ভেনেজুয়েলার মডেলের সঙ্গে হোটেলে রাত কাটিয়েছেন রোনাল্ডো! এবার মুখ খুললেন সিআরসেভেন

Last Updated:
সম্প্রতি ভেনেজুয়েলালর লাসম্যয়ী ব্লগার ও মডেল দাবি করেন তার সঙ্গে হোটেলে রাত কাটিয়েছিলেন রোনাল্ডো। তারা মিলনে লিপ্ত হয়েছিলেন। তার এই দাবি সামেন আসার পরই তোলপার হয়েছে ফুটবল বিশ্ব। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বয়ং।
1/8
ফুটবল কেরিয়ারের সাফল্যের মতই বিতর্কও কখনও পিছু ছাড়েনি পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর। ইউরোপীয় ফুটবলের ঘরানা ছেড়ে এশিয়াতে পা রাখলেও বিতর্ক এড়াতে পারলেন না সিআরসেভেন। একাধিকবার একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে রোনাল্ডোর। তার নবতম সংযোজন হল ভেনেজ়ুয়েলার জনপ্রিয় ব্লগার জর্জিয়ালা।
ফুটবল কেরিয়ারের সাফল্যের মতই বিতর্কও কখনও পিছু ছাড়েনি পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর। ইউরোপীয় ফুটবলের ঘরানা ছেড়ে এশিয়াতে পা রাখলেও বিতর্ক এড়াতে পারলেন না সিআরসেভেন। একাধিকবার একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে রোনাল্ডোর। তার নবতম সংযোজন হল ভেনেজ়ুয়েলার জনপ্রিয় ব্লগার জর্জিয়ালা।
advertisement
2/8
সম্প্রতি ভেনেজুয়েলালর লাসম্যয়ী ব্লগার ও মডেল দাবি করেন তার সঙ্গে হোটেলে রাত কাটিয়েছিলেন রোনাল্ডো। তারা মিলনে লিপ্ত হয়েছিলেন। তার এই দাবি সামেন আসার পরই তোলপার হয়েছে ফুটবল বিশ্ব। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বয়ং।
সম্প্রতি ভেনেজুয়েলালর লাসম্যয়ী ব্লগার ও মডেল দাবি করেন তার সঙ্গে হোটেলে রাত কাটিয়েছিলেন রোনাল্ডো। তারা মিলনে লিপ্ত হয়েছিলেন। তার এই দাবি সামেন আসার পরই তোলপার হয়েছে ফুটবল বিশ্ব। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বয়ং।
advertisement
3/8
ওই মডেল দাবি করেছিলেন,"২০২২ সালে কাতার বিশ্বকাপে আগে পর্তুগালের প্রস্তুতি শিবির চলছিল। পর্তুদালের অনুশীলন শিবিরে গিয়েছিলাম সেলফি তোলার জন্য। রোনাল্ডোর সঙ্গেও ছবি তুলেছিলাম। সেই সময় রোনাল্ডো আমাকে ম্যাসেজ করেছিল।"
ওই মডেল দাবি করেছিলেন,"২০২২ সালে কাতার বিশ্বকাপে আগে পর্তুগালের প্রস্তুতি শিবির চলছিল। পর্তুদালের অনুশীলন শিবিরে গিয়েছিলাম সেলফি তোলার জন্য। রোনাল্ডোর সঙ্গেও ছবি তুলেছিলাম। সেই সময় রোনাল্ডো আমাকে ম্যাসেজ করেছিল।"
advertisement
4/8
এছাড়াও জর্জিয়ালা জানিয়েছিলেন,"ওর মেসেজ পড়ে মনে হয়েছিল, কথা বলার জন্য ডাকছে। হয়তো কিছু বলতে চায় আমাকে। পরস্পরকে আরও ভাল ভাবে জানতে পারব এবং রোনাল্ডোর সঙ্গে বেশ কিছু নিজস্বী তোলার সুযোগ পাব ভেবেছিলাম। এমন কিছু হতে পারে ভাবিনি।"
এছাড়াও জর্জিয়ালা জানিয়েছিলেন,"ওর মেসেজ পড়ে মনে হয়েছিল, কথা বলার জন্য ডাকছে। হয়তো কিছু বলতে চায় আমাকে। পরস্পরকে আরও ভাল ভাবে জানতে পারব এবং রোনাল্ডোর সঙ্গে বেশ কিছু নিজস্বী তোলার সুযোগ পাব ভেবেছিলাম। এমন কিছু হতে পারে ভাবিনি।"
