Ruturaj Gaikwad Retained By CSK: লাখপতি থেকে রাতারাতি কোটিপতি! ধোনির দলের মারকাটারি ব্যাটার পেলেন 'লটারি'

Last Updated:
CSK Retained Rituraj Ruturaj Gaikwad: কত ক্রিকেটারের জীবন বদলে দিল আইপিএল! এমনি কি আর লোকে বলে, এই টুর্নামেন্টে টাকা ওড়ে!
1/6
এমনি এমনি তো লোকে আইপিএল নিয়ে এত উত্সাহী নয়। সত্যিই এই টুর্নামেন্টে টাকা ওড়ে। আইপিএল বহু ক্রিকেটারের জীবন বদলে দিয়েছে। অনেকেই রাতারাতি কোটিপতি হয়েছেন। আর এবার সেই তালিকায় ঢুকে পড়লেন চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়। লাখপতি থেকে এবার তিনি কোটিপতি।
এমনি এমনি তো লোকে আইপিএল নিয়ে এত উত্সাহী নয়। সত্যিই এই টুর্নামেন্টে টাকা ওড়ে। আইপিএল বহু ক্রিকেটারের জীবন বদলে দিয়েছে। অনেকেই রাতারাতি কোটিপতি হয়েছেন। আর এবার সেই তালিকায় ঢুকে পড়লেন চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়। লাখপতি থেকে এবার তিনি কোটিপতি।
advertisement
2/6
আইপিএলে রিটেইন ও রিলিজ পর্ব শেষ। এবার হবে মেগা নিলাম। যে ২৭ জন ক্রিকেটারকে তাঁদের ফ্র্যাঞ্চাইজি দলে রিটেইন করেছে, তাঁদের মধ্যে ঋতুরাজ রয়েছেন। ধোনির পছন্দের ব্যাটার তিনি তাঁকে রিটেইন করেছে চেন্নাই। আর তাতেই ঋতুরাজ এবার কোটিপতি।
আইপিএলে রিটেইন ও রিলিজ পর্ব শেষ। এবার হবে মেগা নিলাম। যে ২৭ জন ক্রিকেটারকে তাঁদের ফ্র্যাঞ্চাইজি দলে রিটেইন করেছে, তাঁদের মধ্যে ঋতুরাজ রয়েছেন। ধোনির পছন্দের ব্যাটার তিনি তাঁকে রিটেইন করেছে চেন্নাই। আর তাতেই ঋতুরাজ এবার কোটিপতি।
advertisement
3/6
২০২১ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ১৬ ম্যাচে ৬৩৬রান করেছিলেন ঋতুরাজ। এমন ব্যাটারকে ছেড়ে দেওয়ার ভুল হয়তো কোনও ফ্র্যাঞ্চাইজি করত না। চেন্নাই সুপার কিংসও করেনি। সিএসকে চার নম্বর খেতাব জয়ের পিছনে ঋতুরাজের অবদান ছিল অনেকটাই। তাই তাঁকে দলে রাখতে ভুল করেনি চেন্নাই।
২০২১ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ১৬ ম্যাচে ৬৩৬রান করেছিলেন ঋতুরাজ। এমন ব্যাটারকে ছেড়ে দেওয়ার ভুল হয়তো কোনও ফ্র্যাঞ্চাইজি করত না। চেন্নাই সুপার কিংসও করেনি। সিএসকে চার নম্বর খেতাব জয়ের পিছনে ঋতুরাজের অবদান ছিল অনেকটাই। তাই তাঁকে দলে রাখতে ভুল করেনি চেন্নাই।
advertisement
4/6
২০২০ সালে নিলামে ঋতুরাজকে ৪০ লাখ টাকা বেস প্রাইজে দলে নিয়েছিল চেন্নাই। তার পর অনেক ম্যাচে তিনি চেন্নাইকে জয় এনে দিয়েছেন। সেই ঋতুরাজকে এবার চেন্নাই ৬ কোটি টাকা দিয়ে রিটেইন করেছে।
২০২০ সালে নিলামে ঋতুরাজকে ৪০ লাখ টাকা বেস প্রাইজে দলে নিয়েছিল চেন্নাই। তার পর অনেক ম্যাচে তিনি চেন্নাইকে জয় এনে দিয়েছেন। সেই ঋতুরাজকে এবার চেন্নাই ৬ কোটি টাকা দিয়ে রিটেইন করেছে।
advertisement
5/6
সিএসকে মোট চারজন ক্রিকেটারকে রিটেইন করেছে। রবীন্দ্র জাদেজা, এম এস ধোনি, মঈন আলি ও ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএলে বড় বড় ছক্কা হাঁকানোর জন্য এরই মধ্যে বেশ নামডাক করে ফেলেছেন ঋতুরাজ।
সিএসকে মোট চারজন ক্রিকেটারকে রিটেইন করেছে। রবীন্দ্র জাদেজা, এম এস ধোনি, মঈন আলি ও ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএলে বড় বড় ছক্কা হাঁকানোর জন্য এরই মধ্যে বেশ নামডাক করে ফেলেছেন ঋতুরাজ।
advertisement
6/6
মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে ঋতুরাজ যেন ফর্মের শিখরে পৌঁছেছিলেন। একের পর এক ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছেন। রানের বন্যা হয়েছে তাঁর ব্যাটে। সিএসকে ক্যাপ্টেন ধোনিও কিন্তু ঋতুরাজকে বেশ পছন্দ করেন।
মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে ঋতুরাজ যেন ফর্মের শিখরে পৌঁছেছিলেন। একের পর এক ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছেন। রানের বন্যা হয়েছে তাঁর ব্যাটে। সিএসকে ক্যাপ্টেন ধোনিও কিন্তু ঋতুরাজকে বেশ পছন্দ করেন।
advertisement
advertisement
advertisement