Lionel Messi's Unknown Facts: নাম তাঁর লিওনেল মেসি, জন্মদিনে ফুটবল যাদুকরের জীবনের ৮ অজানা কথা....
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Lionel Messis Unknown Facts: কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন মেসির বাবা হোর্হে। কাজ করতে হত মাকেও। ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের ঘাটতির অসুখ ধরা পড়ে।
আর্জেন্টিনার রোজারিও বুঝি বিপ্লবীদের আঁতুড়ঘর। বুয়েনস আইরাস থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহরটিতে এক সময় জন্মেছিলেন চে গুয়েভারা, সমাজতান্ত্রিক বিপ্লবের এক অসামান্য কাণ্ডারি। এই রোজারিওতেই জন্মেছেন আরেক বিপ্লবী, তবে তিনি বিপ্লব ঘটান ফুটবল মাঠে, বল পায়ে। কোনও অত্যাধুনিক অস্ত্রে ভর করে নয়, সেই মানুষটা গোটা পৃথিবী জিতে নিয়েছেন ফুটবল পায়েই। সেই বিপ্লবীর নাম লিওনেল মেসি। চে'র সঙ্গে মেসির মিল আরেকটি জায়গায়। দুজনেই জন্মেছেন জুনে, তবে তারিখটা ভিন্ন। চে ১৪ জুন, আর মেসি ২৪। অর্থাৎ আজকের দিনে। ফুটবল যাদুকরের জন্মদিনেই জেনে নিন তাঁর জীবনের কিছু অজানা কথা...
advertisement
advertisement
advertisement
advertisement
স্পেনের লেইদায় মেসির কিছু আত্মীয়স্বজন থাকতেন। তাঁদের মাধ্যমেই বালক মেসির অবিশ্বাস্য প্রতিভার খবর পৌঁছয় বার্সেলোনার তৎকালীন স্পোর্টস ডিরেক্টর কার্লেস রেক্সাসের কাছে। তিনি মেসিকে ট্রায়ালে দেখতে রাজি হন। আর সেই ট্রায়ালেই থ হয়ে যান রেক্সাস। সঙ্গেসঙ্গেই কোন কাগজ না পেয়ে ন্যাপকিনেই মেসির বাবার সঙ্গে চুক্তি করে ফেলেন তিনি!
advertisement
মেসি এতদিনে বিশ্বকাপ জিতে গিয়েছেন। হ্যাঁ, এমনটাই হতে পারত যদি তিনি স্পেনের জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দিতেন। ২০০০ সালে বার্সেলোনায় চলে আসেন মেসি। সিনিয়র দলে তাঁর অভিষেক ২০০৪ সালে। এরই মধ্যে মেসি প্রস্তাব পেয়েছিলেন স্পেনের জাতীয় দলের হয়ে খেলার জন্য। কিন্তু তিনি জানিয়ে দেন, জাতীয় দল মানে তাঁর কাছে আর্জেন্টিনাই। মেসি অবশ্য পরে স্পেনের নাগরিকত্বও নিয়েছেন। ২০০৫ সাল থেকে তাঁর দুটো পাসপোর্ট।
advertisement
রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করা এক ম্যাচে দুটো গোল করেছিলেন মেসি। দুটো গোলের পরই জার্সির নিচের টি-শার্টটি উঁচিয়ে ধরে দেখিয়েছিলেন, লেখা রয়েছে, ‘ফ্র্যাজাইল এক্স সিনড্রোম’। অটিজমের জন্য দায়ী এই অসুখের বিরুদ্ধে লড়াইয়ে মেসি আর্থিক সাহায্য দিয়ে থাকেন। এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গঠন করেছেন লিও মেসি ফাউন্ডেশন।
advertisement