advertisement
5/8
ওই মডেল আরও জানান, উত্তর পর্তুগালের সলভার্ডে হোটেলের ৩১২ নম্বর ঘরে রোনাল্ডো আমার সঙ্গে এক রাত কাটিয়েছিল। এমন কিছু হতে পারে ভাবিনি। পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলাম। এটাই সত্যি। আমারও সম্মতি ছিল। কারণ রোনাল্ডোর স্টারডাম তাকে প্রভাবিত করেছিল।"
ওই মডেল আরও জানান, উত্তর পর্তুগালের সলভার্ডে হোটেলের ৩১২ নম্বর ঘরে রোনাল্ডো আমার সঙ্গে এক রাত কাটিয়েছিল। এমন কিছু হতে পারে ভাবিনি। পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলাম। এটাই সত্যি। আমারও সম্মতি ছিল। কারণ রোনাল্ডোর স্টারডাম তাকে প্রভাবিত করেছিল।"
advertisement
6/8
এমনকী এই ঘটনার জন্য জর্জিয়ালা বর্তমানে নিজেকে অনুতপ্ত বলেও জানান। তিনি নিজের স্বামীর সঙ্গে বেইমানি করায় অনুতপ্ত। তবে রোনাল্ডোকে এই ঘটনার জন্য পুরোপুরি দোষী সাব্যস্তও করেননি  ভেনেজুয়ের মডেলও ব্লগার।
এমনকী এই ঘটনার জন্য জর্জিয়ালা বর্তমানে নিজেকে অনুতপ্ত বলেও জানান। তিনি নিজের স্বামীর সঙ্গে বেইমানি করায় অনুতপ্ত। তবে রোনাল্ডোকে এই ঘটনার জন্য পুরোপুরি দোষী সাব্যস্তও করেননি ভেনেজুয়ের মডেলও ব্লগার।
advertisement
7/8
এর আগেও রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আদালত পর্যন্ত গড়িয়েছে সেই ঘটনা। ভেনেজুয়েলার মডেলের এহেন দাবির পর ফের একবার প্রশ্নের মুখে পড়ে যায় রোনাল্ডোর ব্যক্তিগত জীবন। যদিও এই বিষয়ে রোনাল্ডোর বিরুদ্ধে কোনও মামলা বা ক্ষতিপূরণ দাবি করেননি জর্জিয়ালা।
এর আগেও রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আদালত পর্যন্ত গড়িয়েছে সেই ঘটনা। ভেনেজুয়েলার মডেলের এহেন দাবির পর ফের একবার প্রশ্নের মুখে পড়ে যায় রোনাল্ডোর ব্যক্তিগত জীবন। যদিও এই বিষয়ে রোনাল্ডোর বিরুদ্ধে কোনও মামলা বা ক্ষতিপূরণ দাবি করেননি জর্জিয়ালা।
advertisement
8/8
এই খবর প্রকাশ্যে আসতে বেশ কিছু দিন কোনও প্রতিক্রিয়া দেননি রোনাল্ডো। অবশেষে মুখ খুললেন পর্তুগীজ তারকা। জর্জিয়ালার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, “একেবারে মিথ্যা কথা। ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করার চেষ্টা চলছে। প্রচার পাওয়ার জন্যই এই চেষ্টা।” বর্তনমানে বান্ধবী জর্জিনা ও সন্তানদের নিয়ে তিনি সুখী আছেন বলেও জানান রোনাল্ডো।
এই খবর প্রকাশ্যে আসতে বেশ কিছু দিন কোনও প্রতিক্রিয়া দেননি রোনাল্ডো। অবশেষে মুখ খুললেন পর্তুগীজ তারকা। জর্জিয়ালার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, “একেবারে মিথ্যা কথা। ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করার চেষ্টা চলছে। প্রচার পাওয়ার জন্যই এই চেষ্টা।” বর্তনমানে বান্ধবী জর্জিনা ও সন্তানদের নিয়ে তিনি সুখী আছেন বলেও জানান রোনাল্ডো।
advertisement
advertisement
advertisement