Euro 2020: Denmark vs Finland খেলার মধ্যেই মাঠে লুটিয়ে পড়লেন Christian Eriksen, দেখুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
UEFA ম্যাচ স্থগিত করেছে, মাঠে সিপিআর দেওয়ার পর বার করে নিয়ে যাওয়া হয়েছে এরিকসেনকে৷
#কোপেনহেগেন : মর্মান্তিক ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিস্টিয়ান এরিকসেন৷ ড্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচের ৪৫ মিনিটে বল রিসিভ করেই মাঠে শুয়ে পড়েন৷ এই সময় তাঁর কাছাকাছি পক্ষ-বিপক্ষের কোনও ফুটবলারই ছিলেন না৷ এভাবে তাঁকে পড়ে যেতে দেখে রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে মাঠে চিকিৎসকদের ডাকেন৷ Christian Eriksen collapses during Denmark – Finland- Photo Courtesy- Twitter
advertisement
advertisement
advertisement
advertisement