Dipika Pallikal Wins Double Gold: মা হলেই কেরিয়ার শেষ নয়, দেশকে জোড়া সোনা জিতিয়ে বোঝালেন দীনেশ কার্তিকের বউ

Last Updated:
Dipika Pallikal Wins Double Gold: অনেকেই ভাবেন, মা হলেই কেরিয়ার শেষ। তাঁদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন দীনেশ কার্তিকের স্ত্রী।
1/5
যমজ সন্তানের জন্ম দেওয়ার ছ'মাস কেটেছে মাত্র। প্রতিযোগিতামূলক স্কোয়াশে ফিরেই নতুন ইতিহাস লিখলেন দীপিকা পাল্লিকাল।
যমজ সন্তানের জন্ম দেওয়ার ছ'মাস কেটেছে মাত্র। প্রতিযোগিতামূলক স্কোয়াশে ফিরেই নতুন ইতিহাস লিখলেন দীপিকা পাল্লিকাল।
advertisement
2/5
গ্লাসগোয় ওয়ার্ল্ড ডাবলস চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতলেন দীনেশ কার্তিকের স্ত্রী। সৌরভ ঘোষালের সঙ্গে জুটিতে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হন দীপিকা। এর পর জ্যোত্স্না চিনাপ্পার সঙ্গে গোল্ড মেডেল জেতেন উইমেন্স ডাবলসে। এই টুর্নামেন্টে প্রথমবার সোনা জিতল ভারত।
গ্লাসগোয় ওয়ার্ল্ড ডাবলস চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতলেন দীনেশ কার্তিকের স্ত্রী। সৌরভ ঘোষালের সঙ্গে জুটিতে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হন দীপিকা। এর পর জ্যোত্স্না চিনাপ্পার সঙ্গে গোল্ড মেডেল জেতেন উইমেন্স ডাবলসে। এই টুর্নামেন্টে প্রথমবার সোনা জিতল ভারত।
advertisement
3/5
এবার আইপিএলে আরসিবির হয়ে খেলছেন দীনেশ কার্তিক। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তাঁর স্ত্রী দীপিকাও আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করলেন এবার।
এবার আইপিএলে আরসিবির হয়ে খেলছেন দীনেশ কার্তিক। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তাঁর স্ত্রী দীপিকাও আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করলেন এবার।
advertisement
4/5
ইংল্যান্ডের আদ্রিয়ান ওয়ালার ও অ্যালিসন ওয়াটার্স জুটিকে হারিয়ে দেন দীপিকা-সৌরভ। এর পর ইংল্যান্ডেরই সারা-জেন পেরি ও অ্যালিসন ওয়াটার্স জুটিকে হারান দীপিকা ও জ্যোত্স্না।
ইংল্যান্ডের আদ্রিয়ান ওয়ালার ও অ্যালিসন ওয়াটার্স জুটিকে হারিয়ে দেন দীপিকা-সৌরভ। এর পর ইংল্যান্ডেরই সারা-জেন পেরি ও অ্যালিসন ওয়াটার্স জুটিকে হারান দীপিকা ও জ্যোত্স্না।
advertisement
5/5
২০১৪ সালে এই গ্লাসগো শহরেই কমনওয়েলথ গেমস স্কোয়াশে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন দীপিকা ও জ্যোত্স্না। আবার সেই শহর তাঁর সোনা জয়।
২০১৪ সালে এই গ্লাসগো শহরেই কমনওয়েলথ গেমস স্কোয়াশে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন দীপিকা ও জ্যোত্স্না। আবার সেই শহর তাঁর সোনা জয়।
advertisement
advertisement
advertisement