

সফলভাবে নিলামের জন্য যাঁরা নিজেদের নাম রেজিস্ট্রার করাতে পেরেছেন তাঁদের নাম প্রকাশ করল আইপিএল (IPL) কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার দিনই এই পূর্ণ তালিকা প্রকাশিত হয়৷ এই তালিকায় নাম রয়েছে ২৯২ জনের৷ যাঁদের নাম নিয়ে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে মিনি নিলাম করা হবে৷


প্রাথমিক ভাবে ১১১৪ প্লেয়ার আইপিএল নিলামে নাম নথিভুক্ত করেন৷ আইপিএলের আট ফ্রাঞ্চাইজি শর্টলিস্ট করা হয়েছে৷ আটটি ফ্রাঞ্চাইজি -র কেউই শ্রীসান্থের জন্য আগ্রহ দেখায়নি ৷ তাই তার নাম বাদ পড়েছে৷


অন্যদিকে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরে আগ্রহ দেখিয়েছে ফ্রাঞ্চাইজিরা৷ তার বেসপ্রাইস ধার্য হয়েছে ২০ লক্ষ টাকা৷ লাবুসেনও মিনি নিলামে নাম নথিভুক্ত করিয়েছেন৷


আটজন আন্তর্জাতিক ক্রিকেটার সর্বোচ্চ বেস প্রাইসে নাম নথিভুক্ত করিয়েছেন এঁরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, শাকিব আল হাসান, স্টিভ স্মিথ, স্যাম বিলিংস, জেসন রয়, লিয়াম প্ল্যাঙ্কেট, মার্ক উড৷ এই তালিকায় খালি দুজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন তাঁরা হলেন কেদার যাদব ও হরভজন সিং৷


১২ জন প্লেয়ার ১.৫ কোটি টাকা বেস প্রাইসের জন্য শর্ট লিস্ট হয়েছেন৷ এক কোটি টাকায় আছেন ১১ জন৷ এই তালিকাতে ২ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন৷ তাঁরা হলেন উমেশ যাদব ও হনুমা বিহারী৷