ISL 2020: ওড়িশাকে ১-০ গোলে হারিয়ে জয় পেল হায়দরাবাদ, দেখুন ম্যাচের রুদ্ধশ্বাস মোমেন্ট

Last Updated:
লিগ টেবলের ২ নম্বরে হায়দরাবাদ৷
1/6
আইএসএলে জয় দিয়ে অভিযান শুরু করল হায়দরাবাদ ৷ নিজেদের প্রথম ম্যাচে তারা ওড়িশা এফসি কে হারাল ১-০ গোলে৷ Photo- ISL/Twitter
আইএসএলে জয় দিয়ে অভিযান শুরু করল হায়দরাবাদ ৷ নিজেদের প্রথম ম্যাচে তারা ওড়িশা এফসি কে হারাল ১-০ গোলে৷ Photo- ISL/Twitter
advertisement
2/6
এদিন ম্যাচের ৩৪ মিনিটে হায়দরাবাদের হালিচরণ নার্জারির গোলবাউন্ড শট হাতে লাগে ওড়িশা অধিনায়ক স্টিভেন টেলরের ৷ ফলে পেনাল্টি পায় হায়দরাবাদ৷Photo- ISL/Twitter
এদিন ম্যাচের ৩৪ মিনিটে হায়দরাবাদের হালিচরণ নার্জারির গোলবাউন্ড শট হাতে লাগে ওড়িশা অধিনায়ক স্টিভেন টেলরের ৷ ফলে পেনাল্টি পায় হায়দরাবাদ৷Photo- ISL/Twitter
advertisement
3/6
 ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আরিদানে৷ Photo- ISL/Twitter
৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আরিদানে৷ Photo- ISL/Twitter
advertisement
4/6
হায়দরাবাদ  প্রথমার্ধ শেষ করে  ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায়৷ Photo- ISL/Twitter
হায়দরাবাদ প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায়৷ Photo- ISL/Twitter
advertisement
5/6
এদিকে দ্বিতীয়ার্ধে ম্যাচে পিছিয়ে থাকা অবস্থা থেকে ম্যাচে ফেরার চেষ্টা করছিল ওড়িশা৷ কিন্তু এদিন তাদের ধার ছিল না আক্রমণে৷ Photo- ISL/Twitter
এদিকে দ্বিতীয়ার্ধে ম্যাচে পিছিয়ে থাকা অবস্থা থেকে ম্যাচে ফেরার চেষ্টা করছিল ওড়িশা৷ কিন্তু এদিন তাদের ধার ছিল না আক্রমণে৷ Photo- ISL/Twitter
advertisement
6/6
বরং হায়দরাবাদ গোলের ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ মিস করে তারা৷ ফলে ১-০ গোলে ম্যাচ জিতেই খেলা শেষ করে তারা৷ বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে এদিন খেলা ছিল৷ Photo- ISL/Twitter
বরং হায়দরাবাদ গোলের ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ মিস করে তারা৷ ফলে ১-০ গোলে ম্যাচ জিতেই খেলা শেষ করে তারা৷ বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে এদিন খেলা ছিল৷ Photo- ISL/Twitter
advertisement
advertisement
advertisement