Quarter Final Line Up: ব্রাজিলের মিডফিল্ড মেশিন নেইমার তেলে দৌড়চ্ছে, জেনে নিন কোয়ার্টার ফাইনাল কবে কখন
- Published by:Debalina Datta
Last Updated:
সোমবার মধ্যরাতে যে ফুটবলটা ব্রাজিল খেলল তাতে বার্তা দিল যে বিশ্বকাপে তাদের হারানো বেশ চাপের , নেইমার মিডফিল্ড জেনারেলের হয় যেভাবে ওঠানামা করে খেললেন ও খেলালেন তাতে তাঁর চোটের পরিমাণ নিয়ে আর কারোর মনে আপাতত কোনও সন্দেহের অবকাশ নেই৷
advertisement
advertisement
সার্বিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলা দেখিয়েই ব্রাজিল শুরু করেছিল কিন্তু সেই ম্যাচে চোটর পর বাকি দুটি ম্যাচ ব্রাজিল খেললেও সেই রঙটা দেখা যায়নি৷ এমনকি শেষ গ্রুপ পর্বের ম্যাচে ক্যামেরুনের কাছে হারতেও হয়েছিল তাদের তাই এদিন নেইমার এসে বুঝিয়ে দিলেন আক্রমণভাগের মাঝমাঠের মেশিনারি নেইমার তেলেই বেশি ভাল কাজ করে৷ এদিন প্রথমার্ধেরই ৪ গোলের পর আর যেন সেই ঝাঁঝের দাপট খানিকটা কমিয়ে দিল তিতের ছেলেরা৷
advertisement
advertisement
advertisement