অচেনা নম্বর থেকে ক্রিকেটারদের কাছ থেকে আসছে WhatsAPP মেসেজ, তদন্তে নামল BCCI
Last Updated:
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে থাকা ক্রিকেটারদের কাছে অচেনা নম্বর থেকে আসছে Whatsapp মেসেজ ৷ যার জেরে গভীর চাঞ্চল্য তৈরি হয়েছে সব মহলে ৷ তামিলনাড়ু ক্রিকেট প্রিমিয়ার লিগ খেলছেন এমন বেশ কিছু ক্রিকেটার এই ধরণের মেসেজ পেয়েছেন ৷ এরপরেই বোর্ডের দুর্নীতি দমন শাখার কাছে এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে ৷ Photo- Representive 
advertisement
advertisement
তদন্তে আইপিএলে নিয়মিত খেলেন এমন এক ক্রিকেটার ও রনজি ট্রফির এক কোচের নাম সামনে এসেছে ৷ যারা তামিলনাড়ু প্রিমিয়ার ক্রিকেট লিগে অত্যন্ত প্রভাবশালী ৷ বোর্ডের দুর্নীতিদমন শাখার প্রধান জানিয়েছেন ফিক্সাররা নিয়মিত এই বষয়গুলিকে নজরে রেখে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন ৷ Photo- ANI/ Twitter 
advertisement

