East Bardhaman News: বহু বছরের আবেগ, পুরষ্কার প্রায় ৪ লাখ! শুরু জেলার অন্যতম বড় ফুটবল টুর্নামেন্ট
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: জঙ্গলমহলের মানুষের কাছে এই ফুটবল টুর্নামেন্ট আজ এক আবেগে পরিণত হয়েছে। জেলার অন্যতম বৃহৎ এই প্রতিযোগিতা।
প্রতি বছরের ন্যায় এই বছরও আউশগ্রামের গেঁড়াই ফুটবল মাঠে শুরু হল মরহুম হালিম হালিমা স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। জমজমাট পরিবেশে ও উৎসবের আমেজে উদ্বোধন হয় এই জনপ্রিয় প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার যুব নেতা সেখ সঞ্জু, আউশগ্রাম-২ নম্বর ব্লকের সভাপতি আব্দুল লালন সহ এলাকার একাধিক বিশিষ্টজন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement
advertisement
জেলা যুব নেতা আফজল রহমান (সঞ্জু) জানান, “আমাদের এই টুর্নামেন্ট প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে চলছে। আশপাশের বহু গ্রামের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন এই মাঠে ফুটবল দেখার জন্য।” তাঁর কথায়, জঙ্গলমহলের মানুষের কাছে এই ফুটবল টুর্নামেন্ট আজ এক আবেগে পরিণত হয়েছে। জেলার অন্যতম বৃহৎ এই প্রতিযোগিতা তাই প্রতিবছরই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
