বিকিনিতে ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল, মেসির সতীর্থের বান্ধবী ঘাম ঝরাবে আপনারও

Last Updated:
বিশ্বকাপে খেলার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন ফুটবল তারকারা। তেমনই একজন হলেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।
1/10
আর্জেন্টিনা দলের তারকা স্ট্রাইকার সম্পর্কে রয়েছেন বিখ্যাচ মডেল অগস্টিনা গান্ডোলফোর সঙ্গে। দীর্ঘ দিন তারা একসঙ্গে রয়েছেনও তাদের একটি সন্তানও রয়েছে। খেলার বাইরে তাদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন লাইতারো মার্টিনেজ।
আর্জেন্টিনা দলের তারকা স্ট্রাইকার সম্পর্কে রয়েছেন বিখ্যাচ মডেল অগস্টিনা গান্ডোলফোর সঙ্গে। দীর্ঘ দিন তারা একসঙ্গে রয়েছেনও তাদের একটি সন্তানও রয়েছে। খেলার বাইরে তাদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন লাইতারো মার্টিনেজ।
advertisement
2/10
১৯৯৪ সালের ৬  নভেম্বর আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন অগস্টিনা গান্ডোলফো। বর্তমানে তার বয়স ২৭ বছর। স্কুলে পড়ার সময় থেকেই মডেলিং ও ফ্যাশনের প্রতি ঝোঁক ছিল অগস্টিনার। নানা ধরনের অনুষ্ঠানে অংশও নিতেন তিনি।
১৯৯৪ সালের ৬ নভেম্বর আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন অগস্টিনা গান্ডোলফো। বর্তমানে তার বয়স ২৭ বছর। স্কুলে পড়ার সময় থেকেই মডেলিং ও ফ্যাশনের প্রতি ঝোঁক ছিল অগস্টিনার। নানা ধরনের অনুষ্ঠানে অংশও নিতেন তিনি।
advertisement
3/10
স্কুল শেষ করার পর বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করেন অগস্টিনা। কিন্তু মাত্র ১৭ বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন তিনি। অগস্টিনা দেখতে খুবই সুন্দরী। তার হট অ্যান্ড সেক্সি লুকস ও ফিগার সকলকেই ঘায়েল করে। মডেলিং দুনিয়াতেও নাম করেন তিনি।
স্কুল শেষ করার পর বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করেন অগস্টিনা। কিন্তু মাত্র ১৭ বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন তিনি। অগস্টিনা দেখতে খুবই সুন্দরী। তার হট অ্যান্ড সেক্সি লুকস ও ফিগার সকলকেই ঘায়েল করে। মডেলিং দুনিয়াতেও নাম করেন তিনি।
advertisement
4/10
ইনস্টাগ্রামের মাধ্যমে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন অগস্টিনা। সেখানে তার ফ্যান ও ফলোয়ার্সের সংখ্যা আকাশ ছোয়া। বর্তমানে সে ইনস্টাগ্রামে স্টার। নিজের ঘনঘন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার কররে থাকেন। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
ইনস্টাগ্রামের মাধ্যমে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন অগস্টিনা। সেখানে তার ফ্যান ও ফলোয়ার্সের সংখ্যা আকাশ ছোয়া। বর্তমানে সে ইনস্টাগ্রামে স্টার। নিজের ঘনঘন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার কররে থাকেন। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
advertisement
5/10
আর্জেন্টিনা তারকার বান্ধবী একাধিক বিকিনি পরিহিত সুপার হট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।  অগস্টিনার বিকিনি পরিহিত অবস্থায় খুবই হট অ্যান্ড সেক্সি দেখায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। লাইক ও কমেন্টের বন্য়ায় ভেসে যান তিনি।
