Euro 2020: আবার নাক খুঁটছেন! পাঁচ বছরেও বদলায়নি জার্মান কোচের বদঅভ্যেস

Last Updated:
ক্যামেরা যে তাঁর দিকে তাক করেছিল তা খেয়ালই করেননি তিনি।
1/5
পাঁচ বছর ধরে তিনি একই বদঅভ্যেস পুষে রেখেছেন। এর আগেও ম্য়াচ চলাকালীন তাঁকে একই কাণ্ড করতে দেখা গিয়েছিল। এবার ইউরো কাপের শুরুতেই জার্মানির ম্যাচ চলাকালীনও জোয়াকিম লো একই কাজ করলেন।
পাঁচ বছর ধরে তিনি একই বদঅভ্যেস পুষে রেখেছেন। এর আগেও ম্য়াচ চলাকালীন তাঁকে একই কাণ্ড করতে দেখা গিয়েছিল। এবার ইউরো কাপের শুরুতেই জার্মানির ম্যাচ চলাকালীনও জোয়াকিম লো একই কাজ করলেন।
advertisement
2/5
ম্যাট হামেলসের আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে হেরেছেন জার্মানি। আর এই ম্য়াচ চলাকালীন জার্মান কোচ লো টেনশনে নাক খুঁটছিলেন। তাঁর এমন বদঅভ্যেস এর আগেও ক্য়ামেরায় ধরা পড়েছিল।
ম্যাট হামেলসের আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে হেরেছেন জার্মানি। আর এই ম্য়াচ চলাকালীন জার্মান কোচ লো টেনশনে নাক খুঁটছিলেন। তাঁর এমন বদঅভ্যেস এর আগেও ক্য়ামেরায় ধরা পড়েছিল।
advertisement
3/5
গতবার প্রথমে তিনি ট্রাউজারের ভিতর হাত দিয়েছিলেন। তার পর সেই হাত বের করে নাকে দেন। লোর এমন বদঅভ্যেস নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল সেবার। এদিন যেন ফের ২০১৬ ইউরোর স্মৃতি ফেরালেন লো।
গতবার প্রথমে তিনি ট্রাউজারের ভিতর হাত দিয়েছিলেন। তার পর সেই হাত বের করে নাকে দেন। লোর এমন বদঅভ্যেস নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল সেবার। এদিন যেন ফের ২০১৬ ইউরোর স্মৃতি ফেরালেন লো।
advertisement
4/5
ডাগ-আউটে বসে মনের আনন্দে নাক খুঁটছিলেন তিনি। ক্যামেরা যে তাঁর দিকে তাক করেছিল তা খেয়ালই করেননি তিনি। ২০১৬ ইউরো কাপের সময়ও সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে এমন কাজ করেছিলেন তিনি।
ডাগ-আউটে বসে মনের আনন্দে নাক খুঁটছিলেন তিনি। ক্যামেরা যে তাঁর দিকে তাক করেছিল তা খেয়ালই করেননি তিনি। ২০১৬ ইউরো কাপের সময়ও সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে এমন কাজ করেছিলেন তিনি।
advertisement
5/5
সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করেছেন, লো কেন বারবার এমন কাজ করেন! কেউ কেউ আবার জানিয়েছেন, বেশিরভাগ জার্মানের মধ্যে এমন বদঅভ্যেস দেখা যায়। লো তাঁদেরই একজন। ১৫ বছর ধরে জার্মান কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন লো। তবে ইউরো শেষ হলেই তিনি সরে দাঁড়াবেন। তাঁর জায়গায় জার্মান দলের কোচ হবেন হান্সি ফ্লিক। যিনি বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করেছেন, লো কেন বারবার এমন কাজ করেন! কেউ কেউ আবার জানিয়েছেন, বেশিরভাগ জার্মানের মধ্যে এমন বদঅভ্যেস দেখা যায়। লো তাঁদেরই একজন। ১৫ বছর ধরে জার্মান কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন লো। তবে ইউরো শেষ হলেই তিনি সরে দাঁড়াবেন। তাঁর জায়গায় জার্মান দলের কোচ হবেন হান্সি ফ্লিক। যিনি বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ।
advertisement
advertisement
advertisement