Durand Cup 2023 Champion Mohun Bagan: বিশ্বকাপারের গোলে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের, পেত্রাতোস এখন মোহনবাগানের নয়নের মণি

Last Updated:
Durand Cup 2023 Champion Mohun Bagan: দিমিত্রি পেত্রাতোসের জাল কাঁপানো শটে প্রথম পর্বে হারের বদলা ও ১৯ বছর আগের শাপমোচন হল মোহনবাগানের। ৭১ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের বাঁ-পায়ের শটে ২৩ বছর পর ডুরান্ড কাপ ঘরে তুলল মোহনবাগান।
1/6
দিমিত্রি পেত্রাতোসের জাল কাঁপানো শটে প্রথম পর্বে হারের বদলা ও ১৯ বছর আগের শাপমোচন হল মোহনবাগানের। ৭১ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের বাঁ-পায়ের শটে ২৩ বছর পর ডুরান্ড কাপ ঘরে তুলল মোহনবাগান।
দিমিত্রি পেত্রাতোসের জাল কাঁপানো শটে প্রথম পর্বে হারের বদলা ও ১৯ বছর আগের শাপমোচন হল মোহনবাগানের। ৭১ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের বাঁ-পায়ের শটে ২৩ বছর পর ডুরান্ড কাপ ঘরে তুলল মোহনবাগান।
advertisement
2/6
এদিন যুভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে ম্যাচের প্রথমার্ধে খুব একটা নজর কাড়তে পারেননি দিমিত্রি। তবে বাগানের বিশ্বকাপারের উপর আস্থা হারাননি কোচ হুয়ান ফেরান্দো।
এদিন যুভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে ম্যাচের প্রথমার্ধে খুব একটা নজর কাড়তে পারেননি দিমিত্রি। তবে বাগানের বিশ্বকাপারের উপর আস্থা হারাননি কোচ হুয়ান ফেরান্দো।
advertisement
3/6
দ্বিতীয়ার্ধে সাদিকু ও বুমোসকে তুলে নিলেও পেত্রাতোসকে পরিবর্তন করেননি ফেরান্দো। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে ১০ জন হয়ে যাওয়ার পরও নিজের উপর আত্মবিশ্বাস রেখেছিলেন পেত্রাতোস।
দ্বিতীয়ার্ধে সাদিকু ও বুমোসকে তুলে নিলেও পেত্রাতোসকে পরিবর্তন করেননি ফেরান্দো। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে ১০ জন হয়ে যাওয়ার পরও নিজের উপর আত্মবিশ্বাস রেখেছিলেন পেত্রাতোস।
advertisement
4/6
৭১ মিনিট- দুরন্ত গোল পেত্রাতোসের। একেবারে একক দক্ষতায় গোলটি করেন দিমিত্রি। মোহনবাগানের হয়ে কাউন্টার অ্যাটাকে ওঠেন পেত্রাতোস। প্রায় মাঝমাট থেকে বল টেনে নিয়ে আসেন পেত্রাতোস।
৭১ মিনিট- দুরন্ত গোল পেত্রাতোসের। একেবারে একক দক্ষতায় গোলটি করেন দিমিত্রি। মোহনবাগানের হয়ে কাউন্টার অ্যাটাকে ওঠেন পেত্রাতোস। প্রায় মাঝমাট থেকে বল টেনে নিয়ে আসেন পেত্রাতোস।
advertisement
5/6
বক্সের বাইরে থেকে তাঁর বাঁ-পায়ের শটে বল জালে জড়ান। গোলটি হয়েছে ইস্টবেঙ্গল রক্ষণের ভুলে। দিমি একা বল টেনে এনে গোল করে বেরিয়ে গেলেন। বল আটকানোর কেউ ছিল না লাল-হলুদের।
বক্সের বাইরে থেকে তাঁর বাঁ-পায়ের শটে বল জালে জড়ান। গোলটি হয়েছে ইস্টবেঙ্গল রক্ষণের ভুলে। দিমি একা বল টেনে এনে গোল করে বেরিয়ে গেলেন। বল আটকানোর কেউ ছিল না লাল-হলুদের।
advertisement
6/6
গোল করার পর পেত্রাতোসের সেলিব্রেশন ছিল নজর কাড়া। সোজা দৌড় লাগিয়ে সাইড লাইন পেরিয়ে দর্শকদের কাছে চলে যান। শেষ পর্যন্ত ১-০ গোলে ফাইনাল জেতে মোহনবাগান। ডুরান্ড জিতিয়ে পেত্রাতোস এখন মোহনবাগানের নয়ণের মণি।
গোল করার পর পেত্রাতোসের সেলিব্রেশন ছিল নজর কাড়া। সোজা দৌড় লাগিয়ে সাইড লাইন পেরিয়ে দর্শকদের কাছে চলে যান। শেষ পর্যন্ত ১-০ গোলে ফাইনাল জেতে মোহনবাগান। ডুরান্ড জিতিয়ে পেত্রাতোস এখন মোহনবাগানের নয়ণের মণি।
advertisement
advertisement
advertisement