Lionel Messi's Unknown Facts: নাম তাঁর লিওনেল মেসি, জন্মদিনে ফুটবল যাদুকরের জীবনের ৮ অজানা কথা....

Last Updated:
Lionel Messis Unknown Facts: কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন মেসির বাবা হোর্হে। কাজ করতে হত মাকেও। ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের ঘাটতির অসুখ ধরা পড়ে।
1/8
আর্জেন্টিনার রোজারিও বুঝি বিপ্লবীদের আঁতুড়ঘর। বুয়েনস আইরাস থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহরটিতে এক সময় জন্মেছিলেন চে গুয়েভারা, সমাজতান্ত্রিক বিপ্লবের এক অসামান্য কাণ্ডারি। এই রোজারিওতেই জন্মেছেন আরেক বিপ্লবী, তবে তিনি বিপ্লব ঘটান ফুটবল মাঠে, বল পায়ে। কোনও অত্যাধুনিক অস্ত্রে ভর করে নয়, সেই মানুষটা গোটা পৃথিবী জিতে নিয়েছেন ফুটবল পায়েই। সেই বিপ্লবীর নাম লিওনেল মেসি। চে'র সঙ্গে মেসির মিল আরেকটি জায়গায়। দুজনেই জন্মেছেন জুনে, তবে তারিখটা ভিন্ন। চে ১৪ জুন, আর মেসি ২৪। অর্থাৎ আজকের দিনে। ফুটবল যাদুকরের জন্মদিনেই জেনে নিন তাঁর জীবনের কিছু অজানা কথা...
আর্জেন্টিনার রোজারিও বুঝি বিপ্লবীদের আঁতুড়ঘর। বুয়েনস আইরাস থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহরটিতে এক সময় জন্মেছিলেন চে গুয়েভারা, সমাজতান্ত্রিক বিপ্লবের এক অসামান্য কাণ্ডারি। এই রোজারিওতেই জন্মেছেন আরেক বিপ্লবী, তবে তিনি বিপ্লব ঘটান ফুটবল মাঠে, বল পায়ে। কোনও অত্যাধুনিক অস্ত্রে ভর করে নয়, সেই মানুষটা গোটা পৃথিবী জিতে নিয়েছেন ফুটবল পায়েই। সেই বিপ্লবীর নাম লিওনেল মেসি। চে'র সঙ্গে মেসির মিল আরেকটি জায়গায়। দুজনেই জন্মেছেন জুনে, তবে তারিখটা ভিন্ন। চে ১৪ জুন, আর মেসি ২৪। অর্থাৎ আজকের দিনে। ফুটবল যাদুকরের জন্মদিনেই জেনে নিন তাঁর জীবনের কিছু অজানা কথা...
advertisement
2/8
মেসির সঙ্গে জন্মসূত্রে যোগ রয়েছে ইতালির। মেসির দেহে আছে ইতালিয়ান রক্ত। মেসির পূর্বপুরুষেরা ইতালির আনকোনার অধিবাসী ছিলেন। ১৮৮৩ সালে ভাগ্যের সন্ধানে অ্যাঞ্জেলো মেসি চলে আসেন আর্জেন্টিনায়। নাহলে হয়ত ফুটবল পায়ে ইতালির হয়ে নামতে দেখা যেত মেসিকে।
মেসির সঙ্গে জন্মসূত্রে যোগ রয়েছে ইতালির। মেসির দেহে আছে ইতালিয়ান রক্ত। মেসির পূর্বপুরুষেরা ইতালির আনকোনার অধিবাসী ছিলেন। ১৮৮৩ সালে ভাগ্যের সন্ধানে অ্যাঞ্জেলো মেসি চলে আসেন আর্জেন্টিনায়। নাহলে হয়ত ফুটবল পায়ে ইতালির হয়ে নামতে দেখা যেত মেসিকে।
advertisement
3/8
মেসির প্রথম ক্লাব হিসেবে নিউওয়েলস ওল্ড বয়েজের কথা লেখা হয়। কিন্তু আদতে তা ছিল গ্রান্দোলি। নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে অবশ্য মেসির বার্সেলোনার যাত্রা শুরু হয়েছিল। রোজারিওর অপেশাদার ক্লাব গ্রান্দোলি আসলে ছিল আসলে মেসির বাবা হোর্হের। সেখানেই বল পায়ে খেলা শুরু মেসির।
মেসির প্রথম ক্লাব হিসেবে নিউওয়েলস ওল্ড বয়েজের কথা লেখা হয়। কিন্তু আদতে তা ছিল গ্রান্দোলি। নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে অবশ্য মেসির বার্সেলোনার যাত্রা শুরু হয়েছিল। রোজারিওর অপেশাদার ক্লাব গ্রান্দোলি আসলে ছিল আসলে মেসির বাবা হোর্হের। সেখানেই বল পায়ে খেলা শুরু মেসির।
advertisement
4/8
কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন মেসির বাবা হোর্হে। কাজ করতে হত মাকেও। ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের ঘাটতির অসুখ ধরা পড়ে। মাসে ৯০০ ডলারের ব্যয়বহুল এই চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব ছিল না মেসির পরিবারের পক্ষে।
কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন মেসির বাবা হোর্হে। কাজ করতে হত মাকেও। ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের ঘাটতির অসুখ ধরা পড়ে। মাসে ৯০০ ডলারের ব্যয়বহুল এই চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব ছিল না মেসির পরিবারের পক্ষে।
advertisement
5/8
স্পেনের লেইদায় মেসির কিছু আত্মীয়স্বজন থাকতেন। তাঁদের মাধ্যমেই বালক মেসির অবিশ্বাস্য প্রতিভার খবর পৌঁছয় বার্সেলোনার তৎকালীন স্পোর্টস ডিরেক্টর কার্লেস রেক্সাসের কাছে। তিনি মেসিকে ট্রায়ালে দেখতে রাজি হন। আর সেই ট্রায়ালেই থ হয়ে যান রেক্সাস। সঙ্গেসঙ্গেই কোন কাগজ না পেয়ে ন্যাপকিনেই মেসির বাবার সঙ্গে চুক্তি করে ফেলেন তিনি!
