এত টাকা পাবেন বিরাট কোহলি! তাও একটা মাত্র রনজি ম্যাচ খেলে! অবাক হবেন শুনলে

Last Updated:
Virat Kohli- বিরাট কোহলি রনজিতে ৩০টির কম ম্যাচ খেলেছেন। ফলে তিনি রনজি ম্যাচের চারদিন ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা পাবেন।
1/8
টেস্ট কেরিয়ারে হয়তো সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি! আর তার জেরেই তাঁর মতো তারকাকে শেষ পর্যন্ত মাটিতে নেমে আসতে হল। আন্তর্জাতিক ক্রিকেটে ব্র্যান্ড বিরাট কোহলিকে খেলতে হচ্ছে রনজি ট্রফিতে। তাও আবার ১৩ বছর বাদে!
টেস্ট কেরিয়ারে হয়তো সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি! আর তার জেরেই তাঁর মতো তারকাকে শেষ পর্যন্ত মাটিতে নেমে আসতে হল। আন্তর্জাতিক ক্রিকেটে ব্র্যান্ড বিরাট কোহলিকে খেলতে হচ্ছে রনজি ট্রফিতে। তাও আবার ১৩ বছর বাদে!
advertisement
2/8
বিসিসিআই কর্তারা মনে করছেন, ঘরোয়া ক্রিকেট খেলে কোহলি, রোহিত, পন্থের মতো তারকারা ফর্ম ফিরে পেতে পারেন। তাঁদের এমনটা কীভাবে মনে হচ্ছে, তা নিয়ে হাজারো প্রশ্ন থাকতে পারে। তবে আপাতত বোর্ড কর্তাদের কথা শুনে কোহলিদের নামতে হল রনজি ম্যাচে।
বিসিসিআই কর্তারা মনে করছেন, ঘরোয়া ক্রিকেট খেলে কোহলি, রোহিত, পন্থের মতো তারকারা ফর্ম ফিরে পেতে পারেন। তাঁদের এমনটা কীভাবে মনে হচ্ছে, তা নিয়ে হাজারো প্রশ্ন থাকতে পারে। তবে আপাতত বোর্ড কর্তাদের কথা শুনে কোহলিদের নামতে হল রনজি ম্যাচে।
advertisement
3/8
বিজিটি-তে কোহলির ধারাবাহিক ব্যর্থতা চিন্তায় ফেলেছিল বোর্ড কর্তাদের। ফতোয়া জারি করা হল, বিরাট কোহলিকে খেলতে হবে রনজি ট্রফিতে। কোহলি বাধ্য হয়েই নামলেন দিল্লির জার্সি গায়ে। আজ তিনি খেলছেন রেলওয়েজের বিরুদ্ধে।
বিজিটি-তে কোহলির ধারাবাহিক ব্যর্থতা চিন্তায় ফেলেছিল বোর্ড কর্তাদের। ফতোয়া জারি করা হল, বিরাট কোহলিকে খেলতে হবে রনজি ট্রফিতে। কোহলি বাধ্য হয়েই নামলেন দিল্লির জার্সি গায়ে। আজ তিনি খেলছেন রেলওয়েজের বিরুদ্ধে।
advertisement
4/8
এর আগে রোহিত শর্মাও খেলেছেন রনজিতে। রান পাননি। কোহলি আজ দিল্লির হয়ে ফিল্ডিং করছেন। এর পর তিনি রান পান কি না সেটাই দেখার। তবে কোহলি, রোহিতদের জন্য হতশ্রী রনজি ট্রফি কিছুটা শ্রী ফিরে পেল বটে!
এর আগে রোহিত শর্মাও খেলেছেন রনজিতে। রান পাননি। কোহলি আজ দিল্লির হয়ে ফিল্ডিং করছেন। এর পর তিনি রান পান কি না সেটাই দেখার। তবে কোহলি, রোহিতদের জন্য হতশ্রী রনজি ট্রফি কিছুটা শ্রী ফিরে পেল বটে!
advertisement
5/8
কোহলিকে দেখার জন্য ভক্তদের রাত তিনটে থেকে লাইন, নিরাপত্তা বেষ্টনি ভেদ করে এক ভক্তের মাঠে ঢুকে কোহলির পা স্পর্শ, এমন হাজারো ঘটনা ঘটল এদিন। কোহলি এসেছিলেন আড়াই কোটি টাকা গাড়ি নিয়ে, সে কথাও সবাই জেনেছেন। তবে এসবের বাইরে একটা ব্যাপার আজ আমরা জানাব আপনাদের।
কোহলিকে দেখার জন্য ভক্তদের রাত তিনটে থেকে লাইন, নিরাপত্তা বেষ্টনি ভেদ করে এক ভক্তের মাঠে ঢুকে কোহলির পা স্পর্শ, এমন হাজারো ঘটনা ঘটল এদিন। কোহলি এসেছিলেন আড়াই কোটি টাকা গাড়ি নিয়ে, সে কথাও সবাই জেনেছেন। তবে এসবের বাইরে একটা ব্যাপার আজ আমরা জানাব আপনাদের।
advertisement
6/8
একটা রনজি ম্যাচ খেলে কত টাকা পাবেন বিরাট কোহলি! এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই অজানা। আজ সেটাই আমরা আপনাদের জানাব।
একটা রনজি ম্যাচ খেলে কত টাকা পাবেন বিরাট কোহলি! এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই অজানা। আজ সেটাই আমরা আপনাদের জানাব।
advertisement
7/8
রনজিতে  ৪০ এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটার ম্যাচের প্রতিদিন ৬০ হাজার টাকা করে পাবেন। ২১ থেকে ৪০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটাররা প্রতিদিন পাবেন ৫০ হাজার টাকা। ০-২০টি ম্যাচ খেলা প্লেয়াররা প্রতিদিন পাবেন ৪০ হাজার টাকা। তবে অবশ্যই সেই ক্রিকেটারদের প্রথম একাদশে জায়গা পেতে হবে।
রনজিতে ৪০ এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটার ম্যাচের প্রতিদিন ৬০ হাজার টাকা করে পাবেন। ২১ থেকে ৪০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটাররা প্রতিদিন পাবেন ৫০ হাজার টাকা। ০-২০টি ম্যাচ খেলা প্লেয়াররা প্রতিদিন পাবেন ৪০ হাজার টাকা। তবে অবশ্যই সেই ক্রিকেটারদের প্রথম একাদশে জায়গা পেতে হবে।
advertisement
8/8
বিরাট কোহলি রনজিতে ৩০টির কম ম্যাচ খেলেছেন। ফলে তিনি রনজি ম্যাচের চারদিন ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা পাবেন।
বিরাট কোহলি রনজিতে ৩০টির কম ম্যাচ খেলেছেন। ফলে তিনি রনজি ম্যাচের চারদিন ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা পাবেন।
advertisement
advertisement
advertisement