Quarter Final Line Up: ব্রাজিলের মিডফিল্ড মেশিন নেইমার তেলে দৌড়চ্ছে, জেনে নিন কোয়ার্টার ফাইনাল কবে কখন

Last Updated:
সোমবার মধ্যরাতে যে ফুটবলটা ব্রাজিল খেলল তাতে বার্তা দিল যে বিশ্বকাপে তাদের হারানো বেশ চাপের , নেইমার মিডফিল্ড জেনারেলের হয় যেভাবে ওঠানামা করে খেললেন ও খেলালেন তাতে তাঁর চোটের পরিমাণ নিয়ে আর কারোর মনে আপাতত কোনও সন্দেহের অবকাশ নেই৷
1/6
#দোহা: রিচার্লিসনের গোল ব্রাজিলের স্কোরলাইন ৩-০ হতেই তিতের নাচ৷ আসলে এটা সারা পৃথিবীতেই ব্রাজিল ফ্যানদের ছবি৷ ৬১ বছরের ম্যানেজার রক্ত ফোটা তরুণ তুর্কিদের সঙ্গে মাতেন সেলিব্রেশনে৷ দলের দুরন্ত ছন্দে থাকার পাশাপাশি নেইমারের মাঠে ফেরা একটা বড় স্বস্তি সাম্বাবাহিনীর জন্য৷ Photo- AP 
#দোহা: রিচার্লিসনের গোল ব্রাজিলের স্কোরলাইন ৩-০ হতেই তিতের নাচ৷ আসলে এটা সারা পৃথিবীতেই ব্রাজিল ফ্যানদের ছবি৷ ৬১ বছরের ম্যানেজার রক্ত ফোটা তরুণ তুর্কিদের সঙ্গে মাতেন সেলিব্রেশনে৷ দলের দুরন্ত ছন্দে থাকার পাশাপাশি নেইমারের মাঠে ফেরা একটা বড় স্বস্তি সাম্বাবাহিনীর জন্য৷ Photo- AP 
advertisement
2/6
সোমবার মধ্যরাতে যে ফুটবলটা ব্রাজিল খেলল তাতে বার্তা দিল যে বিশ্বকাপে তাদের হারানো বেশ চাপের , নেইমার মিডফিল্ড জেনারেলের হয় যেভাবে ওঠানামা করে খেললেন ও খেলালেন তাতে তাঁর চোটের পরিমাণ নিয়ে আর কারোর মনে আপাতত কোনও সন্দেহের অবকাশ নেই৷
সোমবার মধ্যরাতে যে ফুটবলটা ব্রাজিল খেলল তাতে বার্তা দিল যে বিশ্বকাপে তাদের হারানো বেশ চাপের , নেইমার মিডফিল্ড জেনারেলের হয় যেভাবে ওঠানামা করে খেললেন ও খেলালেন তাতে তাঁর চোটের পরিমাণ নিয়ে আর কারোর মনে আপাতত কোনও সন্দেহের অবকাশ নেই৷
advertisement
3/6
সার্বিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলা দেখিয়েই ব্রাজিল শুরু করেছিল কিন্তু সেই ম্যাচে চোটর পর বাকি দুটি ম্যাচ ব্রাজিল খেললেও সেই রঙটা দেখা যায়নি৷ এমনকি শেষ গ্রুপ পর্বের ম্যাচে ক্যামেরুনের কাছে হারতেও হয়েছিল তাদের তাই এদিন নেইমার এসে বুঝিয়ে দিলেন আক্রমণভাগের মাঝমাঠের মেশিনারি নেইমার তেলেই বেশি ভাল কাজ করে৷ এদিন প্রথমার্ধেরই ৪ গোলের পর আর যেন সেই ঝাঁঝের দাপট খানিকটা কমিয়ে দিল তিতের ছেলেরা৷
সার্বিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলা দেখিয়েই ব্রাজিল শুরু করেছিল কিন্তু সেই ম্যাচে চোটর পর বাকি দুটি ম্যাচ ব্রাজিল খেললেও সেই রঙটা দেখা যায়নি৷ এমনকি শেষ গ্রুপ পর্বের ম্যাচে ক্যামেরুনের কাছে হারতেও হয়েছিল তাদের তাই এদিন নেইমার এসে বুঝিয়ে দিলেন আক্রমণভাগের মাঝমাঠের মেশিনারি নেইমার তেলেই বেশি ভাল কাজ করে৷ এদিন প্রথমার্ধেরই ৪ গোলের পর আর যেন সেই ঝাঁঝের দাপট খানিকটা কমিয়ে দিল তিতের ছেলেরা৷
advertisement
4/6
এদিকে এদিনের দুটি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচের পর আরও একটি কোয়ার্টার ফাইনালের ছবি পরিষ্কার হয়ে গেল৷ শুক্রবার রাত সাড়ে আটটায় খেলবে ব্রাজিল৷ প্রতিপক্ষ ক্রোয়েশিয়া৷
এদিকে এদিনের দুটি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচের পর আরও একটি কোয়ার্টার ফাইনালের ছবি পরিষ্কার হয়ে গেল৷ শুক্রবার রাত সাড়ে আটটায় খেলবে ব্রাজিল৷ প্রতিপক্ষ ক্রোয়েশিয়া৷
advertisement
5/6
ব্রাজিলের হয়ে প্রি কোয়ার্টারের গোলদাতারা হলেন ভিনিসিয়াস জুনিয়ার (৭' ), নেইমার (পেনাল্টি ১৯'), রিচারলিসন (২৯'), লুকাস পাকুয়েত্তা (৩৮')৷
ব্রাজিলের হয়ে প্রি কোয়ার্টারের গোলদাতারা হলেন ভিনিসিয়াস জুনিয়ার (৭' ), নেইমার (পেনাল্টি ১৯'), রিচারলিসন (২৯'), লুকাস পাকুয়েত্তা (৩৮')৷
advertisement
6/6
এদিকে ক্রোয়েশিয়া বনাম জাপান ম্যাচে এবারের বিশ্বকাপের প্রথম পেনাল্টি শ্যুটআউট হল৷ নির্ধারিত সময় এবং এক্সট্রা টাইমে খেলার ফল ১-১ থাকার পর ৩-১ ম্যাচ জেতে ক্রোয়েশিয়া৷
এদিকে ক্রোয়েশিয়া বনাম জাপান ম্যাচে এবারের বিশ্বকাপের প্রথম পেনাল্টি শ্যুটআউট হল৷ নির্ধারিত সময় এবং এক্সট্রা টাইমে খেলার ফল ১-১ থাকার পর ৩-১ ম্যাচ জেতে ক্রোয়েশিয়া৷
advertisement
advertisement
advertisement