W,W,W,W,W... ৫ বলে ৫ উইকেট ! ফের ক্ষমতার প্রমাণ দিলেন দিগ্বেশ রাঠি, সঞ্জীব গোয়েঙ্কার উচ্ছ্বাস ছাড়াল সব মাত্রা

Last Updated:
দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) ফের নতুন করে নিজের ক্ষমতার পরিচয় দিলেন। লখনউ সুপার জায়ান্টস তাদের অফিসিয়াল এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাঠির এই কৃতিত্বের একটা ছোট ক্লিপ পোস্ট করেছে। সঙ্গে লিখেছে, দিগ্বেশ রাঠি। ৫ স্টার। রয়েছে ৫টা স্টার ইমোজি আইকনও।
1/6
আইপিএলই যেন এখন ক্রিকেট দুনিয়ার নয়নের মণি! এই ম্যাচে যত উত্তেজনা দেখা যায় ধারাবাহিক ভাবে, তা আর অন্য কোথায়! তবে, একটা মরশুম শেষ হয়ে গিয়েছে বলেই হতাশ হওয়ার কোনও কারণ নেই। তা নিয়ে আলোচনা চলবে, থাকবে পরের মরশুমের প্রতীক্ষা। আর এরই মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে নতুন প্রতিভাদের তুলে এনেছে, তাদের পরবর্তী সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করবেন ক্রিকেটমোদীরা। (File Photo)
আইপিএলই যেন এখন ক্রিকেট দুনিয়ার নয়নের মণি! এই ম্যাচে যত উত্তেজনা দেখা যায় ধারাবাহিক ভাবে, তা আর অন্য কোথায়! তবে, একটা মরশুম শেষ হয়ে গিয়েছে বলেই হতাশ হওয়ার কোনও কারণ নেই। তা নিয়ে আলোচনা চলবে, থাকবে পরের মরশুমের প্রতীক্ষা। আর এরই মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে নতুন প্রতিভাদের তুলে এনেছে, তাদের পরবর্তী সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করবেন ক্রিকেটমোদীরা। (File Photo)
advertisement
2/6
প্রতি মরশুমে, প্রতি বছরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা এক নতুন প্রতিভা তুলে ধরে বিশ্বের সামনে, সে বোলিংয়েই হোক কী ব্যাটিংয়েই হোক! বাইশ গজের ভবিষ্যতের দিকটাও তো সামলে চলতে হবে! সেই ধারাতেই ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় সকলের নজর কেড়েছেন দিগ্বেশ রাঠি। ক্রিকেটভক্তদের তাঁর কথা মনে থাকবেই, বাকিদের জন্য সংক্ষেপে হলেও রাঠির কৃতিত্ব একবার তুলে ধরা দরকার। এই স্পিনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৫ সালের ম্যাচ খেলেছেন লখনউ সুপার জায়ান্টস-এর হয়ে। ১৩টি ম্যাচে ১৪টি উইকেট আলোকিত এক পরিসংখ্যান ৷ (File Photo)
প্রতি মরশুমে, প্রতি বছরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা এক নতুন প্রতিভা তুলে ধরে বিশ্বের সামনে, সে বোলিংয়েই হোক কী ব্যাটিংয়েই হোক! বাইশ গজের ভবিষ্যতের দিকটাও তো সামলে চলতে হবে! সেই ধারাতেই ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় সকলের নজর কেড়েছেন দিগ্বেশ রাঠি। ক্রিকেটভক্তদের তাঁর কথা মনে থাকবেই, বাকিদের জন্য সংক্ষেপে হলেও রাঠির কৃতিত্ব একবার তুলে ধরা দরকার। এই স্পিনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৫ সালের ম্যাচ খেলেছেন লখনউ সুপার জায়ান্টস-এর হয়ে। ১৩টি ম্যাচে ১৪টি উইকেট আলোকিত এক পরিসংখ্যান ৷ (File Photo)
advertisement
3/6
এ হেন রাঠি ফের নতুন করে নিজের ক্ষমতার পরিচয় দিলেন। লখনউ সুপার জায়ান্টস তাদের অফিসিয়াল এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাঠির এই কৃতিত্বের একটা ছোট ক্লিপ পোস্ট করেছে। সঙ্গে লিখেছে, দিগ্বেশ রাঠি। ৫ স্টার। রয়েছে ৫টা স্টার ইমোজি আইকনও। ব্যাপার আর কিছুই নয়, ৫ বলে ৫ উইকেট নিয়ে এক নজিরবিহীন রেকর্ড গড়েছেন এই স্পিনার।
