Cricketer Actress Gossip: চুটিয়ে প্রেম করছিলেন এক নায়িকার সঙ্গে, অন্যদিকে লাস্য-সৌন্দর্য্য মন মজেছিল অন্য হিরোইনের, তারকা ক্রিকেটার খুল্লমখুল্লা করেছিলেন স্বীকারোক্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Actress Gossip: তাঁর সৌন্দর্য্য -লাস্যে পাগল ছিলেন ভারতীয় ক্রিকেটের তারকা, প্রকাশ্যেই জানিয়েছিলেন নিজের মনের কথা, বলেছিলেন, ‘দেশের ক্ষতি হল...’
advertisement
advertisement
advertisement
গত মাসে প্রসার ভারতীর আর্কাইভ নামের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। এই ভিডিওতে রবি শাস্ত্রী একটি সাক্ষাৎকার দিচ্ছেন। এই ভিডিওটি শাস্ত্রীর যৌবনের সময়কার। শাস্ত্রী বলেছেন যে তাঁর প্রিয় নায়িকা হলেন স্মিতা পাতিল। তিনি বলেন যে দুর্ভাগ্যবশত তিনি মারা গেছেন। আমি খুব দুঃখিত কারণ তিনি আমার প্রিয় অভিনেত্রী ছিলেন। আমি মনে করি এটি ভারতের জন্য একটি বিরাট ক্ষতি। শাস্ত্রী বলেন যে স্মিতা পাতিলের ছবি "মন্থন" তার প্রিয়।
advertisement
advertisement
১৯৮১ সালের ২৫ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হওয়া শাস্ত্রীরও একই বছর টেস্ট অভিষেক হয়। ১৯৮৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে, শাস্ত্রীকে তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় অর্থাৎ চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন নির্বাচিত করা হয়েছিল। অবসরের পর এই কিংবদন্তি খেলোয়াড় ধারাভাষ্যকারের ভূমিকাও পালন করেছিলেন। বর্তমানে তিনি ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন।