Dona Ganguly: সাইবার ক্রাইমের শিকার ডোনা গঙ্গোপাধ্যায়! স্ত্রীর পোস্টে সৌরভের কমেন্ট, তোলপাড় নেটদুনিয়ায়!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই তিনি সময় কাটাচ্ছেন। সৌরভ-ডোনা কন্যা সানা অনেকদিন ধরেই লন্ডনে রয়েছেন৷
সাইবার ক্রাইমের শিকার হলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে৷ নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইলে বৃহস্পতিবার রাতেই একথা সকলকে জানান ডোনা। সাধারণত তারকাদের প্রোফাইল হ্যাক করে তার মাধ্যমে যাতে কোনও রকম অপ্রীতিকর কর্মকাণ্ড না ঘটানো হয়, তাই সকলকে সাবধান করে দেন ডোনা নিজে৷ তিনি লেখেন, 'আমার ফেসবুক প্রোফাইল হ্য়াক করা হয়েছে, সতর্ক থাকুন।'
advertisement
advertisement
প্রায়ই স্বামী-মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন ডোনা৷ আবার সৌরভও এবিষয়ে পিছিয়ে নেই৷ তিনি মাঝেমধ্যেই বিদেশের রাস্তায় নিজের এবং পরিবারের ছবি পোস্ট করেন৷ কিছুদিন আগে ডোনা-সৌরভের একটি ছবি পোস্ট করেন৷ এই ছবিতে দেখা মেলেনি সানার। ডোনার শেয়ার করা ছবিটিতে সৌরভের গায়ে ছিল নীল টিশার্ট, সঙ্গে জিন্স ও জ্যাকেট, আর মাথায় টুপি, আর চোখে কালো সানগ্লাস। আর ডোনা সাদা পোশাকে, গায়ের জ্যাকেটটি খুলে হাতে ধরে থাকতে দেখা যায়।
advertisement
advertisement
advertisement