স্পেনের লেইদায় মেসির কিছু আত্মীয়স্বজন থাকতেন। তাঁদের মাধ্যমেই বালক মেসির অবিশ্বাস্য প্রতিভার খবর পৌঁছয় বার্সেলোনার তৎকালীন স্পোর্টস ডিরেক্টর কার্লেস রেক্সাসের কাছে। তিনি মেসিকে ট্রায়ালে দেখতে রাজি হন। আর সেই ট্রায়ালেই থ হয়ে যান রেক্সাস। সঙ্গেসঙ্গেই কোন কাগজ না পেয়ে ন্যাপকিনেই মেসির বাবার সঙ্গে চুক্তি করে ফেলেন তিনি!
advertisement
6/8
মেসি এতদিনে বিশ্বকাপ জিতে গিয়েছেন। হ্যাঁ, এমনটাই হতে পারত যদি তিনি স্পেনের জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দিতেন। ২০০০ সালে বার্সেলোনায় চলে আসেন মেসি। সিনিয়র দলে তাঁর অভিষেক ২০০৪ সালে। এরই মধ্যে মেসি প্রস্তাব পেয়েছিলেন স্পেনের জাতীয় দলের হয়ে খেলার জন্য। কিন্তু তিনি জানিয়ে দেন, জাতীয় দল মানে তাঁর কাছে আর্জেন্টিনাই। মেসি অবশ্য পরে স্পেনের নাগরিকত্বও নিয়েছেন। ২০০৫ সাল থেকে তাঁর দুটো পাসপোর্ট।
মেসি এতদিনে বিশ্বকাপ জিতে গিয়েছেন। হ্যাঁ, এমনটাই হতে পারত যদি তিনি স্পেনের জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দিতেন। ২০০০ সালে বার্সেলোনায় চলে আসেন মেসি। সিনিয়র দলে তাঁর অভিষেক ২০০৪ সালে। এরই মধ্যে মেসি প্রস্তাব পেয়েছিলেন স্পেনের জাতীয় দলের হয়ে খেলার জন্য। কিন্তু তিনি জানিয়ে দেন, জাতীয় দল মানে তাঁর কাছে আর্জেন্টিনাই। মেসি অবশ্য পরে স্পেনের নাগরিকত্বও নিয়েছেন। ২০০৫ সাল থেকে তাঁর দুটো পাসপোর্ট।
advertisement
7/8
রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করা এক ম্যাচে দুটো গোল করেছিলেন মেসি। দুটো গোলের পরই জার্সির নিচের টি-শার্টটি উঁচিয়ে ধরে দেখিয়েছিলেন, লেখা রয়েছে, ‘ফ্র্যাজাইল এক্স সিনড্রোম’। অটিজমের জন্য দায়ী এই অসুখের বিরুদ্ধে লড়াইয়ে মেসি আর্থিক সাহায্য দিয়ে থাকেন। এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গঠন করেছেন লিও মেসি ফাউন্ডেশন।
রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করা এক ম্যাচে দুটো গোল করেছিলেন মেসি। দুটো গোলের পরই জার্সির নিচের টি-শার্টটি উঁচিয়ে ধরে দেখিয়েছিলেন, লেখা রয়েছে, ‘ফ্র্যাজাইল এক্স সিনড্রোম’। অটিজমের জন্য দায়ী এই অসুখের বিরুদ্ধে লড়াইয়ে মেসি আর্থিক সাহায্য দিয়ে থাকেন। এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গঠন করেছেন লিও মেসি ফাউন্ডেশন।
advertisement
8/8
মেসির দুজন ফুটবলার ভাই আছে জানেন? আসলে মেসির আলোতে ম্লান হয়ে গিয়েছে তাঁর দুই ভাইও। যদিও এঁরা কেউ মেসির নিজের নয়, খুড়তুতো ভাই। মেসির মতোই নিউয়েলস ওল্ড বয়েজ দিয়ে ক্যারিয়ার শুরু করা এমানুয়েল এখন খেলেন প্যারাগুয়ের ক্লাব অলিম্পিয়াতে। ব্রাজিলিয়ান ক্লাব ভিতোরিয়ার হয়ে মাঠ নামছেন ম্যাক্সি।
মেসির দুজন ফুটবলার ভাই আছে জানেন? আসলে মেসির আলোতে ম্লান হয়ে গিয়েছে তাঁর দুই ভাইও। যদিও এঁরা কেউ মেসির নিজের নয়, খুড়তুতো ভাই। মেসির মতোই নিউয়েলস ওল্ড বয়েজ দিয়ে ক্যারিয়ার শুরু করা এমানুয়েল এখন খেলেন প্যারাগুয়ের ক্লাব অলিম্পিয়াতে। ব্রাজিলিয়ান ক্লাব ভিতোরিয়ার হয়ে মাঠ নামছেন ম্যাক্সি।
advertisement
advertisement
advertisement