Cristiano Ronaldo: রোনাল্ডো এখন একাই '১১', ইউরোর নাম বদলে কি 'রোনাল্ডো কাপ'!

Last Updated:
ইউরোয় সবার উপরে এখন রোনাল্ডো।
1/5
একাই ১১ তিনি। না একটুও হেঁয়ালি নয়। একেবারে খাঁটি কথা। ইউরো কাপে এখন রোনাল্ডো ১১ গোল করে সবার উপরে। এমনকী ফ্রান্সের কিংবদন্তি মিশেল প্লাতিনিকেও পিছনে ফেলে দিলেন পর্তুগিজ তারকা।
একাই ১১ তিনি। না একটুও হেঁয়ালি নয়। একেবারে খাঁটি কথা। ইউরো কাপে এখন রোনাল্ডো ১১ গোল করে সবার উপরে। এমনকী ফ্রান্সের কিংবদন্তি মিশেল প্লাতিনিকেও পিছনে ফেলে দিলেন পর্তুগিজ তারকা।
advertisement
2/5
আগেই ৯টি গোল করে প্লাতিনির সঙ্গে সমানে ছিলেন সিআরসেভেন। এদিন হাঙ্গেরির বিরুদ্ধে জো়ড়া গোল করে টপকে গেলেন ফরাসী তারকাকে।
আগেই ৯টি গোল করে প্লাতিনির সঙ্গে সমানে ছিলেন সিআরসেভেন। এদিন হাঙ্গেরির বিরুদ্ধে জো়ড়া গোল করে টপকে গেলেন ফরাসী তারকাকে।
advertisement
3/5
অনেকদিন ধরেই রোনাল্ডো-ভক্তরা দাবি করছেন, ইউরো কাপের নাম যেন রোনাল্ডো কাপ রাখা হয়! এবার কি তবে সেই দাবি পূরণ হবে! কারণ, এই টুর্নামেন্টে নামলে রোনাল্ডো যেন আরও বেশি শক্তিশালী। দেশের জার্সিতে নিজের ২০০ শতাংশ দিয়ে ফেলেন মাঠে।
অনেকদিন ধরেই রোনাল্ডো-ভক্তরা দাবি করছেন, ইউরো কাপের নাম যেন রোনাল্ডো কাপ রাখা হয়! এবার কি তবে সেই দাবি পূরণ হবে! কারণ, এই টুর্নামেন্টে নামলে রোনাল্ডো যেন আরও বেশি শক্তিশালী। দেশের জার্সিতে নিজের ২০০ শতাংশ দিয়ে ফেলেন মাঠে।
advertisement
4/5
এই নিয়ে পঞ্চমবার ইউরো কাপ খেলতে নামলেন রোনাল্ডো। এটাই একটা রেকর্ড। তার উপর পাঁচটি ইউরোতেই গোল করে আরও একটি রেকর্ড গড়লেন রোনাল্ডো।
এই নিয়ে পঞ্চমবার ইউরো কাপ খেলতে নামলেন রোনাল্ডো। এটাই একটা রেকর্ড। তার উপর পাঁচটি ইউরোতেই গোল করে আরও একটি রেকর্ড গড়লেন রোনাল্ডো।
advertisement
5/5
১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০৬টি গোল। আন্তর্জাতিক গোলের হিসাবে ইরানের আলি দায়ের রেকর্ড ছুঁতে আর মাত্র তিনটি গোল বাকি। রোনাল্ডো যা ফর্মে রয়েছেন তাতে এবার ইউরোতেই হয়তো সেই রেকর্ড ভেঙে দেবেন।
১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০৬টি গোল। আন্তর্জাতিক গোলের হিসাবে ইরানের আলি দায়ের রেকর্ড ছুঁতে আর মাত্র তিনটি গোল বাকি। রোনাল্ডো যা ফর্মে রয়েছেন তাতে এবার ইউরোতেই হয়তো সেই রেকর্ড ভেঙে দেবেন।
advertisement
advertisement
advertisement