বিশ্বকাপের সেমি ফাইনালে হাফ ডজন রেকর্ড গড়তে পারেন মেসি, অপেক্ষায় গোটা বিশ্ব

Last Updated:
বিশ্বকাপের প্রথম হাইভোল্টোজ সেমি ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ফাইনালে ওঠার লক্ষ্যে অবিচল মেসির দল। পাশাপাশি এদিন একাধিক রেকর্ড গড়ার হাতছানি মেসির সামনে।
1/6
তবে েকরিয়ারের শেষ বিশ্বকাপে ট্রফির এত কাছে এসে তা হাতছাড়া করতে নারাজ লিওনেল মেসি। তাই নিজেদের সেরাটা দিয়ে মেসিকে কাপ উপহার দিতে মরিয়া গোটা আর্জেন্টিনা দল।
তবে েকরিয়ারের শেষ বিশ্বকাপে ট্রফির এত কাছে এসে তা হাতছাড়া করতে নারাজ লিওনেল মেসি। তাই নিজেদের সেরাটা দিয়ে মেসিকে কাপ উপহার দিতে মরিয়া গোটা আর্জেন্টিনা দল।
advertisement
2/6
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলের রেকর্ড রয়েছে জার্মানির প্রাক্তন কিংবদন্তী লোথার ম্যাথুজের। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। লিওনেল মেসি এখনও পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন। যা আর্জেন্টিনার সর্বাধিক। সেমি ফাইনাল খেলতে নেমে জার্মান কিংবদন্তী ধরে ফেলবেন মেসি। আর ফাইনালে পৌছলে রেকর্ড মেসির নাম হবে।
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলের রেকর্ড রয়েছে জার্মানির প্রাক্তন কিংবদন্তী লোথার ম্যাথুজের। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। লিওনেল মেসি এখনও পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন। যা আর্জেন্টিনার সর্বাধিক। সেমি ফাইনাল খেলতে নেমে জার্মান কিংবদন্তী ধরে ফেলবেন মেসি। আর ফাইনালে পৌছলে রেকর্ড মেসির নাম হবে।
advertisement
3/6
জার্মানির বিদায়ে অবাক মেসি। তিনি বলেছেন, এমনটা হবে বলে ভাবিনি। ওরা বিশ্বের অন্যতম সেরা দল। ওদের দলে কমবয়সী ফুটবলারের সংখ্যাও বেশি। জার্মানি এভাবে বিদায় নেবে ভাবিনি।
জার্মানির বিদায়ে অবাক মেসি। তিনি বলেছেন, এমনটা হবে বলে ভাবিনি। ওরা বিশ্বের অন্যতম সেরা দল। ওদের দলে কমবয়সী ফুটবলারের সংখ্যাও বেশি। জার্মানি এভাবে বিদায় নেবে ভাবিনি।
advertisement
4/6
পাঁচটি বিশ্বকাপ খেলতে নেমে এই প্রথম নকআউট পর্যায়ে গোল করলেন লিওনেল মেসি। এর আগে ৮টি গোলই তিনি করেছিলেন গ্রুপের ম্যাচে।
পাঁচটি বিশ্বকাপ খেলতে নেমে এই প্রথম নকআউট পর্যায়ে গোল করলেন লিওনেল মেসি। এর আগে ৮টি গোলই তিনি করেছিলেন গ্রুপের ম্যাচে।
advertisement
5/6
এছাড়া ফ্রান্সকেও লাগাতার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে দেখছেন মেসি। স্পেনকেও এবাপ ফেভারিট হিসেবে দেখছেন আর্জেন্টিনার অধিনায়ক। যেভাবে বল পজিশন ধরে রেখে লুই এনরিকের দল খেলছে তার প্রশংসা করেছেন মেসি।
এছাড়া ফ্রান্সকেও লাগাতার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে দেখছেন মেসি। স্পেনকেও এবাপ ফেভারিট হিসেবে দেখছেন আর্জেন্টিনার অধিনায়ক। যেভাবে বল পজিশন ধরে রেখে লুই এনরিকের দল খেলছে তার প্রশংসা করেছেন মেসি।
advertisement
6/6
কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার সাফল্যের জন্য যাবতীয় কৃতিত্ব ৮৬-র বিশ্বজয়ের প্রয়াত কিংবদন্তকীকেই দিয়েছেন মেসি। মারাদোনার আশীর্বাদেই সব হয়েছে বলে জানিয়েছেন লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার সাফল্যের জন্য যাবতীয় কৃতিত্ব ৮৬-র বিশ্বজয়ের প্রয়াত কিংবদন্তকীকেই দিয়েছেন মেসি। মারাদোনার আশীর্বাদেই সব হয়েছে বলে জানিয়েছেন লিওনেল মেসি।
advertisement
advertisement
advertisement