মুখোমুখি রিল এবং রিয়াল, ঝুলনের লুকে কেমন লাগছে অনুষ্কাকে? দেখে নিন অ্যালবাম

Last Updated:
রিল বনাম রিয়াল। মুখোমুখি অনুষ্কা শর্মা ও ঝুলন গোস্বামী। প্রাক্তন ভারতীয় অধিনায়কের বায়োপিকে মুখ্য ভূমিকায় বিরাট পত্নী। কেমন ?
1/5
এক ফ্রেমে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি ও ভারতীয় ফাস্ট বোলার। শনিবার সারারাত শুটিং হলো ঝুলনের বায়োপিকের। ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়ালেন অনুষ্কা-ঝুলন। এক নজরে দেখলে মনে হবে জোড়া ঝুলন মাঠে দাঁড়িয়ে।
এক ফ্রেমে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি ও ভারতীয় ফাস্ট বোলার। শনিবার সারারাত শুটিং হলো ঝুলনের বায়োপিকের। ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়ালেন অনুষ্কা-ঝুলন। এক নজরে দেখলে মনে হবে জোড়া ঝুলন মাঠে দাঁড়িয়ে।
advertisement
2/5
বঙ্গ ক্রিকেটারের মতো মত অবিকল হাঁটাচলা রপ্ত করে ফেলেছেন অনুষ্কা। ছবি দেখলেই স্পষ্ট উচ্চতায় দুজনেই প্রায় কাছাকাছি। ঝুলনের মত ছোট চুল রেখেছেন বিরাট পত্নী। পরনে ভারতীয় দলের জার্সি। ঝুলনের মতোই হাতে ঘড়ি পড়ে মাঠে নামছেন অনুষ্কা।
বঙ্গ ক্রিকেটারের মতো মত অবিকল হাঁটাচলা রপ্ত করে ফেলেছেন অনুষ্কা। ছবি দেখলেই স্পষ্ট উচ্চতায় দুজনেই প্রায় কাছাকাছি। ঝুলনের মত ছোট চুল রেখেছেন বিরাট পত্নী। পরনে ভারতীয় দলের জার্সি। ঝুলনের মতোই হাতে ঘড়ি পড়ে মাঠে নামছেন অনুষ্কা।
advertisement
3/5
ইতিমধ্যেই নিজের চাল, চলন, বলন বিরাট ঘরনীকে রপ্ত করিয়ে দিয়েছেন ঝুলন। অনুষ্কা নাকি শিক্ষার্থী হিসেবে খুব ভালো। ঘনিষ্ঠমহলে এমনটাই দাবি করেছেন ভারতীয় পেসার। ইডেনে শনিবার শুটিং পর্ব শেষ হয় ভোররাতে। এরপর নাকি চাকদহ স্টেশন ও ট্রেনে শুটিং করবেন অনুষ্কা।
ইতিমধ্যেই নিজের চাল, চলন, বলন বিরাট ঘরনীকে রপ্ত করিয়ে দিয়েছেন ঝুলন। অনুষ্কা নাকি শিক্ষার্থী হিসেবে খুব ভালো। ঘনিষ্ঠমহলে এমনটাই দাবি করেছেন ভারতীয় পেসার। ইডেনে শনিবার শুটিং পর্ব শেষ হয় ভোররাতে। এরপর নাকি চাকদহ স্টেশন ও ট্রেনে শুটিং করবেন অনুষ্কা।
advertisement
4/5
আপাতত ঝুলনের বায়োপিক নিয়ে একটি টিজার লঞ্চ হওয়ার কথা। ডিরেক্টর এর ভূমিকায় রয়েছেন প্রসিধ রয়। শনিবার রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতেই বিরাট পত্নীকে শুটিং করতে দেখা যায়।
আপাতত ঝুলনের বায়োপিক নিয়ে একটি টিজার লঞ্চ হওয়ার কথা। ডিরেক্টর এর ভূমিকায় রয়েছেন প্রসিধ রয়। শনিবার রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতেই বিরাট পত্নীকে শুটিং করতে দেখা যায়।
advertisement
5/5
শটের ব্যাপারেও খুঁতখুঁতে অনুষ্কা রিল লাইফে নিজেকে ঝুলন হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর।  প্রত্যেকটা শটের পর মনিটরে চোখ রেখে পরখ করে নিলেন অনুষ্কা। ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডিকে দেখে মুগ্ধ ঝুলনও।
শটের ব্যাপারেও খুঁতখুঁতে অনুষ্কা রিল লাইফে নিজেকে ঝুলন হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর। প্রত্যেকটা শটের পর মনিটরে চোখ রেখে পরখ করে নিলেন অনুষ্কা। ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডিকে দেখে মুগ্ধ ঝুলনও।
advertisement
advertisement
advertisement