অবশেষে 'খোঁজ' মিলল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, মুখ খুললেন বিশ্বকাপ নিয়ে
- Published by:Sudip Paul
Last Updated:
কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিন্তু বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফেরেনি রোন্ডো সহ ১০ ফুটবলার। এবার বিশ্বকাপ নিয়ে মুখ খুূললেন রোনাল্ডো।
advertisement
advertisement
advertisement
এছাড়াও নিজের সেই পোস্টে সিআরসেভেন লিখেছেন,'আমি লড়াই করেছি। আমি এই স্বপ্নের জন্য কঠোর লড়াই করেছি। ১৬ বছরের বেশি সময় ধরে পাঁচ বার বিশ্বকাপে যে গোল করেছি, সর্বদা পাশে পেয়েছি দুর্দান্ত খেলোয়াড়দের। সঙ্গে ছিল লক্ষ লক্ষ পর্তুগিজ জনতার সমর্থন। আমি আমার সমস্ত কিছু ঢেলে দিয়েছি। কখনও লড়াইয়ের দিক থেকে মুখ ফেরাইনি। কখনও স্বপ্নকে ছেড়ে দিইনি।'
advertisement
বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থাকার যন্ত্রণাও পোস্টে ব্যক্ত করেছেন রোনাল্ডো। বলেছেন,'দুর্ভাগ্যবশত, গতকাল সেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। কোনও অজুহাত নয়। আমি শুধু চাই যে সবাই জানুক যে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক অনুমান করা হয়েছে। কিন্তু পর্তুগালের প্রতি আমার আনুগত্য এক মুহূর্তের জন্য পরিবর্তন হয়নি।'
advertisement