Hardik Pandya: স্বামীর কাছাকাছি অন্য মহিলা, কী করে আর চুপ করে থাকবেন নাতাশা, বললেন মনের কথা

Last Updated:
Cricketer Love Story: হার্দিক পান্ডিয়ার সঙ্গে অন্য মেয়ে, সম্পর্ক তলানিতে গেলেও মুখ কি বন্ধ রাখতে পারে স্ত্রী!
1/7
হার্দিক পান্ডিয়া এবং তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের মধ্যে বেশ কিছুদিন ধরেই মতপার্থক্য চলছে। প্রায় ৬ মাস ধরে দুজনে একসঙ্গে নেই। তাঁদের ডিভোর্সের গসিপের খবরে বাজার সরগরম। দু'জনের মধ্যে কেন এই ফাটল? ফ্যানরা নানারকম আন্দাজ লাগালেও এখনও কোনও পক্ষই এই বিষয়ে সরাসরি কিছু মুখ খোলেননি। এদিকে বিশ্বকাপ জয়ের পর  হার্দিকের সঙ্গে এক সুন্দরীকে দেদার ফটোশ্যুট করতে দেখা গেছে আর এরপরেই কাটা ঘায়ে নুনের ছিটের মতো চিড়বিড় করে উঠেছেন নাতাশা৷
হার্দিক পান্ডিয়া এবং তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের মধ্যে বেশ কিছুদিন ধরেই মতপার্থক্য চলছে। প্রায় ৬ মাস ধরে দুজনে একসঙ্গে নেই। তাঁদের ডিভোর্সের গসিপের খবরে বাজার সরগরম। দু'জনের মধ্যে কেন এই ফাটল? ফ্যানরা নানারকম আন্দাজ লাগালেও এখনও কোনও পক্ষই এই বিষয়ে সরাসরি কিছু মুখ খোলেননি। এদিকে বিশ্বকাপ জয়ের পর  হার্দিকের সঙ্গে এক সুন্দরীকে দেদার ফটোশ্যুট করতে দেখা গেছে আর এরপরেই কাটা ঘায়ে নুনের ছিটের মতো চিড়বিড় করে উঠেছেন নাতাশা৷
advertisement
2/7
জোর গসিপ শুরু হয়েছে  যে হার্দিকের জীবনে একটি নতুন প্রেম প্রবেশ করেছে, যা আবার নাতাশার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের খবরের জন্ম দিয়েছে।
জোর গসিপ শুরু হয়েছে  যে হার্দিকের জীবনে একটি নতুন প্রেম প্রবেশ করেছে, যা আবার নাতাশার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের খবরের জন্ম দিয়েছে।
advertisement
3/7
হার্দিক যখন রহস্যময়ী মেয়েটির সঙ্গে হাসতে হাসতে পোজ দিয়েছেন , তখন নাতাশা স্ট্যানকোভিচ নিজেকে আটকাতে পারেননি। রহস্যময়ী সুন্দরী ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সরের সঙ্গে হার্দিকের ছবি সামনে আসার পরে নাতাশা নিজের প্রতিক্রিয়া সামনে এসেছে৷
হার্দিক যখন রহস্যময়ী মেয়েটির সঙ্গে হাসতে হাসতে পোজ দিয়েছেন , তখন নাতাশা স্ট্যানকোভিচ নিজেকে আটকাতে পারেননি। রহস্যময়ী সুন্দরী ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সরের সঙ্গে হার্দিকের ছবি সামনে আসার পরে নাতাশা নিজের প্রতিক্রিয়া সামনে এসেছে৷
advertisement
4/7
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজবের মধ্যে, নাতাশা গাড়ি চালানো শিখে বা জিমে টাইম কাটাচ্ছেন৷  নাতাশা সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় এবং ইন্সটা স্টোরিজে ঝলক শেয়ার করে চলেছেন। হার্দিক যখন রহস্য করা মহিলাটির সঙ্গে হাসতে হাসতে পোজ দিয়েছেন তখন নাতাশা কিছু শেয়ার করেছেন, যা দেখে ফ্যানরা অনুমান করছেন যে নাতাশা হৃদয় ভেঙে পড়েছেন।
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজবের মধ্যে, নাতাশা গাড়ি চালানো শিখে বা জিমে টাইম কাটাচ্ছেন৷  নাতাশা সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় এবং ইন্সটা স্টোরিজে ঝলক শেয়ার করে চলেছেন। হার্দিক যখন রহস্য করা মহিলাটির সঙ্গে হাসতে হাসতে পোজ দিয়েছেন তখন নাতাশা কিছু শেয়ার করেছেন, যা দেখে ফ্যানরা অনুমান করছেন যে নাতাশা হৃদয় ভেঙে পড়েছেন।
advertisement
5/7
হার্দিকের সঙ্গে মিস্ট্রি  গার্লের ছবি সামনে আসার পর নাতাশার রহস্যময় ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে নাতাশাকে বাতাসে গিটার বাজাতে দেখা যাচ্ছে। এছাড়া জিমে আয়নার সামনে গান গাইছেন তিনি। ভিডিওটি শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন, 'সবকিছু ভালবাস, কিন্তু ঈশ্বরকে হারাবেন না।'
হার্দিকের সঙ্গে মিস্ট্রি  গার্লের ছবি সামনে আসার পর নাতাশার রহস্যময় ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে নাতাশাকে বাতাসে গিটার বাজাতে দেখা যাচ্ছে। এছাড়া জিমে আয়নার সামনে গান গাইছেন তিনি। ভিডিওটি শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন, 'সবকিছু ভালবাস, কিন্তু ঈশ্বরকে হারাবেন না।'
advertisement
6/7
অন্যদিকে, দ্বিতীয় ভিডিওতে, তাঁকে অ্যান্ডি গ্রামারের গান 'ডোন্ট গিভ আপ অন মি' গাইতে শোনা যাচ্ছে।
অন্যদিকে, দ্বিতীয় ভিডিওতে, তাঁকে অ্যান্ডি গ্রামারের গান 'ডোন্ট গিভ আপ অন মি' গাইতে শোনা যাচ্ছে।
advertisement
7/7
সম্প্রতি মিস্ট্রি গার্লের সঙ্গে হার্দিকের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তার নাম প্রাচি সোলাঙ্কি। প্রাচি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং একজন মেকআপ আর্টিস্টও। প্রাচিও ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন- 'ফ্যান গার্ল মোমেন্ট।'
সম্প্রতি মিস্ট্রি গার্লের সঙ্গে হার্দিকের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তার নাম প্রাচি সোলাঙ্কি। প্রাচি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং একজন মেকআপ আর্টিস্টও। প্রাচিও ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন- 'ফ্যান গার্ল মোমেন্ট।'
advertisement
advertisement
advertisement