সিঁদুরে-সোহাগে মাখামাখি, স্ত্রী-র অঙ্গে নিজে হাতে মাখালেন সিঁদুর, ক্রিকেটারের ছবি ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কয়েক মাস আগেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছিলেন স্ত্রী, এ যেন তাঁদের দ্বিতীয় জীবন!
advertisement
এই বছরেই প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বাংলাদেশি এই ক্রিকেটারের স্ত্রী৷ ২৭ মার্চ চা বানানোর জন্য রান্নাঘরে ঢুকেছিলেন তখন সিলিন্ডার ব্লাস্ট করে ঝলসে যায় তাঁর শরীরের একটি অংশ৷ নিজেকে রক্ষা করলেও হাতের একটা অংশ পুড়ে যায়৷ তাই এবছরের বিজয়ার সিঁদুর খেলাটা বিশেষ ছিল দম্পতির জন্যা৷ Photo Courtesy- Facebook
advertisement
advertisement