East Bardhaman News: বহু বছরের আবেগ, পুরষ্কার প্রায় ৪ লাখ! শুরু জেলার অন্যতম বড় ফুটবল টুর্নামেন্ট 

Last Updated:
East Bardhaman News: জঙ্গলমহলের মানুষের কাছে এই ফুটবল টুর্নামেন্ট আজ এক আবেগে পরিণত হয়েছে। জেলার অন্যতম বৃহৎ এই প্রতিযোগিতা।
1/5
প্রতি বছরের ন্যায় এই বছরও আউশগ্রামের গেঁড়াই ফুটবল মাঠে শুরু হল মরহুম হালিম হালিমা স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। জমজমাট পরিবেশে ও উৎসবের আমেজে উদ্বোধন হয় এই জনপ্রিয় প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার যুব নেতা সেখ সঞ্জু, আউশগ্রাম-২ নম্বর ব্লকের সভাপতি আব্দুল লালন সহ এলাকার একাধিক বিশিষ্টজন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
প্রতি বছরের ন্যায় এই বছরও আউশগ্রামের গেঁড়াই ফুটবল মাঠে শুরু হল মরহুম হালিম হালিমা স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। জমজমাট পরিবেশে ও উৎসবের আমেজে উদ্বোধন হয় এই জনপ্রিয় প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার যুব নেতা সেখ সঞ্জু, আউশগ্রাম-২ নম্বর ব্লকের সভাপতি আব্দুল লালন সহ এলাকার একাধিক বিশিষ্টজন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বর্ধমান জেলা ও আশেপাশের বিভিন্ন জেলার মোট ১৬টি দল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের কয়েকজন নামিদামি ফুটবলারও প্রতিযোগিতায় অংশ নেবেন। এতে উৎসাহ বেড়েছে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বর্ধমান জেলা ও আশেপাশের বিভিন্ন জেলার মোট ১৬টি দল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের কয়েকজন নামিদামি ফুটবলারও প্রতিযোগিতায় অংশ নেবেন। এতে উৎসাহ বেড়েছে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
টুর্নামেন্টে ফাইনালিস্ট দলগুলোর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। বিজয়ী দল পাবে নগদ ১,৬৬,৬৬৬ টাকা এবং একটি ট্রফি। রানার্স-আপ দলকে দেওয়া হবে ১,২২,২২২ টাকা ও ট্রফি। পুরস্কারের পরিমাণ ও মর্যাদা বাড়ায় প্রতিযোগিতার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
টুর্নামেন্টে ফাইনালিস্ট দলগুলোর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। বিজয়ী দল পাবে নগদ ১,৬৬,৬৬৬ টাকা এবং একটি ট্রফি। রানার্স-আপ দলকে দেওয়া হবে ১,২২,২২২ টাকা ও ট্রফি। পুরস্কারের পরিমাণ ও মর্যাদা বাড়ায় প্রতিযোগিতার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
খেলার প্রথম দিন থেকেই মাঠে উপচে পড়ছে দর্শকের ভিড়। কয়েক হাজার উৎসাহী ক্রীড়াপ্রেমী মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেছেন। ফলে গোটা এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। গেঁড়াই ফুটবল মাঠ যেন এক সামাজিক মিলনমেলার পরিণত হয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
খেলার প্রথম দিন থেকেই মাঠে উপচে পড়ছে দর্শকের ভিড়। কয়েক হাজার উৎসাহী ক্রীড়াপ্রেমী মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেছেন। ফলে গোটা এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। গেঁড়াই ফুটবল মাঠ যেন এক সামাজিক মিলনমেলার পরিণত হয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
জেলা যুব নেতা আফজল রহমান (সঞ্জু) জানান, “আমাদের এই টুর্নামেন্ট প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে চলছে। আশপাশের বহু গ্রামের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন এই মাঠে ফুটবল দেখার জন্য।” তাঁর কথায়, জঙ্গলমহলের মানুষের কাছে এই ফুটবল টুর্নামেন্ট আজ এক আবেগে পরিণত হয়েছে। জেলার অন্যতম বৃহৎ এই প্রতিযোগিতা তাই প্রতিবছরই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
জেলা যুব নেতা আফজল রহমান (সঞ্জু) জানান, “আমাদের এই টুর্নামেন্ট প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে চলছে। আশপাশের বহু গ্রামের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন এই মাঠে ফুটবল দেখার জন্য।” তাঁর কথায়, জঙ্গলমহলের মানুষের কাছে এই ফুটবল টুর্নামেন্ট আজ এক আবেগে পরিণত হয়েছে। জেলার অন্যতম বৃহৎ এই প্রতিযোগিতা তাই প্রতিবছরই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement