গোল পেলেন মেসি-রোনাল্ডো-এমবাপে, রিয়াধে ৯ গোলের 'আরব্য রজনী' দেখল ফুটবল বিশ্ব

Last Updated:
সৌদি আরবের রিয়াধে পিএসজি বনাম রিয়াধ অল স্টারের প্রীতি ম্যাচে ৯ গোলের বন্যা দেখল ফুটবল বিশ্ব। ৫-৪ গোলে জয় পেল প্যারিসের ক্লাব। গোল পেলেন মেসি, রোনাল্ডো, এমবাপেরা।
1/6
সৌদি আরবের রিয়াধ পিএসজি বনাম রিয়াধ অল স্টার একাদশের প্রীতি ম্যাচে গোলের বন্যা। ৫-৪ গোলে প্যারিসের ক্লাব জয় পেলেও আসল জয় হল ফুটবলের।
সৌদি আরবের রিয়াধ পিএসজি বনাম রিয়াধ অল স্টার একাদশের প্রীতি ম্যাচে গোলের বন্যা। ৫-৪ গোলে প্যারিসের ক্লাব জয় পেলেও আসল জয় হল ফুটবলের।
advertisement
2/6
একসঙ্গে মাঠে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র। এমন চাঁদের হাট খুব কম দেখেছে ফুটবল বিশ্ব। যা মন জয় করল সকলের।
একসঙ্গে মাঠে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র। এমন চাঁদের হাট খুব কম দেখেছে ফুটবল বিশ্ব। যা মন জয় করল সকলের।
advertisement
3/6
এই ম্যাচ দিয়েই সৌদি আরবে নিজের ফুটবল জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচে জোড়া গোল করে প্রমাণও করলেন তিনি এখনও ফুরিয়ে যাননি।
এই ম্যাচ দিয়েই সৌদি আরবে নিজের ফুটবল জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচে জোড়া গোল করে প্রমাণও করলেন তিনি এখনও ফুরিয়ে যাননি।
advertisement
4/6
এছাড়া ম্যাচে গোল পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ব লিওনেল মেসি। ম্যাচে শুরুতেই গোলের খাতা খোলেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে বেশ কয়েকবার দেখা যায় মেসি ম্যাজিকের ঝলক।
এছাড়া ম্যাচে গোল পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ব লিওনেল মেসি। ম্যাচে শুরুতেই গোলের খাতা খোলেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে বেশ কয়েকবার দেখা যায় মেসি ম্যাজিকের ঝলক।
advertisement
5/6
ম্যাচে এমবাপেও গোল পেয়েছেন। পেনাল্টি থেকে গোল করেন তিনি। তবে নেইমার পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন। ৬০ মিনিট পর তুলে নেওয়া হয় সকল তারকা ফুটবলারদের।
ম্যাচে এমবাপেও গোল পেয়েছেন। পেনাল্টি থেকে গোল করেন তিনি। তবে নেইমার পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন। ৬০ মিনিট পর তুলে নেওয়া হয় সকল তারকা ফুটবলারদের।
advertisement
6/6
প্রদর্শনী ম্যাচ হলেও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান তাক লাগিয়ে দেয় সকলকে। হার-জিত বাদ দিয়ে আরব্য রজনীতে এই প্রদর্শনী ম্যাচ সাক্ষী থাকল মোট ৯টি গোলের। এক কথায় পয়সা ওসুল।
প্রদর্শনী ম্যাচ হলেও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান তাক লাগিয়ে দেয় সকলকে। হার-জিত বাদ দিয়ে আরব্য রজনীতে এই প্রদর্শনী ম্যাচ সাক্ষী থাকল মোট ৯টি গোলের। এক কথায় পয়সা ওসুল।
advertisement
advertisement
advertisement