী থাকল বটে!
সোশ্যাল মিডিয়ায় ফুটবলভক্তরা দাবি করলেন, ছোট গাড়িতে করে মাঠে বলা আনার সেই দৃশ্য এবারের টুর্নামেন্টের সেরা আকর্ষণ। রোমের স্তাদিও ওলিম্পিও স্টেডিয়াম এক বিরল মুহূর্তের সাক্ষী থাকল বটে!
advertisement
5/5
রিমোট কন্ট্রোল গাড়িটে এসে দাঁড়িয়েছিল একেবারে রেফারির সামনে। রেফারি গাড়িটির উপর থেকে বলটি তুলে নেন। গাড়টির প্রস্তুতকারক সংস্থা এবারে ইউরো কাপের অন্যতম স্পনসর। ওই সংস্থার স্লোগান ছিল- উই ড্রাইভ ফুটবল। সত্যিই ফুটবল ড্রাইভ করেই মাঠে এল বটে!
রিমোট কন্ট্রোল গাড়িটে এসে দাঁড়িয়েছিল একেবারে রেফারির সামনে। রেফারি গাড়িটির উপর থেকে বলটি তুলে নেন। গাড়টির প্রস্তুতকারক সংস্থা এবারে ইউরো কাপের অন্যতম স্পনসর। ওই সংস্থার স্লোগান ছিল- উই ড্রাইভ ফুটবল। সত্যিই ফুটবল ড্রাইভ করেই মাঠে এল বটে!
advertisement
advertisement
advertisement