আর্জেন্টিনা তারকার বান্ধবী একাধিক বিকিনি পরিহিত সুপার হট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অগস্টিনার বিকিনি পরিহিত অবস্থায় খুবই হট অ্যান্ড সেক্সি দেখায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। লাইক ও কমেন্টের বন্য়ায় ভেসে যান তিনি।
advertisement
6/10
সোশ্যাল মিডিয়ায় অগস্টিনার ফ্যান-ফলোয়ার্সরাল তার একটি ছবির জন্য রীতিমত অপেক্ষায় বসে থাকেন।  মডেলিং ছাড়াও অগস্টিনা ভলিবল, হর্স রাইডিং এবং যোগা পছন্দ করেন। লোকাল ভলিবল ক্লাবে খেলেওছেন অগস্টিনা।
সোশ্যাল মিডিয়ায় অগস্টিনার ফ্যান-ফলোয়ার্সরাল তার একটি ছবির জন্য রীতিমত অপেক্ষায় বসে থাকেন। মডেলিং ছাড়াও অগস্টিনা ভলিবল, হর্স রাইডিং এবং যোগা পছন্দ করেন। লোকাল ভলিবল ক্লাবে খেলেওছেন অগস্টিনা।
advertisement
7/10
২০১৮ সাল থেকে লাওতারো মার্টিনেজের সঙ্গে ডেটিং শুরু করেন অগস্টিনা। তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। ২০২০ সালের ১১ অগাস্ট অগস্টিনা ও লাওতারো মার্টিনেজ জানান তারা তাদের প্রথম কন্যা সন্তানের বাবা-মা হতে চলেছেন।
২০১৮ সাল থেকে লাওতারো মার্টিনেজের সঙ্গে ডেটিং শুরু করেন অগস্টিনা। তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। ২০২০ সালের ১১ অগাস্ট অগস্টিনা ও লাওতারো মার্টিনেজ জানান তারা তাদের প্রথম কন্যা সন্তানের বাবা-মা হতে চলেছেন।
advertisement
8/10
২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি অগস্টিনা ও লাওতারো মার্টিনেজের প্রথম কন্যা সন্তান নিনার জন্ম হয়। বর্তমানে তারা সুখী জীবন উপভোগ করছেন। একইসঙ্গে লাওতারো মার্টিনেজ নিজের ফুটবলের জগতে ও অগস্টিনা নিজের মডেলিংয়ের জগতে কাজ করছেন।
২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি অগস্টিনা ও লাওতারো মার্টিনেজের প্রথম কন্যা সন্তান নিনার জন্ম হয়। বর্তমানে তারা সুখী জীবন উপভোগ করছেন। একইসঙ্গে লাওতারো মার্টিনেজ নিজের ফুটবলের জগতে ও অগস্টিনা নিজের মডেলিংয়ের জগতে কাজ করছেন।
advertisement
9/10
বেশ কয়েক বছর ধরে ডেটিং করছেন লাওতারো মার্টিনেজ ও অগস্টিনা। তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে।রোমান্টিক মুহূর্তেও ধরা দিয়েছে এই জুটি। তাদের দুজনকে একসঙ্গে পছন্দও করেন সকলেই। আর্জেন্টিনা তারকা ও তার বান্ধবীর মধ্যে সম্পর্কের রসায়নও খুব ভালো।
বেশ কয়েক বছর ধরে ডেটিং করছেন লাওতারো মার্টিনেজ ও অগস্টিনা। তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে।রোমান্টিক মুহূর্তেও ধরা দিয়েছে এই জুটি। তাদের দুজনকে একসঙ্গে পছন্দও করেন সকলেই। আর্জেন্টিনা তারকা ও তার বান্ধবীর মধ্যে সম্পর্কের রসায়নও খুব ভালো।
advertisement
10/10
বিশ্বকাপে খেলতে আসার আগেও একসঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছেন অগস্টিনা ও লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপে ভালো ফলের জন্য মার্টিনেজকে শুভেচ্ছাও জানিয়েছেন অগস্টিনা।
বিশ্বকাপে খেলতে আসার আগেও একসঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছেন অগস্টিনা ও লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপে ভালো ফলের জন্য মার্টিনেজকে শুভেচ্ছাও জানিয়েছেন অগস্টিনা।
advertisement
advertisement
advertisement