এ হেন রাঠি ফের নতুন করে নিজের ক্ষমতার পরিচয় দিলেন। লখনউ সুপার জায়ান্টস তাদের অফিসিয়াল এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাঠির এই কৃতিত্বের একটা ছোট ক্লিপ পোস্ট করেছে। সঙ্গে লিখেছে, দিগ্বেশ রাঠি। ৫ স্টার। রয়েছে ৫টা স্টার ইমোজি আইকনও। ব্যাপার আর কিছুই নয়, ৫ বলে ৫ উইকেট নিয়ে এক নজিরবিহীন রেকর্ড গড়েছেন এই স্পিনার।
advertisement
4/6
লখনউ সুপার জায়ান্টস তো রাঠির এই সাফল্যের ডঙ্কা বাজাবেই! তবে, সঞ্জীব গোয়েঙ্কাও রীতিমতো উচ্ছ্বসিত এই পারফরম্যান্সে। নিজের এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এক ভিডিও ক্লিপ পোস্ট করে তিনি লিখেছেন- লোকাল টি-টোয়েন্টি খেলায় দিগ্বেশ রাঠির ৫ বলে ৫ উইকেট নেওয়ার এই ক্লিপটি দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। ২০২৫ সালের আইপিএলে @LucknowIPL-এর জন্য যে প্রতিভা ওকে একজন ব্রেকআউট তারকা করে তুলেছিল, এ তার এক ঝলক মাত্র! (File Photo)
লখনউ সুপার জায়ান্টস তো রাঠির এই সাফল্যের ডঙ্কা বাজাবেই! তবে, সঞ্জীব গোয়েঙ্কাও রীতিমতো উচ্ছ্বসিত এই পারফরম্যান্সে। নিজের এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এক ভিডিও ক্লিপ পোস্ট করে তিনি লিখেছেন- লোকাল টি-টোয়েন্টি খেলায় দিগ্বেশ রাঠির ৫ বলে ৫ উইকেট নেওয়ার এই ক্লিপটি দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। ২০২৫ সালের আইপিএলে @LucknowIPL-এর জন্য যে প্রতিভা ওকে একজন ব্রেকআউট তারকা করে তুলেছিল, এ তার এক ঝলক মাত্র! (File Photo)
advertisement
5/6
বলে রাখা ভাল, রাঠি এই ম্যাচে মোট সাতটি উইকেট নিয়েছেন, যার মধ্যে টানা ৫ বলে ৫ উইকেটের রেকর্ড রয়েছে। লিগের নাম উল্লেখ না করলেও গোয়েঙ্কার পোস্ট বলে দিচ্ছে যে এক লোকাল টি-টোয়েন্টি ম্যাচের সময় রাঠি নিজের বিধ্বংসী ক্ষমতার প্রমাণ দিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাটিং দল ইতিমধ্যেই সমস্যায় পড়েছে, ৩৬ বলে ১১৩ রান দরকার। রাঠি আরও জোরে বল করে ব্যাটিং লাইনআপ ভেঙে দিলেন, চারজন ব্যাটসম্যান বোল্ড আউট এবং পঞ্চমজন এলবিডব্লিউর ফাঁদে পড়লেন। (File Photo)
বলে রাখা ভাল, রাঠি এই ম্যাচে মোট সাতটি উইকেট নিয়েছেন, যার মধ্যে টানা ৫ বলে ৫ উইকেটের রেকর্ড রয়েছে। লিগের নাম উল্লেখ না করলেও গোয়েঙ্কার পোস্ট বলে দিচ্ছে যে এক লোকাল টি-টোয়েন্টি ম্যাচের সময় রাঠি নিজের বিধ্বংসী ক্ষমতার প্রমাণ দিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাটিং দল ইতিমধ্যেই সমস্যায় পড়েছে, ৩৬ বলে ১১৩ রান দরকার। রাঠি আরও জোরে বল করে ব্যাটিং লাইনআপ ভেঙে দিলেন, চারজন ব্যাটসম্যান বোল্ড আউট এবং পঞ্চমজন এলবিডব্লিউর ফাঁদে পড়লেন। (File Photo)
advertisement
6/6
উইকেট নেওয়ার দক্ষতার পাশাপাশি রাঠি ব্যাটসম্যানদের আউট করার পর 'নোটবুক সেলেব্রেশন'-এর জন্যও সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। তবে এই আচরণের মূল্যও দিতে হয়েছে, টুর্নামেন্ট চলাকালীনই মোটা অঙ্কের জরিমানা চাপানো হয়েছে তাঁর উপরে। (File Photo)
উইকেট নেওয়ার দক্ষতার পাশাপাশি রাঠি ব্যাটসম্যানদের আউট করার পর 'নোটবুক সেলেব্রেশন'-এর জন্যও সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। তবে এই আচরণের মূল্যও দিতে হয়েছে, টুর্নামেন্ট চলাকালীনই মোটা অঙ্কের জরিমানা চাপানো হয়েছে তাঁর উপরে। (File Photo)
advertisement
advertisement
advertisement